টুডে ব্লগে যাত্রা শুরু করলাম

লিখেছেন লিখেছেন আবু হাফসাহ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৯:০০ বিকাল

সর্বপ্রথম টুডে ব্লগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই মর্মে যে, "এর ভূমিষ্টলগ্ন থেকে কয়েকদিন হতে না হতে অনেক অনেকদুর অগ্রসর হয়েছে, যা কিনা ঈর্ষান্বিত পর্যায়ে। পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে খুববেশি। আমি এখানে অংশ নিয়েছি লিখে যাওয়ার প্রত্যয় নিয়ে। আমার বিশ্বাস ও মূল্যবোধ এবং দেশপ্রেম নজরে রেখে লিখে যাওয়া অঙ্গিকারে সামনে এগিয়ে যাব ইনাশাল্লাহ; ঠেকাতে পারবে না কেহ। এর তাওফিক কামনা করছি আল্লাহ্‌র মহান দরবারে। আজ যখন সর্বত্র নাস্তিকতা, নৈতিকতাহীনতা, বেহায়াপনা ও পাশবিকতার ছয়লাব চলছে সেই সময় এ করুণ পরিস্থিতির উত্তরণের জন্য অবশ্যই সাধ্য অনুযায়ি ভূমিকা পালন করা একটি নৈতিক দায়িত্ব বলে মনে করছি। লেখার অভ্যাস তেমন নেই তার পরও যেন মনের গহীনে গুমরে উঠে কিছু লিখতে। তাই এব্লগটি মনে হয় সে প্রেরণা প্রকাশের অন্যতম প্লাটফর্ম হবে।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File