বৃষ্টি আমার চোখের পাতায় ছুয়োনা।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৬ জুলাই, ২০১৫, ০৭:৫১:২৯ সন্ধ্যা
বৃষ্টি!! শুনলেই মনে হয় এমন রোমান্টিক শব্দ আর নাই। আমাদের দেশের মানুষের জিবনের সাথে জড়িত ওতোপ্রত আর আরব দেশে নাকি বহুদিন পর দেখা হওয়া মানুষকে জিজ্ঞেস করা হয় বৃষ্টি দেখেছেন কিংবা নিদেন পক্ষে বৃষ্টির খবর শুনেছেন কিনা! আবার পৃথিবিতে এমন জায়গা ও রয়েছে যে যেখানে বৃষ্টি হয়না এমন ভাবে যে সেই দেশের ভাষায় বৃষ্টির কোন প্রতিশব্দ নাই। সৈয়দ মুজতাবা আলি এক সুদান এর অধিবাসির অভিজ্ঞতার কথা লিখেছেন যে তাদের দেশে হঠাত একদিন কয়েকফোঁটা বৃষ্টি হওয়ায় সবাই মনে করেছিল যে আকাশ ভেঙ্গে পড়ছে বা কেয়ামত এর দিন এসে গেছে। তখন নাকি কয়েকজন বৃদ্ধ বুঝিয়ে বলেন যে তাদের শিশুকালে এমন হয়েছিল। এটা ভয়ংকর কিছু নয়। আরবি ভাষায় বৃষ্টির প্রতিশব্দ থাকলেও সুদানের ওই অঞ্চলে প্রচলিত আরবিতে নাকি তা নাই। ওই দেশের বেশিরভাগ মানুষই একাধিক প্রজন্ম বৃষ্টি দেখে নি!!
সাহারা মরুভুমিতে একবার পথ হারিয়ে ফেলেছিলেন সম্রাট আলেকজান্ডার। বিশাল সেনাবাহিনি সহ পানির অভাবে যখন মৃত্যুর সম্মুখিন তখন তিনশত বছর ধরে বৃষ্টির কোন রেকর্ড নাই সেই অঞ্চলে অঝোর ধারা ঝড়লো বৃষ্টি। বেঁচে যাওয়া আলেকজান্ডার নাকি সিওয়া মরুদ্যানের প্রাচিন মন্দির এর পূজারিকে প্রশ্ন করেন তিনি মানুষ না দেবতা!!
বৃষ্টির প্রশংসা বাংলা সাহিত্যের প্রাচিন কাল থেকে। কারন এই বৃষ্টিই করেছিল সেই বাংলাদেশ কে সুজলা,সুফলা শস্য শ্যামলা। প্রাচিন চন্ডিদাস থেকে নজরুল- জসিমউদ্দিন আল মাহমুদ হয়ে বুলবুল সরওয়ার পর্যন্ত সবাই বর্ষার প্রসংশায় মুখর। সৈয়দ মুজতাবা আলি বৃষ্টির প্রসংশা করায় নাকি কায়রোতে তার বন্ধুরা তাকে গনধোলাই দেওয়ার উপক্রম হয়েছিল!! কারন মরুর দেশের মানুষগুলি বৃষ্টির গুরুত্ব বুঝেন না। ভাগ্য ভাল বৃষ্টির জন্য এক বন্ধু প্রেমিকার সাথে দেখা না হওয়ার দুঃখে আত্মহত্যা করতে চাইলে সৈয়দ সাহেব বেচে যান। রবিন্দ্রনাথ এর কবিতা দিয়ে বুঝিয়ে দেন যে প্রেমের সাথে বিরহ পিঠাপিঠি জড়িত আর বৃষ্টি তো সেই বিরহ কেই সৃস্টি করে।
বৃষ্টির দিনে চাদর গায়ে জড়িয়ে গরম চা আর ঝাল মুড়ি খেতে খেতে মাসুদ রানা পড়ার সেীভাগ্য যার হয়েছে তিনি ছাড়া কেউই বোধহয় এই আনন্দ কি বুঝতে পারবে না। কিংবা ইলিশ ভাজা বা গরুর গোস্ত ভুনা সহযোগে মধ্যান্বে খিচুড়ি ভোজন! সাথে মেহদি হাসান এর কন্ঠে "ভিগি ভিগি রাত" অথবা তালাত মাহমুদের "এই রিমঝিম বরষায়"।
কিন্তু এত রোমান্টিক বৃষ্টিও হয়ে যায় বিরক্তির কারন!! সূর্যের মুখ দেখছিনা আজকে তিনদিন। কানে আর ঝংকার দিচ্ছেনা গজল। খিচুড়ি হয়ে গেছে পানসে। বন্ধ হয়ে গেছে চলাচল। পানিবন্দি মানুষগুলি সম্মুখিন মহা সমস্যার। আল্লাহর মহান নিয়ামত এই বৃষ্টি। যে বৃষ্টির সিঞ্চিত পানি থেকে ধরণি হয়ে উঠে সবুজ। মানুষের লোভ এর জন্য হয়ে উঠেছে বিধ্বংসি। কংক্রিট এর শহরে মাটি সিক্ত হয়ে শুষে নিচ্ছেনা পানি। অপরিকল্পিত রাস্তা ঘাট এর কারনে গ্রামেও সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। যে বৃষ্টি হবে কৃষকের হাসির কারন। সেই বৃষ্টি এখন ভেঙ্গে দিয়েছে তার বসবাস এর ঘর।
বৃষ্টি এখন যেন যন্ত্রনা। না বৃষ্টির দোষ নয়। এটা আমাদেরই অর্জন। আল্লাহতায়ালার এই শ্রেষ্ঠ নিয়ামত কে আমরাই গযবে পর্যবসিত করেছি।
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেয়েছে তোমার কত সাথে যে হাতখানি রাখি
ঐ হাতে যে মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা---
কিন্তু একা একা মেঘ ছুয়ে এসে উনার কথা মনে আসলেই কি হবে???
বৃষ্টিময় লেখাটা বেশ ভালো লেগেছ, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
জরিমানা আরোপিত হইল!!
কিছু বোঝা যায় এই লেখাটি হতে ?
ও বৃষ্টি তুমি কনে
কিন্তু ভিজাই জ্বর ধরাই কিংবা ডুবাই মাইরাফেললে আমাকে দোষ দিবেন না!
বাড়ীতে ফোন দিয়ে যখন বৃষ্টির আওয়াজ শুনতে পাই, কল্পনায় হারিয়ে যাই। অথচ একই সময়ে আবুধাবীতে ৫১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা চলছে।
যে বৃষ্টির শব্দ শোনার ইচ্ছায় আপনি কাতর এখন সেটা শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে আমাদের।
বৃষ্টি না থাকলে কি আর প্রেম হয়!! বৃষ্টি কে হেইট করলেও সে আপনাকে ছাড়বেনা।
আজ বাবার সাথে কথা বললাম বাবার মুখে বিরক্তিকর ভাষা....! বিরক্তিটা যখন বৃষ্টি নিয়ে তখন থমকে গেলাম....!
বাবা বলল গত ২০ বছরে এমন বৃষ্টি হয়নি আমাদের এলাকায়!! গত ৪ দিন ধরে লাগাতার বৃষ্টি বিরতি নেই....।
তিনি বললেন কোথাও বের হবার সুযোগই পাচ্ছি নাহ্।
আপনি দেখছি নিতান্ত আনরোমান্টিক খটখটে মানুষ। তিনদিন এক নাগাড়ে অবশ্য খারাপ লাগতেই পারে। ভাল লাগার জন্য ধন্যবাদ।
সবুজ নামের জন্যই কি আপনি বৃষ্টিবন্ধু বেশ, বেশ!!
ইয়া মা'বুদ। সবুজ ভাইর বৃষ্টি নিয়ে লেখা এত্ত ভালো লাগলো জাহা লিখিয়া বুঝাইতে পারবনা।
সুধু বলব অসাধারন ভাইজান।
অনেক ভিজা ভিজা ধন্যবাদ।
শুধু বৃষ্টি আসলে অানমনা হয়ে যাই
ধন্যবাদ।
চট্টগ্রামে বৃষ্টি একটু থেমেছিল দুপুর থেকে বিকালে। কিন্তু সন্ধ্যার পর আবার শুরু!
আপনার লিখাই কিন্তু এই লিখার উৎসাহ সৃস্টি করেছে!
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন