নামে বুদ্ধিজীবী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ এপ্রিল, ২০১৩, ০৬:৫০:৫৪ সন্ধ্যা
আমাদের সমাজে আছে অনেক নামে বুদ্ধিজীবী
কথা বলে ওরা হাড়ি হাড়ি ।
খাচ্ছে কুশিক্ষার সাগরে হাবুডুবু
কৌশলে সহজে করে মানুষকে কাবু।
নেই তাদের সঠিক বিদ্যা ,
তাই চাপিয়ে দিতে চায় ধর্মহীনতা ।
ওরা বলে ধর্মনিরপক্ষ মানে নয় ধর্মহীনতা,
আসলে ওরা রাখেনা ধর্মের কোনো শিক্ষা
তাইতো কথায় কথায় বলে মিথ্যা ।
টেলিভিশনের সামনে এসে কথা বলে মিষ্টি হেসে
বলে কৌশলে যাতে মানুষ শুনে।
সামনে কথা বলে দেশের পক্ষে
মূলত বলে ভিন্ন কোন লক্ষে।
অন্য দেশের তাবেদারী করে
ওরা হলো ইসলাম ও দেশের দুশ্মন
ওদের নাই সঠিক শিক্ষা এটাই কারণ ।
ওরা চর্চা করে পাশ্চাত্য সংস্কৃতি
তাইতো নেই ওদের ভালোবাসা দেশের প্রতি ।।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন