আজ সেই কালো দিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ অক্টোবর, ২০১৩, ০২:৩৪:৫৫ রাত

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ কালো দিন আজ। ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার আওয়ামী হায়েনারা লগি-বৈঠা দা ,কিরিছ ,পিস্তল সহকারে হামলা করে একটি রাজনৈতিক দলের সমাভেশে। এই হামলার বর্বরতা এতো করুন ছিল যা জাতীর জন্য কলঙ্কের। প্রকাশ্য দিবালোকে তরতাজা যুবকদের হত্যা করে লাশের উপর নৃত্য এ যেন নব হায়নার কান্ড ! ঢাকা সহ সারা দেশে হাসিনার হায়েনারা চালিয়েছিল টগবগে যুবকদের উপর বর্বরতা।অনেক তাজা প্রাণ হারিয়ে যায় তাদের পাশবিকতায়।বাংলাদেশ রূপ নিয়েছিল সেদিন গৃহযোদ্ধের দেশে। এক দিকে অস্ত্রদারী সন্ত্রাসী অন্য দিকে অস্ত্র বিহীন যুবকেরা। এক প্রান্ত থেকে পিস্তলের টোস টোস শব্দ অন্য দিকে কান্নার আওয়াজ আর ইট পাতর দিয়ে প্রতিরোধের চেষ্টা।
কিন্তু কেন এই পাশবিকতা ?তার উত্তর ইসলামী আদর্শের পতাকাবাহীদের নিঃশেষ করা আর ছিল ক্ষমতার লোভ । হে আওয়ামীলীগ ক্ষমতার জন্য দেশের সম্পদ যুবকদের হত্যা করতে পারে শুধু হত্যা নয় হত্যা করে লাশের উপর নৃত্য ,আহারে কতই না বেদনার ?সেদিন যাদের কে হত্যা করা হয়েছে তাদের সবার মনে সপ্ন ছিল দেশে ইসলামী হুকুমত কায়েম করা সবার মনে সপ্ন ছিল দেশের সোনালী দিনের।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন