স্বদেশ ভাবনা
লিখেছেন লিখেছেন আলম সফি ২৭ জুন, ২০১৩, ১১:২২:৫২ রাত
এ কেমন দেশটা আমার?!
এ কেমন রাষ্ট্রনীতি?
ঘরের মধ্যে খুনখারাবি
পরের সাথে সম্প্রীতি!
রাজনীতিতে নীতি কোথায়?
অর্থনীতির হাত-পা ভাঙ্গা,
উন্নয়ন তো গতি হারা
না পায় জল, না পায় ডাঙ্গা।
আমরা মানুষ ষোল কোটি
করতে পারি অনেক কিছু,
আসুন এবার দেশটা গড়ি
বন্ধ করি ঘুরাঘুরি পরের পিছু।
বদলে যাই, বদলে দেই
বিবেকটাকে জাগিয়ে তুলি
চারিদিকে একটু তাকাই
মাথা তুলি, চোখটা খুলি।
পড়শি অনেক এগিয়ে গেছে
আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
যে মাটিতে জন্ম হলো
সে মাটির-ই কাছাকাছি!!
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন