চুর ও তার সন্তান
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ অক্টোবর, ২০১৩, ০৩:০২:৫৮ দুপুর
দূর এক জনপদে এক চুর ছিল ,সে শৈশব থেকেই চুরি করে আসছিল। তার এক পুত্র সন্তান ও ছিল তাকেও সে চুরি ভিত্তি শিখিয়েছে।চুরের বয়স যখন প্রায় ৮০ হয়ে যায় তখন তার মনে ভয় জাগে , সে তার একমাত্র সন্তান কে ডেকে বলেছিল আমার প্রিয় পুত্র আমি যখন মারা যাব তুমি এমন কিছু করে দেখাবে যাতে এই জনপদ আমার চুরির কথা ভুলে যায় আর আমার প্রশংসা করে। টিক কয়েক দিন পর চুর মৃত্যু বরণ করে তখন তার সন্তান এমন এমন ভালো কাজ করতে লাগলো যা অকল্পনীয় সে গরিব মানুষের পাশে দাড়ালো। সে ওই জনপদের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের খুজ খবর নিতে লাগলো আর সমস্যা জেনে তা সমাধানের চেষ্টা করতে লাগলো। আর তা দেখে জনপদটির মানুষ বলতে লাগলো তার বাবা একটা খারাপ মানুষ ছিল সে শুধু চুরি করে জীবন কাটিয়েছে আর দেখ ওই বাবার সন্তান জনপদের অন্যতম বন্ধু রূপে মানুষের পাশে দাড়িয়েছে। চুরের সন্তান জনপদের মানুষের এই কথাগুলো শুনে বলে বাবা বলেছেন এমন কাজ করার জন্য যে কাজে উনার চুরি ভিত্তির কথা যেন জনপদ ভুলে যায় কিন্তু তা না হয়ে তার উল্টো টা হচ্ছে। এবার সে চিন্তা করে বলে আমার বাবা করেছে চুরি , আমি করব খুন, ডাকাতি ,ছিনতাই যাতে করে জনপদ বলে ওর বাবা ছিল ভালো সে শুধু চুরি করেছে আর ছেলে হয়েছে খুনি, ডাকাত , ছিনতাইকারী।তখন আমার বাবার চুরির কথা জনপদ ভুলে যাবে।
টিক একই অবস্তা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাবা দেশে বাকশাল কায়েম করে গেছেন আর উনার মেয়ে শেখ হাসিনা বাবার বাকশালের কালো অধ্যায় দেশের জনগনকে ভুলানোর জন্য কি উনি গণহত্যা ,আলিম হত্যা ,দুর্নীতিবাজ এক সরকার গঠন করেছেন ,উনি সংবিধানের দুহাই দিয়ে দেশ কে হানাহানির দিকে টেলি দিচ্ছেন ?
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন