হায় ভারত!!
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৬ অক্টোবর, ২০১৫, ০৭:৫৭:৩৬ সন্ধ্যা
আজকের ভারতিয় দৈনিক আনন্দবাজার এর নেট এডিশন এর প্রথম পৃষ্ঠায় গতকাল এর ভারত-দক্ষিন আফ্রিকা ম্যাচ নিয়ে কোন খবর নাই!! খেলার পাতায় ঢুকে দেখলাম লজ্জার কথা লিখলেও ইনিয়ে-বিনিয়ে বলা হয়েছে এমন পারফর্মেন্স দেখালে মানুষ একটু(!) উত্তেজিত হতেই পারে। ভারতিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো আবার একটু বেশি! বোতল টোতল ভয়ংকর কিছু না! যদিও উভয়ই এটা বলেন নাই যে ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিলেন কেন। কেবল ভারতিয়দের মধ্যে ভদ্রলোক বলে পরিচিত সুনিল গাভাস্কার পুলিশ আর উরিষ্যা ক্রিকেট বোর্ড এর বিরুদ্ধে বলেছেন।
এই আনন্দবাজার আজকে হাইলাইট করেছে ভারতিয় সশস্ত্রবাহিনি বিশ্বে ৫ম শক্তিশালি সেই নিউজটা। নিউজের শেষে আবার পাকিস্তান সেনাবাহিনির প্রধান কে ব্যাঙ্গ ও করা হয়েছে। উনারা এটা বুঝেও বুঝেন না যে বিশাল শক্তিশালি সেনাবাহিনি হলেই বিজয়ি হওয়া যায়না। যেটা গত দুটি বিশ্বযুদ্ধ আমাদের সামনে প্রমান এর জন্য যথেষ্ট। যে দেশের ৫০ শতাংশ মানুষ সাস্থসম্মত টয়লেট সুবিধা পায়না সেই দেশের প্রতিরক্ষা ব্যায় যে ৬ষ্ঠ থেকে ১৫ তম স্থানে থাকা দেশগুলির মোট প্রতিরক্ষা ব্যায় এর চার গুন সেটাও অতি গর্বের সাথে বলা হয়েছে!
এই হলো ভারতিয় ব্রাম্মন্যবাদিদের চরিত্র! যারা নিজেদের কোন কিছুকেই ভুল বা অপরাধ বলে স্বিকার করতে নারাজ। কারন তাদের মতে ব্রাম্মনরাই হলো শ্রেষ্ঠ মানুষ। আর বাকিরা হলো শুধু তাদের সেবক বা চাকর। সামান্য একটা ক্রিকেট ম্যাচ এ পরাজয় মেনে নিতেও তাদের অত্যন্ত আপত্তি। ষ্টেডিয়াম এ যে অভদ্রতা গতকাল বা তার আগে ভারতিয় দর্শকরা দেখিয়েছে তার জন্য ভারতিয় মিডিয়ার এইসব আচরন কম দায়ি নয়। মাত্র কয়েকদিন আগে স্রেফ গরুর গোস্ত খাওয়ার মিথ্যা অভিযোগে একজন মানুষ কে হত্যা করা হয়েছে সেখানে। আর যখন তখন ভারতিয় তথাকথিত বুদ্ধিজিবিরা আমাদের অসাম্প্রদায়িকতা আর জঙ্গি বাদ বিরোধিতার সবক দিতে আসেন!!
এখন সময় এসেছে দাদাবাবুদের বলার যে আগে নিজেদের মানুষ এর পর্যায়ে উন্নিত করুন তারপর না হয় আমাদের শিখাবেন!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
টি২০তে ওয়াশ এবার ওডিআইতেও যেনো ওয়াশ হয়।
মন্তব্য করতে লগইন করুন