সাময়িক......
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ১২ মে, ২০১৬, ০৫:২৯:০৩ বিকাল
কি লিখা উচিত জানিনা ড : আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আমার খালু ছিলেন। তার স্ত্রী আমার মায়ের মামাতো বোন। তিনি এভাবে হারিয়ে যাবেন, ভাবতেই পারছিনা।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গত পরশু মেঝে ভাই আমাকে বলছিল তোর ছোট মেয়েটা আব্দুল্লাহ জাহাঙ্গির এর মাদ্রাসায় দিতি তো ভাল হতো অর্থাত ওনার ব্যাপারে অনেক জানী আল্লাহ জান্নাতের মেহমান বানাক
আমিন
তুমি তো আচ্ছা মেয়ে,
দুই লাইনের লিখায় কত কিছু বুঝিয়ে দিলে।
নিজের ভিতর এমন আত্মীয় থাকাটা সৌভাগ্যের,
তাই বলে আমরা ও উনাকে একেবারে কম ভালোবাসতাম না,
হতে পারে তোমার কষ্টটা বেশি, আর আমাদের কষ্টটা কম।
মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন,
আমিন,,, ।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
সোবহানাল্লাহ্ আমার তো মনে হয় আল্লাহ ওনাকে ব্যাক্তিগতভাবে বাংলাদেশ নামক অসম্ভব কষ্টের দমবন্ধ হওয়ার মত জেলখানা হতে মুক্তি দিয়েছেন।
সমবেদনা রইলো আপনার মায়ের মামাতো বোন ও ওনার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ ওনাদের কে হেফাজত করুন - যাতে তারা যে কয়দিন এ জেলখানায় থাকবেন - ঈমান ও আমলের সাথে সহী সালামতে বেঁচে থাকতে পারেন।
ধন্যবাদ আপনাকে, দোয়া করুন।
মন্তব্য করতে লগইন করুন