জাতীয় সংসদের ভাবমর্যাদা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ জুন, ২০১৩, ০৭:৪৬:১২ সন্ধ্যা
জাতীয় সংসদ গণতান্ত্রিক দেশের জনগনের আশা-আকাঙ্খার প্রতিক ।এই সংসদ থেকে জাতির অনেক সমস্যার পথ বের হয়ে আসে সংসদের বিজ্ঞ সদস্যদের আলোচনার মাধ্যমে ।সদস্যদের প্রানবন্তর ও গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে জাতি তার সামাজিক ও সংস্কৃতির উন্নয়ন আশা করে ।কিন্তু যখন এই মহান সংসদে অশ্লীল ,কুরুচিপূর্ণ ,শিষ্টাচারবহির্ভুত ও জাতীয় সংস্কৃতি বিরোধী বক্তব্য দেন সংসদ সদস্যরা তখন গণতন্ত্রের চাবি জনগণ বিচলিত হওয়া ছাড়া কিছুই থাকে না ।
চলতি বাজেট অধিবেশনে সরকারী ও বিরোধী দলের কিছু সংসদ সদস্য সংসদে জাতীয় আকাঙ্খার বাহিরে গিয়ে অশ্লীল বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ কে আঘাত করতে গিয়ে দেশের জনগনের সাথে ক্ষমতার অপব্যেবহার করেছেন ।তাদের অশ্লীল বক্তব্য শুনে দেশের জনগণ অবাক হয়েছেন এমন কি লজ্জিত হয়েছেন ওই সব সংসদ সদস্যদের সমর্তকরা ।সংসদে কিছু সদস্যরা অশ্লীল বক্তব্যের প্রতিযোগিতায় নেমে পড়েছেন পাশাপাশি সরকারি ও বিরোধী দলের অন্যান্য সদস্যরা টেবিল চাপিয়ে সমর্তন জানাচ্ছেন অন্যদিকে দেশের মানুষ সরাসরি টেলিভিশনে যারা দেখতেছেন তারা মুখ লুকাচ্ছেন পরিবারের একে অন্যের সামনে ।কিছু সংসদ সদস্য এমন সব শব্দ ব্যবহার করেছেন যা কুন ভদ্র মানুষের পক্ষে মুখে নেওয়া সম্ভব না ।তাদের এই অসংসদীয় ভাষার অশ্লীলতা এমন পর্যায় গিয়ে পৌছিয়েছে যা গ্রহন যোগ্য নয় ।
সংসদে মরহুম বেক্তিদের কে নিয়ে বিশেষ করে সাবেক রাষ্টপতি শেখ মুজিবুর রহমান , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ লাগামহীন আক্রমনাত্মক বক্তব্য হচ্ছে কিন্তু অবাক হওয়ার বিষয় হলো তাতে স্পিকার কার্যত কোনো হস্তক্ষেপ করছেন না। বিএনপির সংসদ সদস্যদের বেলায় তিনি মাজে মাজে সতর্ক করে দিলেও আওয়ামী লীগের সদস্যরা অবলীলায় এবং বিনা বাধায় অসংসদীয় বক্তব্য দিয়ে যাচ্ছেন যা গণতন্ত্র ও দেশের সংস্কৃতিতে এক বয়াবহতা নেমে আসতে পারে ।গত ২০ জুন সংসদে সরকার দলীয় সদস্য অপু উকিলের অশালীন বক্তব্যের সীমা এত বিশাল ছিল যা কুিসত নোংরা সেই ভাষা অসংসদীয় ভাষাতো নয়ই এমন কি তা বাংলাদেশের সংস্কৃতি বিরোধী ।তাছাড়া দেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাদের খেতাব নিয়ে ও টানা হেচড়া করা হয় সংসদে ।নিষিদ্ধ পল্লীর নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয় রাত জাগা সহ যত অশ্লীল কথা বার্তা আছে সব বলা হয় এই মহান জাতীয় সংসদে যা সাধারণ মানুষকে বর কষ্ট দিয়েছে ।
সংসদে জাতির বিপর্যয় নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন সব বক্তব্যের দিকে চলে যান যা পারা গায়ের দুষ্ট ছেলেও সবার সামনে ব্যাবহার করতে ভয় পায় ।সংসদ সদস্যরা যাদেরকে আইন অনুযায়ী মাননীয় বলা হয় আর সেই মাননিযরা গত তিন সপ্তাহ থেকে যা বক্তব্য দিয়ে যাচ্ছেন সংসদে তা ঘৃনার চোখে দেখা ছাড়া উপায় নেই ,অবস্য অধিকাংশ সদস্য এর তীব্র বিরোধী ।কিছু সংসদ সদস্যের এরকম অসংসদীয় বক্তেব্বের কারণে আমাদের জাতীয় সংসদের ভাবমর্যাদা দেশে-বিদেশে যাতে ক্ষুন্ন না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে ।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন