সামারায় নির্ধারিত সাক্ষাত

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৯ নভেম্বর, ২০১৪, ০৭:০০:৪৭ সন্ধ্যা

"সামারায় নির্ধারিত সাক্ষাত"-সমারসেট মম।

কথক স্বয়ং মৃত্যু

বাগদাদ শহরের এক ব্যবসায়ি একদিন তার ভৃত্যকে কিছু জিনিস আনার জন্য বাজারে পাঠাল। তার ভৃত্য ফিরে এল অল্প সময় পরেই আতংকিত মুখ নিয়ে কাঁপতে কাঁপতে। " হুজুর, বাজারের ভিড়ে এক নারি আমাকে ধাক্কা দেয় আমি তার দিকে তাকাতেই দেখি সে হলো স্বয়ং মৃত্যু যে আমাকে ধাক্কা দিয়েছে! সে আমার দিকে তাকিয়ে ভয়ংকর ইঙ্গিত করেছে। হুজুর! আমাকে একটি ঘোড়া দিন, আমি তাতে চড়ে এই নগরি থেকে চলে যাই আমার পরিনিতি থেকে বাঁচতে! আমি সামারা নগরিতে চলে যাব এবং মৃত্যু সেখানে আমাকে খুজে পাবেনা।" বলল সে। ব্যাবসায়ি তাকে তার ঘোড়া দিল এবং ভৃত্যটি ঘোড়ায় চাপা মাত্রই তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করল ঘোড়ার পাশে এবং দ্রুতগতিতে স্থান ত্যাগ করল।

তারপর ব্যবসায়িটি বাজারের দিকে গেল। সে আমাকে ভিড়ের মধ্যে দাড়িয়ে থাকতে দেখল এবং আমার কাছে এসে জিজ্ঞাসা করল কেন আমি সকাল বেলা তার ভৃত্যের দিকে ভয়ংকর হুমকি দিয়ে ইঙ্গিত করেছি। সেটা কোন ভয়ংকর হুমকি দিয়ে ইঙ্গিত ছিলনা,আমি বললাম।আমি হঠাত চমকে গিয়েছিলাম।

তাকে আমি বাগদাদ এ দেখে বিস্মিত হয়েছিলাম, কারন আজ রাতে তার সাথে সামারা নগরিতে আমার সাক্ষাত নির্ধারিত আছে।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289628
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
আফরা লিখেছেন : ঘটনা টা আগে ও শুনেছিলাম । যার মৃত্যু যেখানে লিখা আছে কোন না কোন উপায়ে সেখানে সে যাবেই । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শিক্ষনীয় ঘটনা শেয়ার করার জন্য ।
২৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
233393
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
মৃত্যুকে এড়ানর কোন উপায় ই নাই যতই আমরা মন করি আমরা শক্তিশালি।
289635
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যার মৃত্যু যেখানে লিখা আছে কোন না কোন উপায়ে সেখানে সে যাবেই
২৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৯
233394
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতই গ্যাঞ্জাম পাকান মৃত্য থেকে রেহাই নাই!!!!
289637
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আমরা আমাদের জীবনের নিশ্চিত অবধারিত বিষয়টিই বেশির ভাগ সময় ভুলে থাকি। সুন্দর শিক্ষনীয় ঘটনা শেয়ার করার জন্য জাযাকাল্লাহ।
২৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৯
233396
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। এটা একটি অনুবাদ গল্প!
289639
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হযরত সোলেইমান (আঃ)এর জীবনে ও এরকম একটি ঘঠনা ঘঠেছিল বলে শুনেছিলাম
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০১
233397
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। সম্ভবত হযরত সুলাইমান (আঃ) এর ঘটনাটি বা্ইবেল বা তালমুদ এর মধ্যে আছে। সমারসেট মম সেই ঘটনাটিকে একটি আধুনিক গল্পে রুপ দিয়েছেন।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
289656
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৫
ভিশু লিখেছেন : চিন্তার উদ্রেককারী ঘটনা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
233398
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
মৃত্যুর চিন্তাই মানুষ কে সব অপরাধ থেকে দুরে রাখতে পারে।
289663
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যার মৃত্যু যেখানে লিখা আছে কোন না কোন উপায়ে সেখানে সে যাবেই
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৩
233399
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পথ কতটুক বাকি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেনা!!
মৃত্য আসবেই।
মন্তক্যের জন্য ধন্যবাদ।
289682
২৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ব্যাপক রহস্যে ঘেরা পার্থিব এ জীবন।
কারো পরীক্ষা অল্পদিনের কারো বেশী দিনের।
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৪
233400
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ।
মৃত্যই কেবল অনিবার্য।
289754
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৬
কাহাফ লিখেছেন :
"তোমরা যেখানেই থাক না কেন!মৃত্যু তোমাদের কে পাকড়াও করবেই!"
চিরন্তন সত্য এই মৃত্যু নিয়ে আমরা বেখেয়াল হয়ে গেছি আজ!
ভাল লাগল উপস্হাপনা! I Don't Want To See
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
233580
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
মৃত্য থেকে পালান অসম্ভব এই কথা আমরা সত্যই ভুলে গিয়েছি।
289759
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২০
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your valuable writing.
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
233582
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Walikumassalam
Thank you for the comment!!
১০
290521
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
কুশপুতুল লিখেছেন : হায়রে সবুজ হায়রে অবুঝ
হায়রে সবুজ-সাথী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
234320
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত সুন্দর একটা গল্প অনুবাদ করে শুনতে হইল আমি অবুঝ!!!!! আল্লাহ বিচার কর!!Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File