সংবাদ মাধ্যম ও সংবাদকর্মী কি আসলে নিরপক্ষ হতে হবে ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ নভেম্বর, ২০১৩, ০৩:৪৯:৪৯ দুপুর
অনেকে বলতে শুনেছি সাংবাদিক ,ও সংবাদ মাধ্যম নাকি নিরপক্ষ হতে হবে তদের নাকি কোনো পক্ষ নেওয়া চলবে না ,আসলে কথা টা সঠিক নয়। নিরপক্ষ থেকে কি করে মজলুমের পক্ষে থাকা যায় ?কি করে দেশের সার্থে লিখা যায় ?কি করে দেশের সার্থে বলা যায় ?কি করে আহাজারি আর চিত্কার শুনে তাদের পাশে দাড়ানো যায় ?কি করে গণতন্ত্র তলিয়ে যাওয়ার সময় গণতন্ত্রকে উচিয়ে রাখার পদক্ষেপ নেওয়া যায় ?
তবে হে সংবাদ কর্মী ও সংবাদ মাধ্যম গুলোকে হলুদ পরিহার করতে হবে এবং দলীয় ও নিজের পছন্দের এজেন্ডা বাস্তবায়ন করার সার্থে হক কে বিসর্জন দেওয়া যাবে না।
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন