"প্রবাসের গল্প"। প্রবাসি মানুষদের হৃদয় কথা।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৯:৫৮ রাত
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয় এর প্রধান উৎস প্রবাসি বাংলাদেশিদের পাঠান রেমিটেন্স। প্রধানত মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের পরিশ্রমি প্রবাসিরা পরিবার থেকে দিনের পর দিন দুরে থেকে এই বৈদেশিক মুদ্রা আয় করেন দিনে ১২-১৬ ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে। তাদের এই কষ্টের বিপরিতে আমরা অনেক সময়ই তাদের কে দিই অবহেলা এবং অসদব্যবহার। তবুও তারা কাজ করে চলেছেন দেশের জন্য।
এত সমস্যার মাঝেও প্রবাসিদের একটি অংশ দেশের সাহিত্য ও সংস্কৃতি কে বিদেশের মাটিতে প্রচার ও চর্চা করে চলছেন। অনেকেই আধুনিক ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্লগ ও ফেসবুকে চালিয়ে যাচ্ছেন লেখালেখি। দেশের বিভিন্ন পত্রপত্রিকাতেও লিখে যাচ্ছেন তারা। সচেতন করার চেষ্টা করছেন এই দেশের মানুষকে প্রবাসিদের কষ্ট ও অবদান সম্পর্কে। সম্প্রতি প্রবাসি লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে একটি বই ”প্রবাসের গল্প”। বইটিতে ২০জন প্রবাসি বাংলাদেশির লিখা অভিজ্ঞতা,গল্প ও কবিতা স্থান পেয়েছে। বইটি সম্পাদনা করেছেন মদিনা মুনওয়ারা নিবাসি সাহিত্যিক ও জনাব শাহদাত হুসাইন। প্রবাসিদের জিবনের নিজস্ব অভিজ্ঞতা কিংবা নিজের দেখা কোন ঘটনা নিয়ে লিখাগুলি অবশ্যই দাগ কাটবে সবার মনে। বইটিতে যাদের লিখা ছাপা হয়েছে তাদের অনেকেই ২০ বছর এর উপর সময় ধরে প্রবাসি হয়ে আছেন। কেউ কেউ আবার সল্প সময় এর জন্য শিক্ষা গ্রহন এর জন্য প্রবাসি হয়েছেন। তাদের জিবনের সুখ-দুঃখ গুলি নির্মম সত্য হয়ে পাঠকদের সামনে উপস্থাপিত হয়েছে। বইটিতে যাদের লিখা স্থান পেয়েছে তাদের মধ্যে আছেন মোহাম্মদ লোকমান,হামিদুর রহমান পলাশ, আবুতাহের মিয়াজি, নুরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, আবদুল্লাহ আল শাহিন, হারুন উর রশিদ, মোহাম্মদ জামালউদ্দিন, শামিম আহমদ, মাহবুবা সুলতানা লায়লা, মাহমুদুল হাসান, কামরুল হাসান, মুহাম্মদ উবায়দুল্লাহ, লোকমান বিন নুর, ফায়সাল বিন কাশেম, মোহাম্মদ আবদুর রহিম, ফরহাদ,এনামুল হক, মুহাম্মদ ইসমাইল ও সম্পাদক শাহদাত হুসাইন এর লিখা।
নানা স্বাদের লিখাগুলির মধ্যে কোনটায় আছে প্রবাসির বঞ্চনার ব্যাথা। কোন ঘটনায় প্রবাসির সাফল্য কোথাও আবার প্রতারনার চেষ্টার মজার ঘটনা। প্রবাসি মানুষগুলি যখন দেশে ফিরে দেখেন যে তার পরিবারের কাছেই তিনি অবাঞ্ছিত হয়ে গেছেন তখন তাদের মনের অবস্থা কি হয় তা পড়ে যে কারো হৃদয় ই আর্দ্র হয়ে উঠবে। যখন অর্থের জন্য মা বা স্ত্রী ও প্রবাসিদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলেন তখন মনে হয় আমরা বোধহয় মানবিক গুনাবলি সম্পুর্ন হারিয়ে ফেলেছি। ঈদের দিনেও ডিউটিতে থাকা এই প্রবাসিদের কথা কি এই দেশে আমরা তাদের কষ্টের টাকায় আমদানি করা পোষাক পরে কেউ চিন্তা করি। প্রধানত মধ্যপ্রাচ্য ও কর্মি প্রবাসিদের নিয়ে লিখার ফাঁকে তুরুস্কে দুইজন ছাত্রের লিখাপড়ার অভিজ্ঞতাও এই বইটিতে সংযুক্ত হয়েছে। আরো রয়েছে প্রবাসিদের জিবন নিয়ে তাদের ই লিখা কয়েকটি কবিতা যা বইটির আকর্ষন অনেক বেশি বৃদ্ধি করেছে।
বইটি প্রকাশ করেছে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান ”নবপ্রকাশ”। কয়েকটি ছোটখাট প্রিন্টিং মিসটেক বা ছাপাখানার ভুতের কারসাজি ছাড়া প্রিন্টিং ও বাধাই অত্যন্ত ভাল। চমৎকার আকর্ষনিয় প্রচ্ছদটি করেছে ”কারুকাজ”। এমনিতে নবিন লেখকদের বই কেউ বের করতে চায়না। এই সাহসি ও উৎসাহব্যঞ্জক উদ্যোগটি গ্রহন করার জন্য নবপ্রকাশ প্রকাশনি এবং এর চেয়ারম্যান জনাব তামীম রায়হান অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা পাওয়ার অধিকারি। আমরা বইটির বহুল প্রচার কামনা করি। পাঠকদের অনুরোধ বইটি কিনুন ও পড়ুন। কিছুক্ষন এর জন্য হলেও প্রবাসে পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা আয় করতে যাওয়া ভাই-বোন দের কথা চিন্তা করুন। ৮৬ পৃষ্ঠার বোর্ড বাধাই বইটির মুল্য মাত্র ১১০ টাকা।
বইটি পাওয়া যাচ্ছে ঢাকায় ”নবপ্রকাশ” ,ইসলামি টাওয়ার(২০ নং দোকান) ১১/১ বাংলাবাজার , ঢাকা। ফোন-০১৯১৩৫০৮৭৪৩।
এছাড়া চট্টগ্রামে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ কমপ্লেক্স এ দারুল হিকমা লাইব্রেরি ও স্পন্দন অডিওভিজুয়াল সেন্টার এ। কুরিয়ার যোগে পেতে যোগাযোগ করতে পারেন ০১৯১৯২১৬৬১৪ অথবা ০১৮১৮৫৯৫৮৯৪ নাম্বারে।
বিষয়: বিবিধ
২৪৫৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ- m/
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।
সম্পাদক এবং প্রকাশক অসিম সাহসের পরিচয় দিয়েছেন বইটি সম্পাদনা করে ও প্রকাশ করে। এরকম বই আরো অনেকগুলো হওয়া দরকার মনে করি। আপনিও বইটির রিভিও লেখে প্রবাসিদের যেমন উৎসাহিত করেছেন তেমনি পাঠক মহলের কাছেও বইটি সুন্দরভাবে তুলে ধরেছেন।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন