ইস্যুহীন হচ্ছে আ'লীগ ..........!চাই দূর্নিতি বিরুধী ইস্যু
লিখেছেন লিখেছেন কত কথা ২৪ মার্চ, ২০১৩, ০১:২৫:০৩ দুপুর
আ'লীগের চিরপালিত ইস্যু - যুদ্বাপরাধী বা মানবতাবিরুধীর বিচার। কেননা ১৯৭১ পরবর্তী সরকার তারা, বাকশাল সরকারও তারা, ১৯৭৫ পরবর্তী মোশতাক সরকার তাদের বিদ্রুহী সরকার । সায়েম + জিয়া সরকার ছিলো আ'লীগ বিরুধী সুতরাং এ প্রশ্নে তারা বিচার করেনি । এরপর ছিলো বান্দবী সরকার (এরশাদ), উনিতো মুক্তিযুদ্বাদের শ্রেষ্ট সন্তান ঘোষনা করে এবং কর্নেল ফারুক + রশিদকে ফ্রিডম পার্টি গঠনে সহায়তা করে আজ মহাজোটের শরীক হয়েছে , তাকে কে বলবে তিনি কেন বিচার করেনি ? খালেদা জিয়াকে এ প্রশ্নে দোসর হিসাবে সবাই বকে কিন্তু হাসিনার '৯৬ সরকার কি করেছে । জাতির এসব উত্তর কে দিবে ? আজ ২০১৩ এই বিচারের মাধ্যমে জাতি কলংক মুক্ত হচ্ছে তাতে কম কি ? সুতরাং এ নিয়ে জ্বালাময়ী বক্তৃতা হ্রাস পাবে ।
শেখ মুজিবুর রহমান হত্যার বিচার সম্পন্ন হয়েছে জাতি কলংক মুক্ত হয়েছে ।এখন প্রায়ই জাতি পুরুপুরি কলংক মুক্ত ।
এদিক দিয়ে মনে হচ্ছে ইস্যুহীন হচ্ছে আ'লীগ ..........!
নতুন কিছু ইস্যু দেখা যাচ্ছে, যেমন জামাত নিষিদ্দকরণ, আস্তিক-নাস্তিককরন, দোসর-অদোসরীকরণ....ইসলাম বনাম .....। এইজন্যই কি মন্দিরে হামলা বা মুর্ত্তি ভাংগছে কি না তা রাষ্ট্রই ভালো জানে । হয়তো কবে জানি দেখি আরো কতো কি ভাংগে.......? আমরা এখন চাই দূর্নিতি বিরুধী ইস্যু যা অন্য কিছু এমনিতে বিলীন হবে।চাই দূর্নিতি বিরুধী ইস্যু..চাই দূর্নিতি বিরুধী ইস্যু....চাই দূর্নিতী বিরুধী ইস্যু........
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন