William Gladstone এর উত্তরসূরী ব্লগার মোহাম্মদ ফখরুল ইসলাম!!!

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৭ এপ্রিল, ২০১৫, ১০:৪২:৪১ সকাল



এটা ছিল নব্য ক্রুশেডার ব্রিটিশ প্রাইম মিনিষ্টারের দম্ভোক্তি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা।

আমরা দেখছি পশ্চিমা সমাজ আজ নিজেদের সেই কাজে সফল হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় হিজাবী মুসলিমা সুন্দরী প্রতিযোগীতার আয়োজন, হিজাবী ফ্যাশন সো আর হালের শর্ট-টাইট ফিটিং বোরখা, টাইট জিন্স প্যান্টের সাথে শর্ট-টাইট বোরখা ইত্যাদির ব্যাপক প্রচলন এবং ব্যাপক নেকাব বিরোধী প্রচারণা ইত্যাদি চলছে বেশ জোড়েসোড়ে। এই কাজে দেখছি কোথাকার কোন ব্লগার মোহাম্মদ ফখরুল ইসলাম নামক ব্যক্তিও যুক্ত হয়েছেন, যার আবার আধ্যাতিক গুরু আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক শিবির সভাপতি লোকমান বিন ইউসুপ এটা তার ফেসবুক আইডি Click this link

আমি এই ব্যক্তির একাধিক লেখায় চোখ বুলিয়েছি এবং খুব অবাক হয়েছি তার কর্মকান্ড দেখে। কথা হচ্ছে একজন সাধারণ ব্যক্তি কি ইসলামের ব্যাপারে রীতিমত এত স্পর্শকাতর বিষয়গুলোতে ফতোয়া প্রদানের অধিকার রাখেন, যিনি আলেমনা?? হাদিস কি বলে??

#সাঈদ ইবনে তালীদ (রঃ)...উরওয়া(রঃ)থেকে বর্ণিত।তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর (রাঃ)আমাদের এদিক দিয়ে হজ্জ্বে যাচ্ছিলেন।আমি শুনতে পেলাম,তিনি বলছেন যে,আমি নবী (সাঃ)কে বলতে শুনেছি,আল্লাহ তায়ালা তোমাদেরকে যে ইলম দান করেছেন তা হটাৎ করে ছিনিয়ে নেবেন না বরং ইলমের বাহক উলামায়ে কিরামকে তাদের ইলেমসহ ক্রমশ তুলে নেবেন।তখন শুধুমাত্র মূর্খ লোকেরা অবশিষ্ঠ থাকবে। তাদের কাছে ফাতওয়া চাওয়া হবে।তারা মনগড়া ফাতওয়া দিবে।ফলে নিজেরাও পথভ্রষ্ঠ হবে,অন্যদেরকেও পথভ্রষ্ঠ করবে। (বুখারী:৬৮০৯, ১০ম খন্ড, ইফাবা, পৃষ্ঠা: ৫০০-৫০১)

তার লেটেস্ট ব্লগপোস্ট যার শিরোনাম, "মুসলিম মেয়েরা প্রকাশ্য স্হানে মুখ খুলে চলাফেরা করবে এবং ছেলেদের সাথে অবাদে মেলামেশা করবে (১ম পর্ব )" এটি শুধু দ্বীনি ব্যাপার নয়, বরং রীতিমত আমাদের জাতিগত মুল্যবোধ, বিশ্বাস ও নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি নাকি নিয়মিত বই-পুস্তক লিখছেন এসবের বিরুদ্ধে এবং দরকার হলে আদালতে গিয়ে তিনি এসব বন্ধে আইনি লড়াইয়ে যাবেন। এই ব্যক্তি এবং তার আধ্যাতিক গুরুর মূল উদ্দেশ্য কি??

কুরআন এই ব্যাপারে কি বলছে??

#যখন তারা কোন অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে এটা করতে দেখেছি এবং আল্লাহও আমাদের এসব করার আদেশ দিয়েছেন। বল, আল্লাহ এমন আচরণের নির্দেশ দেননা। তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জান না??

#বল, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায়বিচারের। প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্হির রাখবে এবং তার আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাকে ডাকবে। তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিছেন, তোমরা সেভাবেই ফীরে আসবে।

#একদলকে তিনি সৎপথে পরিচালিত করেছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে এবং বিশ্বাস করত তারাই সৎপথপ্রাপ্ত। (সূরা আরাফ, ক্রমিক ৭, আয়াত:২৮,২৯,৩০)

#সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, এটা আল্লাহর নিকট হতে (ওহীর জ্ঞান)। তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের।

#তারা বলে, দিনকতক ব্যতীত আগ্নি আমাদের কখনো স্পর্শ করবেনা। বল, তোমরা কি আল্লাহর নিকট হতে অঙ্গিকার নিয়েছ;অতএব আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছ যা তোমরা জাননা?(বাকারা, আয়াত ৭৯-৮০)

#(হে নবী) আপনি মুশরিকদের অন্তর্ভূক্ত হবেন না যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং দলে দলে বিভক্ত হয়ে যায়, যারা প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। [সূরা রুম-৩২]

এবিষয়ে বিতর্কের কারণ কি যেখানে কুরআনের স্পষ্ট আয়াত বিদ্যমান??

#ঈমানদার পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য মঙ্গল আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ সে সম্পর্কে অবহিত আছেন।

#ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত: প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাদি, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পাদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।” (সূরা নুর, ক্রমিক নং:২৪, আয়াত: ৩০-৩১)

নাকি আপনারা ইসলামে সন্তুষ্ট নন বরং মুশরিকদের অন্তর্ভূক্ত?

#তিনিই তার রাসূল কে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীনসহ সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করবার জন্য। যদিও মুশরিকগণ তা অপছন্দ করে। (সূরা আস্ সাফঃ ৯)

সাবধান হোন ফখরুল সাহেব!

#তারা কি জানেনা যে, তারা যা গোপন রাখে এবং যা ঘোষণা করে নিশ্চিতভাবেই আল্লাহ তা জানেন? (বাকারা, আয়াত: ৭৭)

আশা করব ব্লগ কর্তৃপক্ষ ব্যাপারটায় দৃষ্টি দিবেন ও ব্লগাররাও ব্যাপারটায় সচেতন হবেন।

(বিঃদ্রঃ এই ব্যক্তিকে আলোচনায় এনে তাকে বিক্ষাত বানানোর মোটেও ইচ্ছা নেই শুধু সতর্ক করার জন্যই লেখা)

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317096
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৭
আওণ রাহ'বার লিখেছেন : এই ফখরুল একটা পথভ্রষ্ট লোক নিঃসন্দেহে তার হেদায়েত এর জন্য দোয়া করি।
আমার সাথে একবার কথা হয়েছিলো এবং তার বিকৃত কথার জবাব দিয়েছিলাম তাড়পর যতরকম উল্টাপাল্টা ব্যাখ্যা দাড় করে পালিয়েছিলো।
এ লেখকের কোন লেখা বর্তমানে খুলে দেখিনা।
আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৬
258310
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পুরাই মাথা খারাপ বা কোন উদ্দেশ্য নিয়ে এসব প্রচারণা চালায়। সে নাকি ৮বছর ব্লগিং করে, সে নিজেকে আলেমও দাবি করছে। বই-পুস্তক লেখে কিন্তু এত মহান ব্যক্তি তাকে আবিষ্কার করলাম টুডে ব্লগে!!
317097
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৯
কাহাফ লিখেছেন :
ফখরুল নামের এই ব্লগার 'অল্প বিদ্যা ভয়ংকরি,জুতা রে কয় আলমারি,সাইকেল রে কয় রেলগাড়ি' টাইপের!
ব্যাটা শয়তানের প্রতিনিধি!!
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৭
258311
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলেও তাই। সে নিজেকে আলেম বলে দাবি করে আলেমের জ্ঞানের বহর দেখে আমি পুরাই টাস্কিত। Good Luck Good Luck
317120
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১০
আফরা লিখেছেন : উনার লেখা পড়ে আমার মনে হয়েছে উনার মাথায় সমস্যা আছে -
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৯
258312
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সমস্যা নাকি কোম মিশনের অংশ আল্লাহ ভাল জানেন। কত কিছু যে বের হবে!! মীরপুরে সেদিন জানলাম আহলে কুরান সম্প্রদায় এর কথা যারা হাদিস মানেনা, শুধু কোরান মানে তাদের কথা হাদিস নাকি সব সত্য-মিথ্যায় একাকার হয়ে গেছে। এখন আবার ফখরুল।
317130
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১০
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ লেখককে এমন একটি লেখা আশা করছিলাম। নিজে লিখতে চাইছিলাম সময় করে উঠতে পারিনি। তবে মনে মনে এমন একটি লেখা আশা করছিলাম। ফখরুল সাব নিজেকে বিশাল এক ইসলামিস্ট হিসেবে হাজির করতে চাইছে। পাশাপাশি ইসলামের ভুল ব্যাখ্যা করে ভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যা গর্হিত কাজ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে হেদায়েদ দেন। আমীন।
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১২
258313
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাই তিনি ইসলামিস্ট না নিজেকে রীতিমত আলেম দাবি করছেন। তার উদ্দেশ্য ক্লিয়ার না সে লোকমান বিন ইউসুপের কথা বলছে সেই লোকমান বিন ইউসুপের সাথেও এব্যাপারে আমার একাধিকবার তর্ক হয়েছে এবং সে তর্কে হেরে গিয়েছে। তার ক্লিন শেভড গুরুকেও দেখেছি নিজ ইচ্ছামত ইসলামের ব্যাখ্যা প্রদান করতে। জানিনা এদের লক্ষ্য কি?Good Luck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৪
258319
খান জুলহাস লিখেছেন : ফখরুল আহলে জামাত ওয়াল সুন্নাহর লোক নাকি
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫২
258374
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তেমন কিছুই তো মনে হচ্ছে।
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২০
258464
খান জুলহাস লিখেছেন : আমার কাছে স্বীকার করছে ভাই।
317133
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩১
আবু জান্নাত লিখেছেন : আফরা লিখেছেন : উনার লেখা পড়ে আমার মনে হয়েছে উনার মাথায় সমস্যা আছে - সহমত
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৪
258314
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার মনে হয় তিনি কোন মিশনের অংশ হিসেবে এমন কিছু করছেন। আহলে কোরান সম্প্রদায় বা বায়েজীদ খান পন্নীর হেজবুত তাওহেদ টাইপ কিছু। Good Luck Good Luck
317146
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৪
258315
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পড়ার জন্য ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
317151
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : উনি বিরাট বিরাট লেকচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ।

২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৫
258316
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সে তো নিজেকে রীতিমত আলেম বলে দাবি করেছেন। :Thinking :Thinking Good Luck Good Luck
317170
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঘুম ভাঙ্গানিয়া ও আশা জাগানিয়া গুরুত্বপূর্ণ পোষ্টটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩২
258368
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপি। তোমার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে। আল্লাহ তোমাকেও দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় প্রদান করুক। Good Luck Good Luck
317182
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : এই পাগল লোকটিকে আমি বয়কট করেছি তখনা থেকেই, যখন তিনি মাজারের নিকট কিছু চাওয়াকে বৈধ বলেছেন। আমার মনে হচ্ছে ওনার উপর দুষ্টু জ্বীন ভর করেছে।
আর আরেকজন মনে হয় বুদ্ধিজীবি-টিবির খাতায় নাম লেখানোর ধান্ধায় আছেন।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৪
258369
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার কাছে মনে হয় সে কোন মিশনের অংশ হিসেবে কাজ করছে। ইদানিং মীরপুর এলাকায় একদল লোকের উদ্ভব হয়েছে যারা আহলে কোরান নামে পরিচিত। তারা হাদিস মানেননা।
১০
317188
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : এ লেখাটির জন্য প্রথমেই আপনাকে জানাই মোবারক বাদ৷ প্রতিবাদ করা উচিৎ তাই তার লেখায় প্রতিবাদ করি৷ আমার ধারণায় উনি ভ্রন্ত পথের জ্ঞাণী৷ আল্লাহ তাকে হেদায়েত করুন৷
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৪
258370
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এইলোক নিছক পাগল না বরং মাজারী ও নির্দিষ্ট কোন মিশনের লোক বলে আমার কাছে মনে হয়। Good Luck Good Luck
১১
317197
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
নিমু মাহবুব লিখেছেন : গোমরাহীতে লিপ্ত হলে আল্লাহ তাকে হিদায়াত দিক।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৫
258371
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমীন ইয়া রব। Good Luck Good Luck
১২
317270
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফখরুল এর ব্যাপারে আমিও অল্পসল্প বুঝেছি! ওনি ফখরুল নামে লিখে বাস্তবতায় ফখরুল নাও হতে পারে, ওনি পথভ্রষ্ট একজন তাই ওনার ব্লগে আর ক্লিক করিনা! আগে মন্তব্য করতাম সঠিক জবাব না দিয়ে তিনি মাজার পুজারীদের সঙ্গীত গায়।

তার লেখা পড়া থেকে বিরত থাকায় শ্রেয়।
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৭
258437
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এই লোক পুরাই ভন্ড, প্রতারক। বিতর্ক উঠিয়ে নামডাক কামাই করতে চাইছে অথবা সে কোন মিশনের লোক। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
১৩
317314
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২১
সাদাচোখে লিখেছেন : নিদেনপক্ষে একটু আধটু বুঝে শুনে যে মানুষ স্বেচ্ছায় ইসলাম অনুসরন এর চেষ্টা করে সে মানুষ ই - এই ভদ্রলোকের লিখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

আমি ব্যাক্তিগতভাবে ওনার লিখনীর ক্যাপাসিটিকে পছন্দ করতাম - কিন্তু ডজনখানেক লিখা পড়ার পর - পড়া ছেড়ে দিয়েছি।

