সুসংবাদ গ্রহণ করুন
লিখেছেন লিখেছেন বেরসিক পথচারী ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০১:৪৩ দুপুর
সকালে ঘুম থেকে উঠেই কম্পিউটার স্ক্রীণের সামনে বসলাম।
মাশাআল্লহ! ফেসবুক - টুইটার বন্ধ। বন্ধু জানালো ইউটিউবও নাকি বন্ধ। বেশ ভাল, এগুলো হচ্ছে সুসংবাদের সিগন্যাল। আমার বেশ মনে আছে, ২০১১ সালে তাহরীর স্কয়ার যখন চূড়ান্ত কর্মসূচি দিল, মোবারক তখন পতন ঠেকাবার জন্য ঠিক এই পদক্ষেপই নিয়েছিল। বাঙালির বুদ্ধির তারিফ করতে হয়, বহু বছর থেকেই আমাদের শিখিয়ে আসছে এই প্রবাদটি,''পীপিলীকার পাখা ওঠে মরিবার তরে''। বেশীদিন আর হাতে পাবেনা, পতন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
আরেকটা সুসংবাদ দিই।
ইবনে তাইমিয়্যাহ (রঃ) বলেনঃ“অনেক নির্ভরযোগ্য মুসলিমগন (যারা অভিজ্ঞ এবং ফকীহ) বেশীরভাগ সময়ই তাদের অভিজ্ঞতার কথা বলেছেন যখন তারা শামের শহর, দূর্গ এবং খ্রিষ্টানদের আবদ্ধ করে রেখেছিলেন। তারা বলেছেন যে, আমরা শহর অথবা দূর্গকে মাসাধিককাল ধরে আবদ্ধ করে রেখেছিলাম, আমাদের অবরোধে তাদের কিছুই করার ছিল না, এবং আমরা প্রায়ই তাদেরকে ত্যাগ করে ছেড়ে চলে যাওয়ার অবস্থায় ছিলাম! এরপর যখনি তারা আল্লাহর রসূলﷺ কে অভিশাপ দিতে লাগল, হঠাৎ করে এর পতন আমাদের হাতে আসতে লাগল, কখনও কখনও এর পতন হতে একদিন বা দুইদিন লাগছিল এবং এটা শক্তির দ্বারা খুলে গেলো। সুতরাং আমরা এটাকে একটা শুভ সংবাদ হিসেবে গ্রহণ করলাম যখন আমরা শুনলাম যে আল্লাহর রসূলﷺ এর প্রতি অভিশাপ দেয়া হয়েছে এমনকি যদিও তাদের প্রতি আমাদের অন্তর ছিল ঘৃণায় পরিপূর্ণ কিন্তু আমরা এটাকে একটা শুভ সংবাদ হিসেবে দেখলাম কারণ এটা ছিল আমাদের আসন্ন বিজয়ের একটি লক্ষণ।”
এবং এটা ছিল সূরা আল কাওছার এর একটি আয়াতের অর্থঃ
নিঃসন্দেহে তোমার শত্রুরাই হচ্ছে শেকড়াকাটা [অসহায়]।
বিষয়: রাজনীতি
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন