মালিক ভাই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ আগস্ট, ২০১৩, ০৭:১৫:৫৯ সন্ধ্যা
মালিক ভাই তুমি চলে গেছ বহুদূরে ,
আসবে না জানি ফিরে এই ভুবনে।
আজ ও তোমায় হৃদয়ে জাগে।
মালিক ভাই তোমার সাহসী কন্ঠের আওয়াজ ,
আজ ও কেম্পাছে প্রতিধ্বনি করে বারবার ।
তোমার কন্ঠে ছিল ইসলামী সুর বাহার ।
মালিক ভাই তুমি ছিলে ইসলামী আন্দোলনের সৈন্য।
ইসলামী শিক্ষার জন্য লড়েছ প্রাণ পন।,
তাইতো তোমায় একা পেয়ে ,
হায়েনারা করেছিল আক্রমন।
ওরা ছিলনা নর ,
ছিল কাপুরুষের দল।
মালিক ভাই তোমার মনে তামান্না ছিল জেগে।
তাই তুমি চলে গেলে আল্লাহর মেহমান হয়ে।
আমরা তোমার জান্নাত করি কামনা আল্লাহর কাছে।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন