সাইন্টিফিক (গরু) বিজনেস!

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৬:৫৬ সন্ধ্যা

বাঙ্গালি জাতির ব্যাবসায়ে অগ্রসরতা নিয়ে প্রায় ৮০ বছর আগে আবুল মনসুর আহমদ লিখেছিলেন "সায়ন্টিফিক বিজনেস" গল্প। সেখানে তিনি লিখেছিলেন উচ্চ শিক্ষিত ও সভ্য(!) বাঙ্গালি কিভাবে বিজ্ঞানমনস্ক ব্যবসায় করে "রুপেয়া কি খাতির গেী-মাতা কি চামড়া" এর ব্যবসায়ি মারওয়ারি কেও ব্যবসায় হারিয়ে রোগি নিয়ে ডাক্তার এবং মানুষের লাশ দাফন নিয়ে ব্যবসা করে ধনি হয়ে উঠল। আজকে গরুর বাজারের অভিজ্ঞতায় মনে হল আমরা সেই বিজ্ঞান মনস্কতায় যেমন বিখ্যাত হয়েছি তেমনি ব্যবসায় ও আমাদের সাফল্য এতই যে শ্রিঘ্রই উচ্চ আয়ের দেশে পরিনত হব!

প্রথমত আগে থেকেই ভারতিয় গরু আসছেনা এই প্রচারনায় মানুষের মধ্যে ঢুকান হয়েছিল বেশি দামে গরু বেচার আশংকা। আর শেষ পর্যন্ত ভারতিয় গরু আসলেও তা অনেক ক্ষেত্রেই ছিল রোগগ্রস্ত। অন্যদিকে দেশিয় খামার গুলিতে উৎপাদিত গরু নিয়ে আগের মতই শুরু হয়েছিল সায়েন্টিফিক মোটাতাজাকরন! অর্থাত কৃত্রিম ষ্টেরয়েড প্রয়োগ করে গরুকে ফুলান। এই বিজ্ঞানমনস্ক জাতি দির্ঘদিন থেকেই এই বিষাক্ত গোস্ত কেই পরমানন্দে উচ্চ মুল্যে খাদ্য বলে গ্রহন করে আসছে।

এই বার জীববিজ্ঞান এর পাশাপাশি হিসাববিজ্ঞানেও বাঙ্গালির উন্নতি দেখে মনে হচ্ছে অর্থনিতিতে আরেকটি নোবেল পুরুস্কার নিশ্চিত আমাদের জন্য। প্রচুর গরুর সরবরাহ দেখা যাচ্ছে কিন্তু উচ্চমুল্য। যে গরুর গোস্ত এর পরিমান হবে ১০০ কেজি তার মুল্য ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে! স্বাভাবিক বাজারে তার দাম ৩০০০০ টাকার মত হবে। গরুর সেীন্দর্য ও অন্যান্য বিবেচনায় কুরবানির হাটে এর দাম বড়জোড় ৪৫০০০ টাকা হওয়া উচিত।

কিন্তু হিসাব বিজ্ঞান এ বিশেষ উন্নতিকে কাজে লাগিয়ে এবার গরুর দাম চড়া! ট্রাকে করে যে গরু আসছে গ্রামের ব্যাপারিদের কাছ থেকে দ্রুতই কিনে নিচ্ছেন একদল সাইন্টিফিক বিজ্ঞানমনস্ক ব্যবসায়ি। হাটে ঢুকার বদলে চলে যাচ্ছে বিভিন্ন খাটাল বা খামারে। উদ্দেশ্য অতি সহজ। এমনিতেই চড়া গরুর গোস্তের বাজারে ঈদের সময় বেচা না গেলেও পরবর্তিতে যে দামে বেচা যাবে তাতে ভালই লাভ। অন্য দিকে অতিরিক্ত দামে বেচা যাচ্ছে বাকি গরু। সারি সারি গরু হাটে কিন্তু বিক্রি হচ্ছেনা একটাও!!

ঈদের বাজারে এই রকম সাইন্টিফিক ব্যবসা করার বুদ্ধি কি বাঙ্গালি ছাড়া আর কোন জাতির আছে?????

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343180
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া সকালে গরু কিনতে গেছে হাটে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গরু কিনতে পারেনাই Crying Crying এবার ব্যাপারিরা বড় একটা কোপ দেবে কাস্টমারদের Crying Crying
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
284493
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন কি অবস্থা????
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
285697
মুসা বিন মোস্তফা লিখেছেন : খন কিনেছে Tongue
343182
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৯
আওণ রাহ'বার লিখেছেন : বাঙাল ব্যাবসা করেও
হয়না কাঙাল!
গরু না পাইলে রশি কিনে আনবেন ভাইজান Tongue Tongue
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
284495
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরুই আনছি!! আল্লাহর শুকরিয়া!
343184
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১১
আওণ রাহ'বার লিখেছেন : ব্যাবসায়ীরা গত তিন চার বছরের শোধ এবার কড়ায় গন্ডায় উঠিয়ে নেবে!
যতসব উটকা মানুষকে ভাতে মারার সরি গরুতে মারার বুদ্ধি!!!!
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
284494
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিন ভাতে অর পানিতে মারত এখন গরুতে মারবে!
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
285698
মুসা বিন মোস্তফা লিখেছেন : Surprised
343186
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩১
আব্দুল গাফফার লিখেছেন : সাইন্টিফিক (গরু) বিজনেস! কথা কাজে মিল আছে বটে । ঈদ মোবারক ভাইয়া
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
284496
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক। আগামি বছর আমিই গরুর ব্যবসায় নামব!
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
285699
মুসা বিন মোস্তফা লিখেছেন : গরু কি হোম ডেলিভারী দিবেন নাকি ডাকে পাঠাবেন ? Clown
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫০
285724
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডেলিভারি বাই এয়ার প্রয়োজনে!!
343192
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১২
বাকপ্রবাস লিখেছেন : গরু কি কিনতে পারলেন নাকি ছাগল নিয়ে ফিরে আসলেন
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪০
284497
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পারছি একখান ছোটখাট!! তবে ছাগলও সাথে আছে!
343197
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : হামমমম পাইলাম অবশেষে তাহাকে পাইলাম।
গরু পেয়েছি আলহামদুলিল্লাহ।
দাম চড়া তাওতো গরু পেয়েছি Happy
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
284503
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। গোস্ত তাইলে আমার জন্যও থাকবে!!
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
285700
মুসা বিন মোস্তফা লিখেছেন : Love Struck
343212
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৬
শেখের পোলা লিখেছেন : গরু না পেলে টাক কোরবাণী দেওয়া যায় কি?কেননা গরকে মাত্র কয়েক ঘণ্টা বাড়িতে রেখে তা কি টাকার চেয়ে বশী আদরের হয়৷কারণ আল্লাহ বলেন, মহববতের সামগ্রী দান কর৷ আমার কাছে এ অবস্থায় টাকাকেই বেশী মহব্বতের মনে হয়৷ গোস্তাখী মাফ চাই৷
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৪
284513
বাকপ্রবাস লিখেছেন : ধর্মটার চর্চা করতে করতে কালাচার হয়ে যেতে পারে এটা তার নমুনা
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৬
284529
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন তো তাই অবস্থা!!
তবে শহরে অনেকের ক্ষেত্রেই রাখার সমস্যার জন্য দুএকদিন আগে গরু কিনেন। আর তাছাড়া সরকারিভাবে হাট ও বসান হয় ১ বা ২ জিলহজ্জ থেকে। লালন পালন করতে আগে যেমস গ্রামের মানুষ সবাই অভিজ্ঞ ছিল এখন তেমন নাই।
343223
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৬
দ্য স্লেভ লিখেছেন : ঈদে তো অন্যকে দেখাতে হলেও গরু একটা দরকার,সাইজও স্টেরয়েড হরমোনাল হতে হবে
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৭
284530
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরু দেখাতে গিয়ে নিজের সাস্থ তো নষ্ট করছেই সেই সাথে যাদের গোস্ত দেওয়া হচ্ছে তাদের সাস্থ্যও! আর কুরবানি তো নষ্ট হচ্ছেই!
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
285701
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>-
343226
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৭
284531
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
343299
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
আফরা লিখেছেন : কালকে গরুটা কিনে এতক্ষনে নিশ্চয় খাওয়া দাওয়া শেষ তাইনা ভাইয়া । আগামী কালকের কথা মনে আছে তো ভাইয়া ফাকি দিবেন না কিন্তু ভাইয়া ।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৫
284575
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাওয়া আল্লাহর রহমতে শেষ!! দেওয়া ও শেষ তবে দাওয়া মানে যদি দাওয়াত বুঝান তবে তা কালকে থেকে শুরু!!
১১
343801
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমি স্টেরয়েড খাওয়া গরু কিনি নাই। চিকন চাকন স্লিম ফিগারের দেশী গরু কিনেছি। Happy
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৬
285213
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিও তাই। আর সেইটা খুজতে গিয়ে এবার কোমড় প্রায় ভাঙ্গার অবস্থা। তার উপর দাম!!
১২
343877
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : কোরবানী উপলক্ষে গরু ছাগলের এমন উচ্চ দাম মেনে নিতে খুব কষ্ট হয়। ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।
০১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৪
285313
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই উচ্চদাম স্বাভাবিক হলে কথা ছিলনা। এটা সম্পুর্ন কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে।
ধন্যবাদ।
১৩
344172
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দিন দিন যেভাবে সব জিনিসের দাম বাড়তেছে, মনে হয় টাকার মান কমতে কমতে না জানি কবে ইরানের টাকার মতই হয়ে যায়। এইসব বিষয়ে নজর দেওয়ার মত সময় ও মানসিকতা সরকারের আছে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে।
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৩
285515
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইরানের টাকার মান আন্তর্জাতিক ক্ষেত্রে কম হলেও দেশে ভিতর ঠিক আছে। কারন তারা খাদ্যে স্বয়ংসম্পুর্ন। আর আমাদের অবস্থা হতে যাচ্ছে হিটলার পূর্ব জার্মানির মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File