আমি চোর

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৭ জুলাই, ২০১৩, ০৭:৩৬:০৪ সন্ধ্যা

আমি তখন ক্লাস নাইনে পড়তাম , আমার চাচার একটা জাল ছিল উড়িয়ে মারার । সেই জাল টি রাখা ছিল গ্রামের মধ্যে আমার ফুফুর বাড়িতে ।কারণ আমার চাচা মাছ মারতেন পুকুরে মাঝে মাঝে তাও আবার বর্ষাকালে , একদিন আমি বাড়িতে কাউকে না বলে স্কুল থেকে এসেই পাশের বাড়ির মাছ ধরার মাস্টার মামুন কে (কালা মামুন নাম গ্রামে পরিচিত আমি ওরে অনেক স্নেহ করতাম ) নিয়ে চলে যাই একরকম জোর করেই ফুফুর বাড়িতে ,ফুফুর বাড়ি যাওয়ার পর ফুফু ছিলেন না ঘরে মরহুম ফুফাকে মিথ্যে বলি চাচা ( বড় আব্বা ) বলেছেন জাল খানা দেওয়ার জন্য যেমন আবদার তেমন পাওয়া ফুফা দিয়ে দিলেন হয়ত উনি ভাবলেন এখন তো বর্ষা কাল চাচা মাছ মারবেন , আর বললেন সাবধানে নিয় বাবা ।আমি সেই জাল আর মামুন কে নিয়ে চলে যাই শয়তান খালে (আমাদের গ্রামের একটা খাল) যেখানে শুনে আসছি কয়েকদিন থেকে মানুষে মাছ মারতেছে কিভাবে মাছ মারতে হয় জানাছিল না কিন্তু চিন্তা কিসের সাথে শিক্ষক আছেন মাছ ধরার ।মাছ ধরার জন্য যখন ই জাল টাকে পানিতে নামানো হলো টেনে মাছধরার জন্য তেমনি জাল টা চিড়ে দুটি ভাগে ভাগ হয়ে গেল সম্ভবত কোন কাটার মধ্যে লেগেছিল পানির নিচে ।তার পরও আমরা মাছ ধরা ছেড়ে দেই নি কষ্ট করে হলে ১৪ - ১৫ টি মাছ ধরলাম নাম কালীরা ।সন্ধার সময় মাছ ধরা শেষ করলাম ,মামুন আমাকে ৮ টি মাছ দিল বাকি গুলো সে নিল আমি একদিকে আনন্দিত কারণ মাছ ধরলাম আবার অন্যদিকে চাচার ভয়ে আমার মুখ মলিন ,কি করার বাড়ি না গিয়ে আবার ফুফুর বাড়ি গেলাম ,মাছ দেখালাম ফুফুকে এবার ফুফা ঘরে নেই আর জাল একটি পলিতিনের বেগের মধ্য করে রেখে দিলাম ফুফুদের জাল রাখার ঘরে ।ফুফু আমার মাছ দেখে খুশি হলেন উনি জালের কথা কিছু বলেন নি শুধু বলেছেন জাল কখন নিলে দেখলাম না জবাবে বলেছিলাম আপনি ঘরে ছিলেন না আর চুরের মত করে ভাবতে লাগলাম ফুফুকি জাল টা বের করে দেখেন ?আমি যতক্ষণ ছিলাম দেখা হয় নি ,চলে আসলাম ফুফুর বাড়ি থেকে বাড়িতে গিয়ে যখন মাছ দেখালাম আমার মরহুম দাদাকে তখন উনি সবাই কে ডাকাডাকি শুরু করে দিলেন আমি মাছ মেরে এনেছি দেখানোর জন্য ,কিন্তু আমার মনে চাচার ভয় খেলতেছে রাতে চাচা ঘরে আসলেন দাদী আমার মাছের গল্প শুনালেন চাচা হাসলেন খুশি ও হলেন তবে উনি চাইতেন না আমি এগুলোতে যাই তারপরও খুশি হলেন ।প্রায় সপ্তাহ খানেক পর আমি একদিন ফুফুর বাড়িতে গেলাম বেড়াতে আর আমার মনে কিন্তু সেটা তখনও খেলতেছে আমি ফুফুকে বিষয়টা খুলে বললাম উনি বললেন আমি দেখেছি ।বছর খানেক পর চাচা একদিনে রাতে উনার ঘর থেকে কোন একটা কথার প্রসঙ্গে বলতেছেন আমার নাম ধরে আমি নাকি ফুফুর বাড়িথেকে জাল এনে ছিড়ে ফেলছি। আমার মনে সাহস আসলো তাহলে চাচা বিষয়টা জানেন আর তাহলে কিছু বলবেন না। এই হলো আমি চুরের গল্প ।।

বিষয়: বিবিধ

১৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File