আর কত দিন থাকবে এই হিংসাত্বক রাজনীতি
লিখেছেন লিখেছেন রওশন আলম ০২ মার্চ, ২০১৩, ০৩:৩০:৩৪ দুপুর
এখন মিডিয়া দেখলেই মনে হয় পুরা একজাতি। এমন ভাবে সরকারের লেজ ধরে আছে বোঝার উপায় নেই দেশে কি হচ্ছে। সরকার আমাদেরকে যে ভাবে বোঝাচ্ছে তাতো তো দেশে জামাত-শিবির, বিএনপি মনে হয় নাই শাহবাগে নাস্তিদের আনাগোনা মিডিয়ায় বেশি প্রকাশ করে। দু'চারজন লোক দেখিয়ে সারা বাংলাদেশ গণ জাগরণ করে ফেলে। বাংলাদেশে কি কোন মিডিয়া কি স্বাধীন ভাবে কথা বলতে পারবে না? সেক্ষেত্রে বিডিটুডে কে ধন্যবাদ। আর আমারদেশ পত্রিকাকে ধন্যবাদ। আপোষহীন ভাবে সত্য প্রকাশের জন্য।
আমরা সবাই চাই সুন্দর দেশ। হিসংসাত্বক রাজনীতি থেকে আমাদের সাধারণ জনগণকে বাচান। আপনারদের বাম-ডানের দলাদলিতে আামাদের নীরিহ মানুষের জীবন পিস্ট হয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন