ভয় করে

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ নভেম্বর, ২০১৩, ০৬:৫৮:৩৫ সন্ধ্যা

ভয় করে দেশের জন্য ,

দেশ কি হচ্ছে ভিন্ন দেশের অন্ন ?

চিন্তা জাগে মনে ,

দেশ কি রুপান্তরিত হচ্ছে ভিন্ন দেশের পন্যে ?

কষ্ট হয় অন্তরে ,

মোদের স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে বলে।

মন কাদে দেশের তরে

কি হচ্ছে ,কি না হচ্ছে ভেবে।

অপরাজনীতির ফাদে পরে ,

দেশ গেল গহিনে।

চালু হলে সুষ্ট রাজনীতি

দেশ করবে উন্নতি।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File