যদি বেগম জিয়া ক্ষমতায় আসতে চান দালাল হতে অতি সাবধান!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন কোরডোবা ১৬ মার্চ, ২০১৪, ০৬:৪২:৩৯ সন্ধ্যা

শমসের মবিন চৌধরী , রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন যারা বেগম খালেদা জিয়াকে আন্দোলন বাদ দিয়া দালালীর ( কূটনীতির ) মাধ্যমে ক্ষমতায় আনার মহা সপ্ন দেখিয়েছিলেন তাদের দালালী তো এখন চোখে পড়েনা

কোথায় কূটনীতিবিদরা

কোথায় সেই দালালরা

সবাই এখন চুপ কেন ???????

আবার যখন জনগণ আন্দোলন করে সরকার পতনের কাছাকাছি নিয়ে আসবে তখন এই দালালরা আবার মাথাচারা দিয়ে উঠবে কূটনৈতিক পাড়ায় দৌড় ঝাপ শুরু হবে খালেদা জিয়াকে বুঝাবে বিদেশীদের সাহায্য ছাড়া ক্ষমতায় আসা যাবেনা আর এই সব আয়োজন হবে আওয়ামীলীগের ক্ষমতাকে চিরস্তায়ী করার জন্য !!!!

আফসোস বি এন পির জন্য খালেদা জিয়ার জন্য আদালত ও স্থায়ী কমিটিতে মউদুদ আন্দোলনের প্রান কেন্দ্র ঢাকাতে খোকা, ছালাম আর কূটনৈতিক পাড়ায় শমসের, রিয়াজ, সাবিহ এদেরকে বাদ দিয়ে যদি নতুন কাউকে চিন্তা না করে কোনদিন বি এন পিকে আর ক্ষমতার সাদ চোখে দেখতে হবেনা শুধু আফসোস আর আশাই থেকে যাবে , তাই দালাল হতে সাবধান !!!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193066
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
ইবনে আহমাদ লিখেছেন : রাজনীতি করতে হলে রাজনৈতিক জ্ঞান লাগে। বিএনপিতে এরকম কে আছে। তার একটা তালিকা করুন তো।
193067
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গ্রুপিং অন্যতম প্রতিপক্ষ বিএনপির
193071
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
সিটিজি৪বিডি লিখেছেন : গতকাল বাংলাভিষনে শফিক রেহমানের "লাল গোলাপ" দেখেছিলাম। এতে অংশ গ্রহন করেছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপির এক নেতা। এই নেতা প্রতি মাসেই যুক্তরাজ্য সফর করেন। প্রতি সপ্তাহে সফরের কারনে হয়ত আগামী দিনে গ্রিনেসবুকে তার নাম আসতে পারে।(শফিক রেহমানের ভাষায়) মজার বিষয় হচ্ছে ওনি "লাল গোলাপ" অনুষ্টানে শফিক রেহমানকে একটা খালি বিয়ারের খালি বোতল দেখান। এই দৃশ্য দেখে কিছুটা অবাক হই। কি কারনে এই খালি বিয়ারের বোতল টি দেখিয়েছেন কিছুই বুঝতে পারি নাই । এই শফিক রেহমান আরেকটি পর্বে বলেছিলেন.বাংলাদেশের বউরা নাকি স্বামীর হাতে ধর্ষিত হয়। এই শরিফ রেহমান বাংলাদেশে ভালবাসা দিবসের আমদানী কারক। এত গুনের অধিকারী এই ব্যক্তি এখন বিএনপিকে পরামর্শ দিয়ে থাকে.........
193075
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : খালেদার মাথায় মাল নাই। যেটুকু আছে সেটুকু জামাতিদের দেয়া।
193078
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
নীল জোছনা লিখেছেন : ২০৪১ সালের আগে বিএনপি ক্ষমতার স্বাদ পাবে না বলে রাখলাম। আওয়ামী লীগ তার প্লান মোতাবেক এগুচ্ছে।
193165
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
কোরডোবা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File