কেন শোকার্ত ভাইদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল বাংলাদেশে সরকারের পুলিশ বাহিনী ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৪:১১ রাত

ফেলানি হত্যার বিচারের রায় ফেলানির পরিবার যেমন মেনে নিতে পারেনি তেমনটা মেনে নিতে পারিনি আমরা বাংলাদেশীরা ,আমাদের অন্তরে রক্ত ক্ষরণ হয়েছে এই রায়ে ,আর সেই রক্ত ক্ষরণের জন্য দেশের কিছু ফেলানির শোকার্ত ভাইয়েরা এর প্রতিবাদে চট্টগ্রামের প্রেসক্লাবে মানববন্ধন করতে গিয়েছিল। বিচারের নামে তামাশা করে খুনীকে বেকসুর খালাস দিল ভারতীয় বর্বর খুনি বিএসএফের তথাকথিত আদালত।সেই রায় কে ঘৃনা জানাতে গিয়েছিল মানবন্ধনে।

কেন শোকার্ত ভাইদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল বাংলাদেশে সরকারের পুলিশ বাহিনী ? তার মাধ্যমে কি সরকার প্রমান করতে চায় ফেলানি হত্যার বিচারে বাংলাদেশ সরকার খুশি হয়েছে ?

হে ,যদি খুশি হয়ে তাহলে আমাদের বলতে বাকি থাকে না যে ,এই সরকার ভারতের দালাল ,বাংলাদেশের ফেলানিদের দুশমন।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File