এই লন একটা লুতুপুতু উলুবুলু স্টিকি স্টিকি পোস্ট
লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০৬ জুন, ২০১৪, ০৩:৩০:২৩ দুপুর
হুম ! সেইরাম একটা পোস্ট দিতাসি । এবার কেউ কমেন্ট আটকাইতে পারবেনা । কিসের রাজনীতি ? শুধু রোমান্টিক ইটিস পিটিস হবে এখন থেকে । আমি একজন অরাজনৈতিক লোক । নিছক আলাভোলা পোস্ট দিয়া জনপ্রিয়তা অর্জন করিয়া লইব ।
আইচ্ছা, এই নিউজটা কি জানেন ? কয়েকদিন আগে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসীর মেয়ে অভিযোগ করেছিলেন আদালতে মুরসী হিসেবে যে লোকটিকে উপস্থাপন করা হয়েছিলো সে মুরসী নয় । বরং মুরসীর ছদ্মবেশ পরিহিত অন্য কেউ । ইদানিং আবার মুসলিম ব্রাদারহুড অফিসিয়াল ওয়েবসাইটে একটা চিঠি দেখানো হচ্ছে যেটা মুরসীর লেখা চিঠি বলে প্রচার করা হচ্ছে । এই চিঠির তেমন কোন কার্যকারিতা থাকবে বলে আমার মনে হয়না । তবুও একবার ব্রাদারহুড যে স্ট্যান্ড নিয়েছে ( আসল মুরসীকে স্বশরীরে আদালতে হাজির করার দাবি ) সেটা আবার হুট করে পরিবর্তন করে ফেলা রাজনৈতিক গুরুত্বের দিক থেকে কেমন হলো ঠিক বুঝতে পারলাম না । এখন তো চিঠি প্রকাশ করে ব্রাদারহুড নিজেরাই স্বীকার করে নিলো মুরসী বেঁচে আছেন এবং ভালো আছেন । সেনাবাহিনীর একটা কৌশলও হতে পারে এই চিঠি । রাজনীতিটা স্পষ্ট বোঝা গেলোনা ।
হায়রে ! আবারো রাজনীতিতে চলে গেলাম । সরি সরি তিনবার সরি ! রাজনীতি খুব খারাপ জিনিস । এখানে যে কত্তো কূটকৌশল ! এই যেমন ইউক্রেনে রাশিয়াপন্থী বিদ্রোহীরা নতুন একটি কৌশল গ্রহণ করেছে । তারা নারী বিদ্রোহীদেরকে একে ফরটিসেভেন এর মতো অ্যাসল্ট রাইফেল দিয়ে সামনে পাঠিয়েছে । এতে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিদ্রোহীদেরকে স্রেফ উড়িয়ে দেয়া যেমন সম্ভব হচ্ছেনা, তেমনি তাদের সাথে যুদ্ধের কথা প্রচার করে ইউক্রেন নিজেদের পক্ষে কোন সিমপ্যাথি আদায় করতে পারছেনা । কেজিবি আসলেই ব্রিলিয়ান্ট ! অপরদিকে আমেরিকার যখন বহির্বিশ্বে রাজনীতি করার মতো যথেষ্ট ইস্যু থাকেনা, অথবা তাদের রাজনীতি যখন রাশিয়া বা চায়নার কারণে মুখ থুবড়ে পড়ে তখনই তাদের দেশে কোন একটা ওপেন শ্যুটিং নিউজকে হাইলাইট করা হয় । এর মানে এই নয় যে তাদের দেশে গুলাগুলি কম অথবা মাঝে-মধ্যে হয় । প্রতিনিয়ত কোথাও না কোথাও টেরর ইনসিডেন্স ঘটে চলেছে । আঞ্চলিক পত্র-পত্রিকাগুলো দেখলেই এটা বোঝা যায় । কিন্তু ঘরের ভেতর মুখ লুকানো কখন প্রয়োজন এবং কিভাবে লুকাতে সুবিধা হবে, এই ব্যপারগুলো নিশ্চয়ই ক্যালকুলেইট করা থাকে । জি সেভেন নেতাদের কাছে দেখানো যায়- রাশিয়াকে মোকাবেলার বিষয় নিয়ে আপাতত তোমরাই সামনে বাড়ো, আমরা দেশের ভেতরে কিছুটা বিজি ।
ধুর ! আমার মাথায় শুধু রাজনীতি ঘুরে কিল্লাই ? আমি কেন মেয়েদের মতো বা নারীবাদী পুরুষদের মতো লুতুপুতু চকোমকো ললিপপ লেখা দিতে পারিনা ? কেনু কেনু কেনু !!
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ন
মন্তব্য করতে লগইন করুন