সামারায় নির্ধারিত সাক্ষাত
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৯ নভেম্বর, ২০১৪, ০৭:০০:৪৭ সন্ধ্যা
"সামারায় নির্ধারিত সাক্ষাত"-সমারসেট মম।
কথক স্বয়ং মৃত্যু
বাগদাদ শহরের এক ব্যবসায়ি একদিন তার ভৃত্যকে কিছু জিনিস আনার জন্য বাজারে পাঠাল। তার ভৃত্য ফিরে এল অল্প সময় পরেই আতংকিত মুখ নিয়ে কাঁপতে কাঁপতে। " হুজুর, বাজারের ভিড়ে এক নারি আমাকে ধাক্কা দেয় আমি তার দিকে তাকাতেই দেখি সে হলো স্বয়ং মৃত্যু যে আমাকে ধাক্কা দিয়েছে! সে আমার দিকে তাকিয়ে ভয়ংকর ইঙ্গিত করেছে। হুজুর! আমাকে একটি ঘোড়া দিন, আমি তাতে চড়ে এই নগরি থেকে চলে যাই আমার পরিনিতি থেকে বাঁচতে! আমি সামারা নগরিতে চলে যাব এবং মৃত্যু সেখানে আমাকে খুজে পাবেনা।" বলল সে। ব্যাবসায়ি তাকে তার ঘোড়া দিল এবং ভৃত্যটি ঘোড়ায় চাপা মাত্রই তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করল ঘোড়ার পাশে এবং দ্রুতগতিতে স্থান ত্যাগ করল।
তারপর ব্যবসায়িটি বাজারের দিকে গেল। সে আমাকে ভিড়ের মধ্যে দাড়িয়ে থাকতে দেখল এবং আমার কাছে এসে জিজ্ঞাসা করল কেন আমি সকাল বেলা তার ভৃত্যের দিকে ভয়ংকর হুমকি দিয়ে ইঙ্গিত করেছি। সেটা কোন ভয়ংকর হুমকি দিয়ে ইঙ্গিত ছিলনা,আমি বললাম।আমি হঠাত চমকে গিয়েছিলাম।
তাকে আমি বাগদাদ এ দেখে বিস্মিত হয়েছিলাম, কারন আজ রাতে তার সাথে সামারা নগরিতে আমার সাক্ষাত নির্ধারিত আছে।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত্যুকে এড়ানর কোন উপায় ই নাই যতই আমরা মন করি আমরা শক্তিশালি।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
মৃত্যুর চিন্তাই মানুষ কে সব অপরাধ থেকে দুরে রাখতে পারে।
মৃত্য আসবেই।
মন্তক্যের জন্য ধন্যবাদ।
কারো পরীক্ষা অল্পদিনের কারো বেশী দিনের।
মৃত্যই কেবল অনিবার্য।
"তোমরা যেখানেই থাক না কেন!মৃত্যু তোমাদের কে পাকড়াও করবেই!"
চিরন্তন সত্য এই মৃত্যু নিয়ে আমরা বেখেয়াল হয়ে গেছি আজ!
ভাল লাগল উপস্হাপনা!
মৃত্য থেকে পালান অসম্ভব এই কথা আমরা সত্যই ভুলে গিয়েছি।
Thank you for the comment!!
হায়রে সবুজ-সাথী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন