সেরা কৌতুক অভিনেতা নির্বাচিত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ এপ্রিল, ২০১৩, ১০:২৪:৪৯ সকাল
শেখ হাসিনাকে ৩ -০ কুটে হারিয়ে সেরা কৌতুক অভিনেতা নির্বাচিত হয়েছেন ম তে মখা আলমগীর ...আগামী নির্বাচনে উনাকে ক্রেস্ট তুলে দেবেন নিজ নির্বাচনী আসনের ভোটাররা । উল্লেখ্য গত কাল বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে একটি বহুতল ভবন ধসে পড়ার পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৭ জন হয়েছে বলে জানিয়েছে স্তানিয় পুলিশ । আর এই দুর্ঘটনার ব্যখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে দিয়েছেন এ ভাবে , কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। এর আগে দেশের সেরা কৌতুক অভিনেতা ছিলেন মৃত দিলদার । এবার দেসেহ্র অনেকে মনে করেছিলেন শেখ হাসিনা হবেন কিন্তু সবার চুখ ফাকি দেয়ে ম,আলমগীর হয়েগেলেন । যা দেশের জন্য এক কলঙ্ক ।
বিষয়: বিবিধ
২৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন