আমার আকুতি! মোঃরবিউল ইসলাম মামুন

লিখেছেন লিখেছেন মামুন১৯৯০ ০২ মার্চ, ২০১৩, ১২:৩৮:১৪ রাত

মরন যদি দ্যাওগো মাবুদ শহীদ করে নিও

তোমার পথে মরতে মাবুদ একটু সাহস দিও,

চাইনা মাবুদ অন্যায় ভাবে হাজার বছর বাঁচতে

শহীদ আমায় কবুল কর এই দেশটা সাঁজাতে ।

শহীদ হল অনেক যুবক তোমায় ভালোবেসে

কবুল কর আমায় মাবুদ সেই সহিদের দেশে ।

শহীদ কর নয়ত মাবুদ সতের মুক্তি দ্যাও

হারানো পথের যাত্রিকে তুমি পথ ফিরিয়ে দাও

নয়ত মাবুদ তাদের তুমি উচিৎ সাজা দ্যাও ।

বিষয়: সাহিত্য

৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File