জাময়াত - শিবির একটি জঙ্গী সংগঠন!!!
লিখেছেন লিখেছেন ইচ্ছে দেয়াল ০৭ মার্চ, ২০১৩, ০৪:০৩:২৫ বিকাল
আমি যখন ছোট ছিলাম, অনেককেই
বলতে শুনেছি জাময়াত শিবির
একটি জঙ্গী সংগঠন, তারা রগ কাঁটে।
তারপর যখন আরেকটু বড় হলাম শুনলাম,
জামায়াত শিবির কর্মীদের অস্ত্র
দেয়া হয়, প্রশিক্ষণ দেয়া হয় সেসব
চালানোর। তারা সবাই অস্ত্র বিদ্যায়
দীক্ষিত। কেউ কিছু বললেই কাম শেষ।
ভয় পেতাম আর প্রচন্ড ঘৃণা করতাম এদের।
এরকম একটা প্রশিক্ষণ প্রাপ্ত
জঙ্গী সংগঠনের প্রতি কখনই
শ্রদ্ধা দেখানোর প্রশ্ন উঠতে পারেনা।
কিছুদিন আগে যখন পুলিশের
সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ
বাঁধে তখন
আমি বসে বসে অপেক্ষা করছিলাম তাদের
সেই প্রশিক্ষণের প্রতিফলন দেখার জন্য।
আশা করেছিলাম তারা তাদের অস্ত্র
এবং ট্রেনিং দিয়ে পুলিশকে কুপোকাত
করে দেবে। এখন অবধি আমি টিভির
সামনে বসে থাকি জামায়াত শিবিরের
আধুনিক ফর্মুলার জঙ্গী প্রশিক্ষণের
চিত্রকলা দেখার আশায়।
কিন্তু হায়, আমার আশা যেন পূরণ হবার নয়।
সেদিন দেখি এক শিবির
কর্মী হাতে গুলতি নিয়ে পুলিশের আধুনিক
আগ্নেয়াস্ত্রেরপ্রতিপক্ষে।
হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। এ
কোন ধরনের বোকা রে বাবা।
গুলতি নিয়ে রাইফেলের সাথে খেলা করে।
মৃত্যু তো এর নিশ্চিত। এখনও ভেবে পাইনা,
ছোটবেলায় শুনা সেই ঠাকুরমার ঝুলির
গল্পের ট্রেনিং প্রাপ্ত জামায়াত শিবির
গেল কই? সেই কাল্পনিক জামায়াত শিবির
যদি তাদের অত্যাধুনিক অস্ত্র আর
ট্রেনিং নিয়ে রাজপথে নামতো,
তাহলে কি তাদের মৃত্যু তো দূরে থাক,
একটা পুলিশও কি প্রাণ
নিয়ে ঘরে ফিরতে পারতো? এখানে উল্লেখ্য
যে, আমরা ইতোমধ্যেই আমাদের পুলিশ
ভাইদের যোগ্যতা সম্পর্কে অবগত হয়েছি।
কিন্তু হায়, আমার আশা যেন পূরণ হবার নয়।
সেদিন দেখি এক শিবির
কর্মী হাতে গুলতি নিয়ে পুলিশের আধুনিক
আগ্নেয়াস্ত্রেরপ্রতিপক্ষে।
হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। এ
কোন ধরনের বোকা রে বাবা।
গুলতি নিয়ে রাইফেলের সাথে খেলা করে।
মৃত্যু তো এর নিশ্চিত। এখনও ভেবে পাইনা,
ছোটবেলায় শুনা সেই ঠাকুরমার ঝুলির
গল্পের ট্রেনিং প্রাপ্ত জামায়াত শিবির
গেল কই? সেই কাল্পনিক জামায়াত শিবির
যদি তাদের অত্যাধুনিক অস্ত্র আর
ট্রেনিং নিয়ে রাজপথে নামতো,
তাহলে কি তাদের মৃত্যু তো দূরে থাক,
একটা পুলিশও কি প্রাণ
নিয়ে ঘরে ফিরতে পারতো? এখানে উল্লেখ্য
যে, আমরা ইতোমধ্যেই আমাদের পুলিশ
ভাইদের যোগ্যতা সম্পর্কে অবগত হয়েছি।
আজকাল আমরা আওয়ামীলীগ অথবা বিএনপির
মাঝে শত শত গ্রুপ দেখতে পাই।
তারা নিজেদের মাঝেই
মারামারি নিয়ে ব্যস্ত। প্রতিদিনই
সংবাদে দেখতে পাই আওয়ামীলীগের বোতল
গ্রুপ এবং চাপাতি গ্রুপের
মাঝে সংঘর্ষে এতো জন নিহত। বিএনপির
ক্ষেত্রেও ঠিক তাই।
কিন্তু আজ পর্যন্ত জামায়াত
অথবা শিবিরের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ
তো দূরে থাক, কেউ কি বলতে পারবেন, আজ
পর্যন্ত জামায়াত শিবিরের কোনও গ্রুপের
নাম শুনেছেন?
তবুও এরা জঙ্গী। আমাদের
মিডিয়াগুলো এদেরকে এমনভাবে প্রচার
করে যে আমরা ভাবতে বাধ্য
হয়ে পড়ি এরা জঙ্গী। অথচ আওয়ামীলীগ
এবং বিএনপির জঙ্গীবাদগুলোর
সাথে যদি জামায়াত শিবিরের জঙ্গীবাদ
আপনি নিজেই তুলনা করেন,
তাহলে জামায়াত শিবিরের জঙ্গীবাদ
আপনাকে মাইক্রস্কোপ দিয়ে খুঁজতে হবে।
তবুও এরা দেশের প্রধান জঙ্গী সংগঠন।
কারণ একটাই, এরা ইসলামের কথা বলে।
জামায়াত শিবির শুধু একমাত্র উদাহরণ নয়।
পৃথিবীর সকল দেশে ইসলামিক সংগঠন
গুলোই প্রধান জঙ্গী সংগঠন। আপনি একজন
মুসলিম হলে এবং আসল নকলের পার্থক্য
বুঝলে অবশ্যই এর
পেছনে লুকিয়ে থাকা কারণ সম্বন্ধে অবগত।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন