জানি কবিতা পড়ার ইচ্ছে সবার হয়না । তবু কিছু স্মৃতি আমাদের অস্তিত্বে মিশেই থাকে, বিশেষ করে- "যে বসন্ত ভেসেছে স্রোতে"

লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০১ এপ্রিল, ২০১৪, ০২:৩৪:১৪ দুপুর

যে বসন্ত ভেসেছে স্রোতে

বহুদিন পার হয়ে গেলো ।

ছোটবেলার নদীটাকে আর দেখা হয়নি ।

যে পথ ধরে হোঁচট খেয়ে খেয়ে

গ্রাম্য হাট দেখতে যেতাম,

সে পথেরও কোন খোঁজ নেওয়া হয়নি ।

শক্ত কাগজ দিয়ে মলাট দিয়েছিলাম যে পাঠ্যবইতে

সেগুলো এখন আছে কোথায় কে জানে ।

স্নেহ পেয়ে যাদের কোলে উচ্ছল শৈশব কাটিয়েছি

তাদের অনেকে হয়তো বেঁচেও নেই ।

যৌবনের বোধহয় এটাই তাৎপর্য ।

কৈশরের প্রিয় মানুষ গুলোকে ভুলে যাওয়া ।

শৈশবের প্রিয় মুহুর্তগুলো ভুলে যাওয়া ।

গানটির কথা মনে আছে ?

সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,

যদি জানতে !

কতোটা সময় পেরিয়ে এলাম জীবনে,

আমি অবশ্য হিসেব রাখিনি কোনদিন ।

শুধু পুরাতন কে নিয়ে মাঝে মাঝে ভাবি

আমার জন্য নতুন বলে কিছু নেই ।

আমি সমাজ চিন্তক নই, স্বপ্নচারী নই ।

আগামীর সন্ধান এখন আর করি না ।

সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,

যদি জানতে !

পৃথিবী যখন ঘুরে আসে তার একটি চক্র,

জানি অনেকেই আশায় বুক বাঁধে ।

দোকানী তার হালখাতা খুলে আর ভাবে

নতুন বছরে দিনগুলো সব সুদিন হবে ।

কিষানী তার ফসলের মাঠে তাকিয়ে ভাবে

নতুন ফসল মুছে দেবে সকল জীর্ণতা ।

কয়েদী তার জেলের গরাদ আঁকড়ে ভাবে

নিকট প্রভাতেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তি ।

সবাই নতুনের মাঝে নিশ্চয়তা চায় ।

কতো বিচিত্র এই নিশ্চয়তা শব্দটি !

সবাই যাকে পেতে চায় নিঃশর্তে ।

সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,

যদি জানতে !

বিধাতা একটা ভালো বুদ্ধি করে রেখেছেন ।

মানুষের মনে আশার বীজ রেখে দিয়েছেন ।

আশা ভেঙ্গে গেলে আমরা আবারো জোড়া দিতে থাকি

বারবার একই আশা নিয়ে চলতে থাকি অচেনা পথ ।

যদি সব মানুষ আশাকে মিথ্যে কুহকিনী জানতো !

যদি সব মানুষ একত্রে নিজেদের ধ্বংস করে দিতো !

বিধাতার সব পরিকল্পনা ভেস্তে যেতো ।

বছরের পর বছর শুধু যেতেই থাকতো,

কেউ তার সংখ্যা জানতে চাইতো না ।

দিন-মাস মিলিয়ে রাশিফল জানতে চাইতো না ।

সময়ের বৃত্তে বন্দী হতো না কোন মানুষ ।

সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,

যদি জানতে !

কেন একটা মানুষের এতো সীমাবদ্ধতা ?

কেন একটা মানুষের উপর এতো আধিপত্য ?

আমাকে আমি ধ্বংসই করে দিতে চাই ।

আমাকে আমি আরো গুটিয়ে নিতে চাই ।

সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,

যদি জানতে !

(মুজতাহিদ বাপ্পীর কবিতা)

বিষয়: সাহিত্য

১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201333
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৫
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে।
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
151039
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : আপনার চোখ সুন্দর আছে তো ! ধইন্যাপাতা ।
201356
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৬
নীল জোছনা লিখেছেন : আমাকে আমি ধ্বংসই করে দিতে চাই ।
আমাকে আমি আরো গুটিয়ে নিতে চাই ।
সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,
যদি জানতে

সেরাম হয়েছে সেরাম...
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
151062
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : ধন্যবাদ আপনাকে । কবিতার উৎসাহ আজকাল আর পাইনা । কেউ পড়তেও চায়না ।
201620
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৮
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বাহ বেশ সুন্দরই তো লিখেন। কেন কবিতা কেউ পড়তে চাইবেনা। আমি মনে করি খুব সংক্ষেপে ছোট ছোট শব্দের গাাঁথুনি দিয়ে ব্যপক অর্থবোধক কিছু প্রকাশ করা যায় কবিতার মাধ্যমে। লিখুন নিজের মনের তাগিদে লিখুন।
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৩
151272
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : অনেক ধন্যবাদ আপু । চেষ্টা করে যাবো ।=Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File