আপনার মনে আপনি পুড়িব গন্ধ বিধূর ধূপ।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৭:২২ রাত

একটি অভিজ্ঞতার কথা একবার টেলিভিশনে বলেছিলেন বিশিষ্ট বিজ্ঞানি ও শিক্ষাবিদ ডঃ এম শমশের আলি। তিনি তার এক ইতালিয় বিজ্ঞানি ও পর্বত আরোহি বন্ধুর অনুরোধে বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে জাতিয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি পংতি ইতালিয় ভাষায় অনুবাদ করে লিখে দেন। তার সেই বন্ধু পরবর্তিতে দির্ঘদিন অসুস্থ থেকে মারা যান। পরে তার স্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি তাকে বলেন যে মৃত্যুর সময়ে তার যখন কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তখন এই বিজ্ঞানি এই পংতিটি তার সামনে আনতে ইশারা করতেন আর এই লিখাটি পড়ে অবিরাম কাঁদতেন। ডঃ শমশের আলি যে কবিতার পংতিটি তার বন্ধুকে অনুবাদ করে লিখে দিয়েছিলেন। সেই পংতিটি হলো

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা।

কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙ্গিবনা

-নিশ্চল নিশ্চুপ

আপনার মনে পুড়িব একাকি গন্ধ বিধূর ধুপ।

প্রিয় ব্লগার চাটিঁগা থেকে বাহার ভাই এর একটি ফেসবুক পোষ্ট দেখে এই পোষ্টটি লিখলাম। বাহার ভাই জানতে চেয়েছিলেন জাতিয় কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত কবিতা ”বাতায়ন পাশে গুবাক তরুর সারি” কোন খানে লিখেছিলেন। অনেকেই হয়তো জানেন এই কবিতাটি চট্টগ্রামে লিখা। কবির চক্রবাক কাব্য গ্রন্থে সংকলিত হয়েছে এটি সহ চট্টগ্রামে বসে লিখা আরো কয়েকটি কবিতা। কবি কাজী নজরুল ইসলাম প্রথম বার চট্টগ্রামে এসেছিলেন ১৯২৮ সালে সেবার ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ খান বাহাদুর আবদুল আজিজ বি,এ সাহেব এর তামাকুমন্ডির বাসায়। বর্তমানে সেখানে রেয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন। ১৯২৯ সালের জানুয়ারি মাসে নজরুল দ্বিতিয়বার চট্টগ্রাম আসেন। এবার উঠেন চট্টগ্রামের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রতিষ্ঠাতা পরিবার ফতেয়াবাদের আলম পরিবারের বাড়িতে। এই পরিবারের কৃতি সন্তান সাহিত্যিক,সাংবাদিক "মোমেনের জবানবন্দি”,”মফিজন”,”পল্টন জীবনের স্মৃতি” এর লেখক মাহবুবুল আলম নিজে ও নজরুলের ন্যায় প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন ৪৯ বেঙ্গল রেজিমেন্ট এর সৈনিক রুপে। যদিও যুদ্ধক্ষেত্রে তাদের পরস্পর পরিচয় হয়নি। মাহবুবুল আলম এর বড়ভাই দিদারুল আলম এর সাথে কবির পরিচয় ছিল। তার দাওয়াতে তাদের বাড়িতে থাকেন কবি। মাহবুবুল আলম এসময় ছিলেন কবির নিত্য সঙ্গি। এই কবিতাটি লিখার ঘটনাটি মাহবুবুল আলম এর ভাষায় লিখছি।

"রাত্রে পাশাপাশি শুয়ে ছিলাম। হঠাৎ গভির রাতে উঠে কবি বাতায়ন খুল্লেন। এমন রহস্য চোখে পড়ল কবি তন্ময় হয়ে গেলেন, মুখে রব আ-হা-হা কি দেখলাম! আ-হা-হা কি দেখলাম!

কবির মনে হলো আমার বাতায়ন পাশে এই তরুর সারি,এরা তো আমার নিশীথ জাগার সাথী। জোৎস্নাতো পান্ডুর হয়ে আসছে,এবার তো বিদায় নিতে হবে! এবার বিদায় নিতে হবে এই ঝিলিমিলিও বন্ধ হয়ে যাবে, আমাদের নিরালা আলাপও চলবেনা

"আ-হা-হা কি দেখলাম!আ-হা-হা কি দেখলাম!" মুখে নিয়ে সকাল থেকে নজরুল যেন দানোয় পাওয়া। কাগজ কলম তো সাথেই। নজরুল হিজিবিজি লিখে চলছেন। কিন্তু এ যেমন তেমন দানো নয়। এ দানোর নাম ”বাতায়ন পাশে গুবাক তরুর সারি”"। এর একটা রুপক কবিতায় বন্দী করেছেন তো মননে আরেকটা রুপ উদিত হয়ে জ্বলজ্বল করতে থাকে। তার কত রুপ কত ছটা!

নজরুল এই কবিতাটিতেই যেন দেখেন তার নিজের ভবিষ্যত। সেই অমর পংক্তি কটি। "তোমাদের পানে চাহিয়া.."

নজরুল ও তার জিবনের শেষ ৩০ বছর নির্বাক হয়ে ছিলেন। পশ্চিমবঙ্গের সাহিত্যিক সুশিল জানা লিখেছেন নজরুল যখন নির্বাক এবং আড়ষ্ঠ তখন তিনি একদিন নজরুলের সামনে এই কবিতাটি আবৃতি করছিলেন। কবি হঠাৎ চিৎকার করে উঠেন”চট্টগ্রাম!চট্টগ্রাম!"”। হয়তোবা তখন তার মনে পড়ে গিয়েছিল তার নিশীথ জাগার সেই সাথিদের।

যে সুপারি বাগানটি দেখে কবি এই কবিতাটি লিখেছিলেন সেটি সম্ভবত চট্টগ্রাম সার্কিট হাউজ এর পুর্ব পাশে কাজির দেউরি বাজার এর লাগোয়া বর্তমান ভিআইপি টাওয়ার এর জায়গায় ছিল। এই বাগানটি দির্ঘদিন ছিল। আমি নিজেও দেখেছি। ১৯৯১ সালের ঘুর্নিঝড়ে এই বাগানটির অনেকগুলি সুপারি গাছ পড়ে যায়। তখনই প্রথম দেখি এই বাগানের মধ্যে একটি বাংলো টাইপের বাড়ি আছে। যতটুক শুনেছি পাকিস্তান আমলের প্রথমদিকে এই বাড়িটির মালিক ছিলেন তৎকালিন পুর্ব পাকিস্তানের গভর্নর ও পরবর্তিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের গনতন্ত্র হত্যার প্রধান জল্লাদ মীর জাফরের সরাসরি বংশধর জেনারেল ইস্কান্দার মির্যা। পাকিস্তান আমলেই তিনি এই বাড়িটি একজন বিহারী ব্যবসায়ির কাছে বিক্রি করে দেন। সেই ব্যবসায়ি ১৯৭১ সালে দেশে ছেড়ে চলে যান। এরপর দির্ঘদিন প্রায় পরিতক্ত অবস্থায় ছিল বাগানটি। ১১৯২-৯৩ সালে বর্তমান মালিক জায়গাটি কিনে নেন। এখন সেখানে কম্যুনিটি সেন্টার,মার্কেট সহ ১৬ তলার এপার্টমেন্ট কমপ্লেক্স। কারো কারো লিখায় অবশ্য জানা যায় নজরুল এই কবিতাটি মাহবুবুল আলমদের ফতেয়াবাদের বাড়িতে লিখেছিলেন। তবে কাজির দেউরির বাগানটির পাশেই তাদের শহরের বাসা ছিল এবং এখনও আছে।

বিষয়: সাহিত্য

১৮৭৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178619
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
পলাশ৭৫ লিখেছেন : পিলাচ ভালো লাগলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৬
131834
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
178623
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
নূর আল আমিন লিখেছেন :
ভালো লাগলো আপনাকে ধ
ন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৬
131835
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
178624
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিছু তত্ত্ব জানলাম ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
131836
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কি ভাই বুদ্ধিজিবি যে তত্ব জানাব??
:Thinking :Thinking
তবে হ্যা কিছু তথ্য দিয়েছি।
ধন্যবাদ।
178627
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাহার ভাইয়ের সেই পোস্টটিতে প্রথম আমি কমেন্ট করেছিলাম। কবিতাটি অনার্স ফাস্ট ইয়ারে পড়েছিলাম। ‘চক্রবাক’ আমাদের পাঠ্য ছিল। কবিতাগুলোর ব্যাকগ্রান্ড এতো বিস্তারিত পড়িনি- কিছুটা পড়েছিলাম। আপনার পোস্ট থেকে বিস্তারিত জানলাম। আমার জীবনে সবচেয়ে বেশি ভাগ পড়া কবিতার বই ‘চক্রবাক’। ফাস্ট ইয়ারের সব বই বস্তাবন্দী করলেও এটি বাইরে আছে। চক্রবাক পড়ে আমি দুটি কবিতাও লিখেছিলাম। কোন একদিন পোস্ট দিব ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
131839
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
আপনার কবিতাগুলি পোষ্ট করুন। জাতিয় কবি কাজী নজরুল ইসলাম এর "চক্রবাক" কাব্য গ্রন্থে তার শ্রেষ্ঠ কয়েকটি কবিতা অন্তর্ভুক্ত।
178681
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৭
শিকারিমন লিখেছেন : আপনার এই লেখায় , আমার প্রিয় কবি নজরুল সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম।
ধন্যবাদ আপনাকে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
131841
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
178862
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
সিকদারর লিখেছেন : আমার প্রিয় কবি কাজি নজরুল ইসলামের গবাক তরুর কাছেই ২/১ কিলোমিটারের ভিতরে আমি থাকি । আপনার এই পোষ্ট পড়ার আগে স্থানটা সম্পর্কে জানা ছিল না।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
131997
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরকম কত তথ্যই যে ভাই আমরা জানিনা।
তামাকুমন্ডি লেন এর ঘিঞ্জি বাজারের ভিতর যে খান বাহাদুর আবদুল আজিজ বিএ সাহেবে বাসা ছিল যে বাসায় বড় হয়েছেন আমাদের রাজনিতি ও সাহিত্য জগতের দুই উজ্জল নক্ষত্র হাবিবুল্লাহ বাহার ও বেগম শামসুন্নাহার মাহমুদ এই কথাটা আমি প্রথম জানতে পারি নজরুল এর চট্টগ্রাম সম্পর্কে আবদুল হাই শিকদার এর লিখা থেকে। সেই স্মৃতি বিজরিত বাড়ি আর নাই। সেখানে এখন মার্কেট।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।
178900
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় সবুজ ভাইকে আন্তরিক ধন্যবাদ,
আসলে আমি মনে করিছিলাম সুপারিবাগানটি রাউজানের কোন এক গ্রামে । তাই আমি রাউজানের অনেককেই জিজ্ঞেস করেছি কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেনি । আমার মনে হয় নজরুল রিচার্স একাডেমিতে তথ্য ভিত্তিক প্রমান থাকবে।
যাই হোক আপনার আলোচনা সুন্দর হয়েছে ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
131999
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ এই লিখাটির জন্য অনুপ্রানিত করার জন্য।
রাউজান কবি একাধিকবারই গিয়েছিলেন। তবে কবিতাটি রাউজানে নয়। চট্টগ্রাম শহরেই লিখা বলে বেশিরভাগের মত। আলম পরিবারের ফতেয়াবাদের বাড়ির আশে পাশে প্রচুর সুপারি গাছ থাকলেও একক সুপারি গাছের বাগান আমি দেখিনি।
179210
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ পিলাচ
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
