হৃদয়ে রক্তক্ষরণ...

লিখেছেন লিখেছেন সত্যচারণ ০১ মার্চ, ২০১৩, ০৮:০১:৫৬ সকাল

এমন অবিচার কি কখনো দেখেছেন কেউ? বিচারের নামে বিচারকের এমন অবিচার কি কখনো দেখেছেন কেউ? বিচারকরা আইনের অস্ত্র দিয়ে অবৈধভাবে এমন রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করতে পারে তার নজির কি পৃথিবীর কোথাও আছে? হে দয়াময় সারা জাহানের মালিক, আমরা অসহায়। আমরা তোমার দ্বীনকে, তোমার মর্যাদাকে, তোমার প্রিয় হাবীবের মর্যাদাকে, তোমার প্রিয় বান্দাহদের মর্যাদাকে, তোমার অনুপম দান এই দেশ ও এর স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে ব্যর্থ হচ্ছি এই প্রিয় মুসলিম জনপদে। যালিমেরা সব এক হয়ে সর্বগ্রাসী সাঁড়াশী আক্রমনে আমাদেরকে শেষ করে দিতে চায়ছে। মুখের ফুঁৎকারে তোমার নুরকে নিভিয়ে দিতে চায়ছে। আমরা রক্ত দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, জীবন দিয়েছি, প্রিয়জনদেরকে হারিয়েছি। রাতে কেঁদে কেঁদে তাহাজ্জুদ পড়েছি। এই রোযাদার বান্দা এখন চোখ নিংড়িয়ে পানি ফেলে আর হৃদয়ের রক্ত ক্ষরণ করে বিচারপতিদের বিচার দায়ের করছে তোমার বিচারালয়ে। ইয়া আল্লাহ, এই মযলুম বান্দাহদের কান্নায় কি তোমার আরশ কাঁপবে না? তুমি কি এই অসহায় তোমার বান্দাহদের সহায় হবেনা? ওদের তো অসংখ্য প্রভু আছে, বন্ধু আছে, সহযোগী আছে, উপায় উপকরণ আছে, যাবতীয় ক্ষমতা আছে। কিন্তু তুমি ছাড়া আমাদের আর কি আছে, কে আছে? আল্লাহ, তুমি এই দেশকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, সম্মানের সাথে বাঁচাও, অন্য কারো তাবেদার হিসেবে না তোমার দ্বীনের পতাকাবাহী উন্নত মর্যাদাশীল দেশ ও জাতি হিসেবে বাঁচাও!!!

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File