এরাশাদ কাকু আবার ডিগবাজি খেলেন।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৩২:২৮ দুপুর

আমাদের সর্বজন শ্রদ্ধেয় এরশাদ কাকু নির্বাচন করবেন না বলে ঘোষনা দিয়েছেন। টিভিতে প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি স্বিকার করেছেন তিনি দুই বেলা দুই কথা মাঝেমধ্যে বলেন। স্বিকার করেছেন ৭৪ টা মামলার চাপে তিনি ভারাক্রান্ত। তবে সরকার ছারছেন কিনা সে প্রশ্নের জবাব দেননাই। আরো স্বিকার করেছেন তিনিই জাতিয় পার্টি। তিনি না থাকলেই জাপা খালি ভাঙ্গে। তবে তার বক্তব্য অনুযায়িই এটা শেষ কথা কিনা বলতে গেলে পরবর্তি বক্তব্য পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিঃ দ্রঃ - এমন কমিক সংবাদ সম্মেলন আর দেখি নাই।

বিষয়: বিবিধ

১৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File