দেশের জনগণ টের পেয়ে গেছে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ এপ্রিল, ২০১৩, ০৭:১২:৩৪ সন্ধ্যা
১১ এপ্রিল সকালে কম্পিউটার চালু করে সংবাদ পত্রের সাইটে গেলাম যাওয়া মাত্র দেখতে পেলাম আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার । আমার দেশ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা করেছে ডিবি পুলিশ ।তিনি দীর্ঘ দিন ধরে এই কার্যালয়ে অবস্তান করে আসছিলেন । গ্রেপ্তার করে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং তাকে পরবর্তিতে আদালতে হাজির করে ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয় । মহানগর হাকিম পুলিশের আবেদনের প্রেক্ষিতে জনাব মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন । তার বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান জনাব নিজামুল হক নাসিমের স্কাইপি সংলাপ প্রকাশ এবং গণজাগরণ মঞ্চের নেতৃত্বদানকারী ব্লগার কর্তৃক মহান আল্লাহ রাব্বুল আলামীন, আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার সহধর্মীনীগণ ইসলাম এবং ইসলামের এবাদতসমূহ বিশেষ করে নামায, রোজা, হজ্জ, যাকাত প্রভৃতিকে অশ্লীল ভাষায় ব্যঙ্গ-বিদ্রপ ও অবমাননা সম্পর্কে দৈনিক আমার দেশে তথ্য প্রকাশ করার অভিযোগে মোট তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কিন্তু দেশের জনগণ মনে করে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে সরকরের সৈরাচারী মনভাব পরিষকার করে দেওয়ার জন্য তিনি যে সহসিকথা দেখিয়েছেন ,সরকারের কিছু মন্ত্রীদের দুর্নীতির প্রমানসহ তার পত্রিকায় চাপিয়েছেন ,শাহবাগের কিছু নাস্তিকদের মুখ উন্মোচন করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের পেছনে রয়েছে অতি গোপনীয় নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকস এর প্রকাশ করা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ১৯৭৩-৭৫ পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির দুর্লভ তথ্য বাংলাদেশের খাদ্যসঙ্কট ও দুর্ভিক্ষ সম্পর্কে। বর্ণনা আছে অর্থনৈতিক সঙ্কট, চোরাচালান, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে।বাকশাল প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, দেশে জরুরি অবস্থা জারি,ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণ, ঢাকায় জুলফিকার আলী ভুট্টোকে বীরোচিত সংবর্ধনা ও সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবের মৃত্যু সম্পর্কেও রয়েছে বহু অজানা তথ্য উইকিলিকসের ফাঁস করা নথি গ্রেপ্তার হওয়ার পর দিন থেকে ধারাবাহিকভাবে ছাপা করার ঘুসনা দেন মাহমুদুর রহমান ।মাহমুদুর রহামন কে গ্রেপ্তার করায় আশ্চর্য হওয়ার কিছু নেই সাহসীরা সারা জীবন নির্যাতন জেল জুলুমের শিকার হচ্ছেন । মাহমুদুর রহমানকে এর আগে এই সরকার গ্রেপ্তার করে থাকে যে নির্যাতন করেছে তা শুনলে চুখের পানি চলে আসে উনি উনার " জেল থেকে জেলে "বইয়ে তা প্রকাশ করেছেন । আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুধু একটি নাম নয় সেটা একটি বিপ্লবের ছায়া নাম ও বটে ।