ছাত্র নামের সন্ত্রাস
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ নভেম্বর, ২০১৩, ০৪:১৩:৪৭ বিকাল
ওরাতো নয় ছাত্র ,
ওরা সন্ত্রাসের মিত্র।
ছাত্র নামের কলঙ্ক ,
ওদের কাজ শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের ত্রাস বানানো।
ওরা কলম পকেটে রাখে ,
পিস্তল রাখে হাতে।
নির্ধয় ভাবে অসহায় ছাত্রদের লাঞ্চিত করে।
সুযোগ পেলে দর্শনে সেঞ্চুরী করে।
ওরাতো ছাত্র নহে ,
টেন্ডার নিয়ে মারামারি করে।
শিক্ষক কে অপমান করে প্রতিনিহত।
ওরা ছাত্র নয় ,ওরা হিংস্র বাঘ।
ওদের ভয়ে ছাত্র করে কলেজ ত্যাগ।
ছাত্র নামের এই হিংস্র বাঘ কে ,
তাড়িয়ে দিতে হবে তাদের শিক্ষাঙ্গন থেকে .
সন্ত্রাস মুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্টান কে।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন