প্রবিন সাংবাদিক এবিএম মুসা আর নাই।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৯ এপ্রিল, ২০১৪, ০২:৫৪:২৩ দুপুর





প্রবিন সাংবাদিক। বর্তমান সাংবাদিকতা জগতের অন্যতম মুরুব্বি এবিএম মুসা আজকে বুধবার ৯ই এপ্রিল ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ১৯৩৯ সালে ফেনিতে জন্মগ্রহন কারি এবিএম মুসা দৈনিক ইনসাফ এর মাধ্যমে সাংবাদিকতা জিবন শুরু করেন। পরবর্তিতে পাকিস্তান অবসারভারেও কাজ করেন। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের সাংবাদিকতায় ই পারদর্শি ছিলেন তিনি। তাকে বাংলাদেশের ক্রিড়া সাংবাদিকতারও অন্যতম পথিকৃত বিবেচনা করা হয়। তিনি প্রেস ইন্সটি্উট এর মহাপরিচালক ও ছিলেন। তিনি বাংলাদেশে টেলিভিশনের এবং বাসস এর মহাব্যবস্থাপক ছিলেন্। মর্নিং নিউজ এবং সমকালের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিবিসি সহ একাধিক বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব ও করেছিলেন তিনি। ১৯৭০ ও ১৯৭৩ সালে তিনি আওয়ামিলিগ এর টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন স্পষ্টবাদি ব্যাক্তি হওয়ার কারনে তিনি বর্তমান সরকারের হাতে একাধিকবার অপমানিত হয়েছেন।

আমরা তার রুহ এর মাগফিরাত কামনা করছি।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205063
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০২
বাংলার দামাল সন্তান লিখেছেন : -ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন __মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি --আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন _আমিন।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
154140
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
205065
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তার সাংবাদিকতা জীবনের আকাম কুকাম গুলাকে ক্ষমা করে দিয়ে ভালা কামগুলানরে কবুল করণের মাধ্যমে তাকে জান্নাতবাসী হওনের সুযোগ করে দিও হে দয়াময় প্রভু!
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
154143
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্যাঞ্জাইম্মা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
154160
সুমাইয়া হাবীবা লিখেছেন : গ্যাঞ্জাইম্মা মন্তব্য! কি জানি! আমার কাছে তো মনে হলো এই কথাটা ইনি একেবারে পারফেক্টই বলেছেন। মৃতের জন্য দোয়া তো এভাবেই করা উচিত.. :Thinking :Thinking
205074
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন..... লোকটা ভালো ছিলো আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। তবে লোকটার শেষ ইচ্ছে ছিল একটা টিভি চ্যানেলের মালিক হওয়া কিন্তু তা আর হলো না।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
154149
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টিভি চ্যানে এর মালিত হওয়ার ইচ্ছা ছিল না সাংবাদিক হিসেকে কাজ করার ইচ্ছা ছিল তা কেমননে জানেন। তিনি ছিলেন একনিষ্ঠ আওয়ামি লিগ সমর্থক। কিন্তু ব্যাক্গিত ও সাংবাদিক জিবনে একজন সৎ ব্যক্তি। জিয়াউর রহমানের সময় প্রেস ইন্সটিটিউটে মহাপরিচালক হয়েছিলেন। তিনি রাজনিতিবিদ ছিলেন কিন্তু সাংবাদিকতায় অন্ধ ছিলেননা।
ধন্যবাদ মন্তব্য করার জন্য্।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
154161
সুমাইয়া হাবীবা লিখেছেন : এ ব্যপারে সবুজ আপনার সাথে আমি একমত।
205127
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
শিশির ভেজা ভোর লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন....
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
154150
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা তাকে ক্ষমা ও জান্নাতে নসিব করুন।
205246
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
সুমাইয়া হাবীবা লিখেছেন : হুম, শুনলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
154281
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
205256
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
সিকদারর লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৩
154282
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
205368
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ উনার উত্তম কাজ গুলো কবুল করুন।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৩
154283
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
205550
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিতর্কিত ব্যক্তিত্ব! তবে শেষ বয়সে ‌‌‍‍"তুই চোর, তুই চোর"-বলে ইমেজ কিছুটা উদ্ধার করেছেন।

আল্লাহ সঠিক ফায়সালাকারী।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৭
154481
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজনৈতকি দিক দিয়ে কিছুটা বিতর্কিত। কিন্তু সৎ এবং সাংবাদিকতার ক্ষেত্রে আদর্শ। এমনকি তিনি ১৯৭৩ সালে এমপি থাকা অবস্থায় দালাল আইনে অভিযুক্ত ঢাকা মহানগরির মুসলিম লিগ নেতা ইব্রাহিম হোসেন যিনি ৭১ সালে উপনির্বাচনে ফেনি থেকে এমপি হয়েছিলেন তার পক্ষে সাক্ষি দিয়েছিলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File