বিনীত প্রার্থনা

লিখেছেন লিখেছেন আবদ আল্লহ ১৩ মার্চ, ২০১৩, ১১:৩২:৪৮ রাত

আসসালামু আলাইকুম। আমার একটা কষ্ট শেয়ার করতে চাই। আমার বড়ভাই মারা গেছেন। বয়স ছিল ৩০, অবিবাহিত। অনেক কষ্ট সহ্য করে অবশেষে চলে গেলেন। আমি অনেক চঞ্চল কিন্তু আমার ভাইটা ছিল অনেক ঠাণ্ডা। এমনকি আমার সাথেও কথা বলতে লজ্জা পেত। মৃত্যুর সময় বারবার বাবা-মাকে দেখে বলছিল " মা তোমায় দেখে আমার তৃপ্তি মিটছে না, আমায় ক্ষমা করে দিও"

আমি জানি না দুনিয়াতে সে কোন অন্যায় করে গিয়েছে কিনা, সবাই তাঁর জন্য আল্লহর কাছে দোয়া করবেন, আল্লহ যেন তাকে ক্ষমা করেন। এত ভালো ছেলে আমি জীবনেও দেখিনি। মৃত মানুষের জন্য দোয়া ই একমাত্র ভালোবাসা, ফুল দেয়া নয়।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File