সিলেটের আর কতো শিক্ষা প্রতিষ্টান অস্তির ও ধ্বংস হলে প্রশাসন হবে নির্লজ্জ ।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ জুলাই, ২০১৩, ০৯:৩১:২১ রাত
হাজারো প্রতিবাদ ,নিন্দার পরও বাংলাদেশের শ্রেষ্ট বিদ্যাপিঠের একটি এশিয়া মহাদেশের অন্যতম ঐতিহ্যমন্ডিত স্তাপত্ত শিল্প এমসি কলেজের ছাত্রবাস পুড়ানোর দায়ে দুষীদের এক বছর পেরিয়ে গেলেও গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন । ২০১২ সালের ৮ জুলাই সেমি পাক্কার আসাম টাইপের সুকীর্তির সাক্ষবাহী স্তাপনা ,এমনকি এশিয়া মহাদেশের অনেক গুনিজনের স্মৃতী এমসি কলেজ সিলেটের পরিচিত সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়ে শত শত ছাত্রের আসবাব পত্র সার্টিফিকেট ,কম্পিউটার ও শিক্ষনীয় ও চাকরির প্রয়োজনিয় সামগ্রী পুড়িয়ে তাদের জীবন অন্ধকারের দিকে টেলে দিল ছাত্র নামের সন্ত্রাসী ও বহিরাগোতরা , সেজন্য সিলেটের সর্বস্তরের মানুষ নিন্দা জানিয়েছে সাথে সাথে প্রতিবাদে ফেটে পরে সিলেটের বর্তমান ও সাবেক এমসি কলেজের ছাত্ররা এবং সাধারণ সিলেটিরা এমনকি প্রবাসীরাও প্রতিবাদ করেছে মিছিল ,মিটিং মানববন্ধন করেছে ,সরাষ্টমন্ত্রনালয় ,জেলা প্রশাসন ,কলেজ কর্তিপক্ষের কাছে স্বারক লিপি দিয়েছে প্রবাসিরা দেশে দেশে বাংলাদেশী হাইকমিশনারের কাছে স্বারক লিপি দিয়েছে শুধু সিলেটিরা নয় দেশের রাজনীতিবিদ ,আইনজীবী সুশীল সমাজ সহ সকল স্তরের মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই অপকর্মের ।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ধ্বংসাস্তল পরিদর্শন করেছেন এবং মন্ত্রী মহোদয় গঠনার জন্য দায়ী দুষীদের শাস্তির বেবস্তার কথা জানিয়েছিলেন ,এবং সরাষ্টমন্ত্রনালয় ,জেলা প্রশাসন ,কলেজ কর্তিপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয় তারপরও দুষীদের শাস্তি দিতে বের্ত হয় প্রশাসন। গঠনার দিন প্রশাসনের লোক সামনে থাকা সত্তেও কেমন করে অপরাধীরা পার পেয়ে যায় ?শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশ থাকা সত্তেও কোন অজানা কারণে দুষীদের গ্রেপ্তার করা হচ্ছে না ?আগুন দিয়ে পুড়ানোর পর ভিবিন্ন প্রিন্ট মিডিয়া ,ওয়েব মিডিয়া ,ফেইসবুক ,টুইটারে সন্ত্রাসীদের নামসহ ছবি দেখানো হয়েছে তারপরও কেন জানি প্রশাসন অসহায় ?তাহলে কি অপরাধীরা পার পেয়ে যাবে ?রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কি সরকার অপরাধীদের বাচাতে চায় নাকি অন্যকিছু ?নাকি বিদেশী কোনো হাত রয়েছে ? ধ্বংসাস্তল পরিদর্শন করে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বাবু কেমন জানি কথা বলছিলেন তাহলে কি তার এই কথার রেস দরে অপরাধীরা পার পেয়ে যাবে ?শুধু এমসি নয় ,এর আগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের সকল কলেজ গুলুতে ধ্বংসাত্বক লীলা চালিয়েছে এই পরিচিত ছাত্রলীগের সন্ত্রাসীরা অতছ শিক্ষামন্ত্রী সিলেটের শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষার পরিবেশের সার্থে অপরাধীদের শাস্তি দিতে পারলেন না ।তাহলে কি শিক্ষা মন্ত্রী বের্ত ?উনার কি কোনো কথা শুনে না সরকার বা প্রশাসন ?যদি তিনি বের্ত হন তাহলে তাকে মন্ত্রনালয় থেকে সরে এসে প্রতিবাদীদের কাতারে আসা উত্তম । সিলেটের মানুষ আর কতো শিক্ষাঙ্গনের অস্তিরতা ও ধ্বংসলীলা দেখবে । সিলেটের আর কতো শিক্ষা প্রতিষ্টান অস্তির ও ধ্বংস হলে প্রশাসন ও সরকার হবে নির্লজ্জ ?
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন