বৈশাখের কবিতা -১৪২০ থেকে ১৪২১ । শুধুই যেনো দীর্ঘশ্বাসের পূনরাবৃত্তি !
লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ১৪ এপ্রিল, ২০১৪, ০৩:৪৮:০৪ দুপুর
গত বছরের পহেলা বৈশাখে লিখেছিলাম কবিতাটি । একটা বছর পার হয়ে গেলো, অথচ তেমন কোন পরিবর্তন মনে হচ্ছেনা । একই বৃত্তের পরিধিতে একই নিয়তি নিয়ে আমাদের আণ্হিক গতি । তারপরেও নতুনের মাঝে যে অনিশ্চয়তা থাকে সে উপলক্ষ্যে সবার জন্য অযুত আশাবাদ রইলো । নতুন বছর সবার জন্যে নতুন আনন্দের অধ্যায় নিয়ে আসুক এটাই কামনা ।
"নববর্ষ প্রহরে...."
কিছুটা সময় পার হলেই ভোর হবে ।
বৈশাখের প্রথম প্রহরে হাসবে পূর্বকোণ,
একটি নতুন বছর শুরু হতে চললো,
আমি অবশ্য হিসেব রাখিনি কোনদিন ।
শুধু পুরাতন কে নিয়ে মাঝে মাঝে ভাবি
আমার জন্য নতুন বলে কিছু নেই ।
আমি সমাজ চিন্তক নই, স্বপ্নচারী নই ।
আগামীর সন্ধান এখন আর করি না ।
পৃথিবী যখন ঘুরে আসে তার একটি চক্র,
জানি অনেকেই আশায় বুক বাঁধে ।
দোকানী তার হালখাতা খুলে আর ভাবে
নতুন বছরে দিনগুলো সব সুদিন হবে ।
কিষানী তার ফসলের মাঠে তাকায় আর ভাবে
নতুন ফসল মুছে দেবে সকল জীর্ণতা ।
কয়েদী তার জেলের গরাদ আঁকড়ে ধরে ভাবে
নিকট প্রভাতেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তি ।
সবাই নতুনের মাঝে নিশ্চয়তা চায় ।
কতো বিচিত্র এই নিশ্চয়তা শব্দটি !
সবাই যাকে পেতে চায় নিঃশর্তে ।
বিধাতা একটা ভালো বুদ্ধি করে রেখেছেন ।
মানুষের মনে আশার বীজ রেখে দিয়েছেন ।
আশা ভেঙ্গে গেলে আমরা আবারো জোড়া দিতে থাকি
বারবার একই আশা নিয়ে চলতে থাকি অচেনা পথ ।
যদি সব মানুষ আশাকে মিথ্যে কুহকিনী জানতো !
যদি সব মানুষ একত্রে নিজেদের ধ্বংস করে দিতো !
বিধাতার সব পরিকল্পনা ভেস্তে যেতো ।
বছরের পর বছর শুধু যেতেই থাকতো,
কেউ তার সংখ্যা জানতে চাইতো না ।
দিন-মাস মিলিয়ে রাশিফল জানতে চাইতো না ।
সময়ের বৃত্তে বন্দী হতো না কোন মানুষ ।
নতুন বছরে আমার কি কোন প্রত্যাশা আছে ?
পুরাতন বছরে আমার কোন প্রাপ্তি কি আছে ?
থাক, থাক- আর হিসেব করবো না ।
অন্তত আমি তো বেঁচে আছি ।
একটু সময় তো বিধাতা দিলেন আমাকে !
কটা আশ্রয় তো আমার আছে !
কিছু মানুষ তো আমার ভালো চায় !
এটুকু পূঁজি নিয়ে বছর শুরু হলে মন্দ কি?
দেখি কতোটা এগোতে পারি এই নষ্ট সময়ে ।।
(মুজতাহিদ বাপ্পী- উত্তরা, পহেলা বৈশাখ ১৪২০)
বিষয়: সাহিত্য
১৪১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন