আবার এসেছি ফিরে...........

লিখেছেন লিখেছেন আল মাসুদ ১৮ এপ্রিল, ২০১৪, ০৫:১৯:১৫ বিকাল

দীর্ঘদিন যাবত সব ধরনের ব্লগ বা পত্রিকায় লেখালেখি ছেড়ে দিয়েছি। সোনার বাংলাদেশ ব্লগে লিখতাম, বন্ধ হবার পর থেকে আর তেমন লিখি না। এর জন্য নিজের ব্যস্ততাও কম দায়ী নয় তবে আলসেমিই মুল কারণ। এর মধ্যে নিজের একাডেমিক কিছু কাজ হয়েছে বটে কিন্তু তাতেও সন্তুষ্ট না।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পরই আব্বার মৃত্যুবরণ (১৬ই জুন, ২০১৩), অভিভাবকহীন হয়ে যাওয়া, তাঁর মৃত্যুর ৯দিন পূর্বে (৭ই জুন, ২০১৩) নতুন জীবনে পদার্পন, এর পরপরই মালয়েশিয়ায় চলে আসাসহ বিভিন্ন ব্যস্ততা আমাকে তেমন অবসর না দিলেও ইচ্ছে করলে লিখতে পারতাম। গতকাল থেকে মনে হলো আবার লেখালেখি শুরু করা দরকার। সেই ভাবনা থেকে মাঠে নামার আগে একটু ওয়ার্ম-আপ করে নিলাম। যেকোন সময় জরুরী ভিত্তিতে দেশে যাওয়া লাগতে পারে, সে কারণে কয়েকদিন দেরিও হতে পারে। সবার কাছে দোয়া চাই।

বিষয়: বিবিধ

১৫৭৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209543
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি নিয়মিত লিখবেন সেই প্রত্যাশা ও দোয়া করি
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
158012
আল মাসুদ লিখেছেন : ধন্যবাদ, শাহীন ভাই।
209551
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৮
সন্ধাতারা লিখেছেন : আপনার আগমনে ব্লগ পরিবারসহ দেশ ও জাতি উপকৃত হোক এই শুভ কামনা রইলো। আপনার বাবার জান্নাত কামনা করি সেইসাথে আপনার নতুন জীবন শান্তিপূর্ণ ও সুখময় হোক এই দোয়া রইলো। Rose Rose Rose Rose Rose
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
158017
আল মাসুদ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। সন্ধাতারার জীবন হোক সুখময় এই কামনা রইল।
209560
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে পূণরায় স্বাগতম।
আমারও আপনার মাতো অবস্থা হয়েছিল। মাত্র ক’দিন হলো ব্লগে সক্রিয় হলাম।
চলুন আমরা আবাও শুরু করি।
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
158020
আল মাসুদ লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই। সোনার বাংলাদেশে থাকতে আপনার অনেক লেখা পড়েছি। তবে আগের মত মজা পাই না ব্লগে, যেটা পেতাম ওখানে থাকতে। দোয়া করবেন।
209565
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
শিশির ভেজা ভোর লিখেছেন : আবার লিখতে থাকুন। মন প্রাণ ভালো থাকবে।
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
158035
আল মাসুদ লিখেছেন : ধন্যবাদ,শিশির ভেজা ভোর। মন ভাল রাখার জন্যতো আসলাম কিন্তু গিন্নির চাপে মাঝে মাঝে কাহিল হয়ে যাই। কিছু ব্যবস্থাপত্র বাতলে দেনতো.... আপনার ছবির সাথে নামটা কেমন যেন লাগে। হাহাহা...
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
158047
শিশির ভেজা ভোর লিখেছেন : Tongue Tongue Tongue গিন্নি কোথায় চাপ দেয় ব্যাপারটা পরিস্কার করলেন না। যাগ্গে অফিসে বসে বসে আমার মত ব্লগিং করতে পারেন। তাহলে চাপাবে না। আর আপনার কেমন কেমন লাগে দেখে ছবিটা পরিবর্তন করলুম। phbbbbt
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
158097
আল মাসুদ লিখেছেন : আপনি পুরুষ নাকি মহিলা বুঝতেছি না। তবে নামটি বোনদের জন্য ভালই মানায়। গিন্নি কোথায় চাপ দেয তা ক্যামনে বুঝায় আপনার। অফিসতো নেই, বিদেশ বিভুইয়ে হলে একাএকা রুমে থাকি। গিন্নি থাকে দেশে। আপনার ছবি পরিবর্তন হয়েছে ঐ ছাত্রের মত যে সাদা খাতা এনে শিক্ষককে মাাছের ছবি দেখায। শিক্ষক বলে, ছবি কোথায়? বলে স্যার আমিতো জলের ভিতরে মাছ আঁকছি, আপনি দেখবেন ক্যামনে?
209572
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাগতম!!!
ব্লগে আসুন এবং আপনার ভাবনা সবার সাথে শেয়ার করুন।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১০
158078
আল মাসুদ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান, এই জন্যতো আসলাম।
209601
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
158079
আল মাসুদ লিখেছেন : আমার হৃদয় জুড়ে আমিই আছি। আর কেউ নেই। হাত তালি দিচ্ছেন কেন এত? আমার আগমনে নাকি অন্য কারণে?
209617
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : স্বাগতম!! Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose আল্লাহ আপনার অভিভাবক, আছেন থাকবেন। লিখুন নিয়মিত। Rose Rose Good Luck Good Luck Rose Rose
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
158083
আল মাসুদ লিখেছেন : আপনার হারিকেনের কাছে সূর্যকে নিতান্তই নিষ্প্রভ মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
209620
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো লিখুন মন খুলে।
আপনার জন্য বোনাস হাতুড়ি রইলো Time Out Time Out Time Out
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
158086
আল মাসুদ লিখেছেন : আমি আবার বেয়াড়া মানুষ। কার পিঠে আবার হাতুড়ি দিয়ে গদাম দেব তা কিন্তু বলা যাবে না। আমাকে উস্কানি দেবার জন্য আপনার জেলও হয়ে যেতে পারে।
209732
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
ফুয়াদ মাহবুব লিখেছেন : দীর্ঘ এক বছর পর আসলেন তো, সবার জমা রাখা ভালবাসার উস্কানি কিন্তু একটু বেশি করে দিতেই পারে। তাই বলে সবার উস্কানিতে উস্কায়িত না হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে.। @ আল মাসুদ
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
158210
আল মাসুদ লিখেছেন : ভাই, এত উস্কানি রাখবো কই? সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি। এখন একজনের ভালবাসায় হাবুডুবু খাচ্ছি। অন্যদেরটা নেওয়ার সক্ষমতা কই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File