সরকারের প্রধান থেকে শুরু করে মন্ত্রী এমপি আওয়ামীলীগের বড় বড় নেতা থেকে কৈপূটি সবার জন্য এক আতঙ্কের নাম মাহমুদুর রহমান ।যে মাহমুদুর রহমান দেশের আলেম সমাজকে এক কাতারে আনতে সক্ষম হয়েছেন ইসলামের সার্থে দেশের সার্থে।স্কাইপি কেলেঙ্কারির ঘঠনা ফাস করে দিয়ে দেশের মানুষ কে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যুদ্ধপরাধীর বিচারের নামে সরকার দেশের কয়েকজন দেশপ্রেমী ও ইসলামী বেক্তিত্বকে হয়রানি করতেছে।সরকারের দুর্নীতি অক্ষরে অক্ষরে প্রমান সহ তার পত্রিকায় প্রকাশ করে দেশের মানুষকে সরকারের দুর্নীতির বিষয়ে সজাগ করে দিয়েছেন।তার এই মহত কাজ দেখে সরকারী মহল ক্ষেপে গিয়ে থাকে তাকে বার বার গ্রেপ্তার ও নির্যাতন করতেছে ।কিন্তু ওরা বুঝে না মাহমুদুর রহমান যে বিপ্লবের রূপ দেখিয়ে দিয়ে গেছেন সেটা যে খুভই নিকটে।তার প্রমান ৬ এপ্রিলের গণ জাগর।সে দিন সরকারের কিছু পেতাত্তারা সরকারের প্ররোচনায় হরতাল ডাক দেয় যার ফলে সরকার তার দল ও পুলিশ দিয়ে দেশের প্রায় সকল অঞ্চলে নদী পথ সড়ক পথ এক কথায় যান চলা চল বন্ধ করে দেয় । কিন্তু তাতে ও কাজ হয় নি দেশের ইসলাম প্রিয় ইসলাম বিদ্ধেষী নাস্তিক ব্লগার বিরুধী মুসলমান পায়ে হেটে ঢাকায় এসে লংমার্চ সফল করেছে শুধু সফল নয় ইতিহাস সাক্ষী রেখেছে উপস্তিতিতে আন্তর্জাতিক টেলিভিশন আল জাজিরা বলেছে প্রায় ৩০ লক্ষ্য মানুষের সমাগম হয়েছে সেদিন ।দেশের মানুষ আজ জেগে গেছে ,অন্যায় -দুর্নীতির সমালোচনা করে মাহমুদুর রহমান কে সরকার গ্রেপ্তার করেছে সেটা আজ দেশের জনগণ টের পেয়ে গেছে ।দেশের এরকম প্রতিবাদী স্বর ও বিরুধী মত কে সরকার যে হারে জেল জুলুমের শিকার বানাচ্ছে তাতে দেশের গণতন্ত্র গর্তে পরে যাচ্ছে ,তাতে দেশে হিংসার রাজনীতি সৃষ্টি হতে যাচ্চে ,দেশ দুটি পক্ষে বিভক্তি হতে যাচ্ছে কিন্তু তা কাম্য নয় ।দেশের স্বাধীনতা আজ বিপন্ন মনে হচ্ছে যখন দেখা যায় দেশের প্রধান পত্রিকার সম্পাদককে গ্রেপ্তারকরা হয় বিনাঅপরাদে ,যখন দেখা যায় ইসলাম দেশ ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা কাজ করে কথা বলে তাদের গ্রেপ্তার করা হয় ,রিমান্ডের নাম নির্যাতন করা হয় ।মাহমুদুর রহামন কে গ্রেপ্তার করে সরকার কান্ত হয় নি তার বৃদ্ধ মায়ের বিরুদ্ধে ও মামলা দেওয়া হয়েছে।পত্রিকাটি কৌশলে বন্ধ রাখা হয়েছে । তার প্রতিবাদে মাহমুদুর রহমান অনশন করতেছেন রিমান্ডে থেকেও যার জন্য তার বেচে থাকা নিয়ে ও সন্দেহ রয়েছে ।দেশের মানুষ এর প্রতিবাদ করতেছে প্রাণ পন ।কিন্তু দেশের জনগণ যে ফুসে উটবে না আন্দোলনে জাপিয়ে পরবে না ,প্রতিরুধ গড়ে তুলবে না সেটা কি করে বলা যায় ।তাই সাধু সাবধান ।।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন