হেফাজত কর্মীদের খোঁজে হাসপাতালে আওয়ামীলীগ

লিখেছেন লিখেছেন সচেতন_ নাগরিক ০৬ মে, ২০১৩, ১১:২০:৩২ রাত



পুলিশের গুলিতে আহত হেফাজত কর্মীদের ধরতে গত রাতে বিভিন্ন হাসপাতালে হানা দেয় যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। রাজধানীর পল্টনে সন্ধ্যার পূর্ব মুহূর্তে পুলিশের নির্বিচার গুলিতে শত শত হেফাজত কর্মী আহত হয়। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে সেসব হাসপাতালে ছুটে যায় যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। সন্ধ্যা সাড়ে সাতটায় একজন গুলিদ্ধ হেফাজত কর্মীকে হলিফ্যামিলি হাসপাতালে নেয়া হলে ১৫-২০ জন সশস্ত্র ক্যাডার ছুটে যায় হাসপাতালের জরুরি বিভাগে। তারা অস্ত্র হাতে উক্ত হেফাজত কর্মীকে বিভিন্ন কক্ষে খুঁজতে থাকে। এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইভাবে মালিবাগ এলাকায়ও একটি হাসপাতালে ছাত্রলীগ ক্যাডাররা মহড়া দেয়। আহতরা যাতে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে ঢুকতে না পারে সেজন্য হাসপাতালগুলোর গেটে সশস্ত্র পাহারা বসানো হয়। হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষকে বলে দেয়া হয় কোনো হেফাজত কর্মীকে চিকিৎসা দিলে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে।

বিষয়: রাজনীতি

১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File