132322
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
181565
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
সায়িদ মাহমুদ লিখেছেন : এতো সহজ সুন্দর ও প্রঞ্জল ভাষায় লিখেছেন মনে হচ্ছে যেন আপনার সামনা সামনি বসে আপনার আলাপ শুনছি। আপনার লিখা আজকেই প্রথম পড়লাম এবং নিমিষেই ফ্যান হয়ে গেলাম "সবুজ" বদ্দা?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৬
134252
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
তবে বেশি বাতাস দিয়েননা। উইরা যাবো।
১০
181625
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৮
আলোর আভা লিখেছেন : কবি নজরুল সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম।
ধন্যবাদ আপনাকে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৭
134253
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
182142
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
আওণ রাহ'বার লিখেছেন : সবুজ ভাই সুন্দর পোষ্টটির জন্য অনেক শুকরিয়া ।
সত্যিই অসাধারণ একটি পোষ্ট।
আর আপনি খুউব চমৎকার লিখেন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
134664
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অতি প্রসংশার জন্য অতি ধন্যবাদ।
১২
182307
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো বিশেষ করে অনুবাদ করা পংতি টা। বেশী কিছু বললাম না যদি আবার বাতাসে উড়ে যান Good Luck Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
135221
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্তব্যটাও ভাল লাগল।
কিন্তু কিছুতো অনুবাদ করিনাই!!!
কবি কাজী নজরুল ইসলাম উর্দু ওহিন্দি ভাষায় কিছু গান লিখেছিলেন বটে কিন্তু তা অনুবাদ করার যোগ্যতা আমার নাই।
১৩
184463
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
ইকুইকবাল লিখেছেন : কবির ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
136558
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে থাকবেন না পিছনে থাকবেন সেটাই তো সমস্যা। পিছন থেকে পালান তো সোজা।
ধন্যবাদ তবুও।
১৪
184603
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
ইকুইকবাল লিখেছেন : আপনি আগে আমরা পিছে পিছে। সোজা পাঠাইবেন কিভাবে পিছে থাকলে হাহ হা মজা পেলাম
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
137333
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারমানে গাছে তুইলা মই নিয়া ভাগবেন!!
১৫
185321
০২ মার্চ ২০১৪ রাত ০২:৪৩
তারাচাঁদ লিখেছেন : নজরুল একাডেমী 'চট্টগ্রামে নজরুল' নামে একটি বই প্রকাশ করেছে । পড়ে দেখুন, ভাল লাগবে ।
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
137334
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জি ভাই কবি আবদুল হাই শিকদারের লিখা বইটি পড়েছি। তবে আরেকটি বই আছে একই নামে যেটাতে প্রচুর ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়া আছে। চট্রগামে নজরুল শেষ বার এসেছিলেন মুসলিম এডুকেশন সোসাইটির সম্মেলনে। যেখানে তিনি ইসলামি শিক্ষা সম্পর্কে একটি মুল্যবান বক্তব্য রেখেছিলেন। কিন্তু ওই বইটাতে সেটা অস্বিকার করা হয়েছে।
আবদুল হাই শিকদারের লিখা বইটি অথেনটিক।
ধন্যবাদ আপনাকে।
০২ মার্চ ২০১৪ রাত ১১:০৮
137604
তারাচাঁদ লিখেছেন : গত চার দলীয় জোট সরকারের আমলে আবদুল হাই শিকদার ছিলেন নজরুল ইনসটিটিউটের নির্বাহী পরিচালক । আর তিনি তো আগে থেকেই একজন কবি এবং সাংবাদিক । তিনি নিজে গিয়েছিলেন নজরুলের জন্মস্থান চুরুলিয়া গ্রামে । সেখান থেকে ফিরে এসে তথ্যবহুল বই লিখেছেন 'কবিতীর্থ চুরুলিয়া' । সে বইটিও আপনার ভাল লাগবে । নিজের চিন্তাচেতনার সাথেও মিল খুঁজে পাবেন ।
০২ মার্চ ২০১৪ রাত ১১:৩০
137620
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জি ভাই সেটাও পড়েছি।
চিন্তাচেতনার সাথে মিল থাকুক আর না থাকুক গবেষনামুলক বই পড়া দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File