আমার কাছে অদ্ভুত লেগেছে এই দেখে যে ওনার লিখাগুলো সামহাউ মেয়ে ও হিজাব ও কালচার কেন্দ্রিক। এমন রেফারেন্স নির্ভর লিখার ক্যাপাসিটি সম্পন্ন মানুষ ইনিয়ে বিনিয়ে তা করাটাকে আমার কাছে উদ্দেশ্যপ্রনোদিত বলে মনে হয়েছে।
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:২০
258478
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাজারপন্হী, চট্টগ্রামের আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী বলেই আমার কাছে মনে হয়েছে। তবে একটা ব্যাপার উনি যেই লোকমান বিন ইউসুপের কথা বলেছেন সেটি সত্য। লোকমান বিন ইউসুপের সাথে আমারও কথা হয়েছে এবং তিনিও নিজের ইচ্ছামাফিক কোরান-হাদিসের ব্যাখ্যা প্রদান করেন। আমার সাথে একাধিক বিতর্কে তিনি হেরেও গিয়েছেন। অবশেষে আমাকে সামনা-সামনি ডেকেছিলেন আলচনার জন্য কিন্তু সেটি আমার পক্ষে সম্ভব না। আমি নিজেকে গোপন রাখতেই ভালবাসি।
১৪
317350
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১৮
মৃনাল হাসান লিখেছেন : ফকরুল ইসলাম দেওয়ানবাগী ওরফে মাইজভা্নডারি।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৪২
258535
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! তাই তো দেখলাম ভাইয়া।Good Luck Good Luck
১৫
317763
০২ মে ২০১৫ বিকাল ০৪:৪০
মাজহারুল ইসলাম লিখেছেন : খালি কলসি বাজে বেশি ফখরুল সাহেবের অবস্থা এমন। ওনার গুরুর সাথে একদিন কথা হয় ওনার কিছু কিছু কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম।
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
258909
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : উনার গুরু আমার সাথে একাধিকবার ফেসবুকে তর্কে হেরেছে। যাদের সাথে তিনি অব্যাহত তর্কে হেরে যান, তিনি সাথে সাথেই তাদের ব্লক করে দেন। বেশ কয়েকবার তর্কে হেরে আমাকে তিনি তার সাথে দেখা করার অনুরোধ করেছিলেন কিন্তু আমি ভার্চুয়াল জগতের কারোর সামনাসামনি হইনা, নিজেকে আড়ালে রাখি আর তার সাথে আলোচনার কোন যৌক্তিকতাও পাইনি। Good Luck Good Luck
০২ মে ২০১৫ রাত ০৮:১৭
258933
মাজহারুল ইসলাম লিখেছেন : আপনার ফেসবুক আইডির লিংক পাওয়া যাবে?
০২ মে ২০১৫ রাত ০৮:২৬
258936
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া বেশ কিছু সমস্যায় পরার জন্য আমি আমার ফেসবুক আইডিটা গত মাস ৬ আগে বন্ধ করে দিয়েছি। আগে একসাথে একাধিক ব্লগে লিখতাম এখন সেটাও অনেকাংশে বন্ধ সামুতে মাঝে মাঝে একটা দুটো পোস্ট দেই আর এই ব্লগে। জানিনা এটাতেও কদিন থাকতে পারবো। আশা জাগে আপনাদের দেখে। আপনাদের আল্লাহ সুযোগ দিয়েছেন, মেধা ও জ্ঞান দিয়েছেন আপনারা আল্লাহর রাস্তায় তা ব্যয় করুন। Good Luck Good Luck
১৬
318966
০৯ মে ২০১৫ সকাল ০৮:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম অ রহমাতুল্লাহ সম্মানিতা/সম্মানিত, আপু/ভাইয়া।
জাজাকাল্লাহু খাইরান আপনার ভালোলাগা বইয়ের নাম আমাকে দেয়ার জন্য।
আলোর পরশ এবং আফ্রিকার দুলহান বই দুটি পড়লাম আলহামদুলিল্লাহ। Thumbs Up Thumbs Up Thumbs Up
Music Music Music Music
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
260200
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলোর পরশ বইটা সত্যি খুব সুন্দর।Good Luck Good Luck
১৭
318967
০৯ মে ২০১৫ সকাল ০৮:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : আফ্রিকার দুলহান এর চেয়ে আলোর পরশ বইটা আমার অনেক বেশি ভালো লেগেছে এককথায় অনন্য একটি বই।
গ্রন্থকার বাংলা একাডেমী পুরস্কার পাওয়া মানুষও বটে।
ভালো লাগলো আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা।
তবে দু এক যায়গায় ইমান ধ্বংসকারী কথাও ছিলো জানিনা এটা লেখকে অনিচ্ছাকৃত ভুল হতে পারে।
যেমন একজন মুসলমানের মুখ থেকে এই কথাটি লেখক কৌতুকের স্বরে বের করেছেন


তাড়পরও বইটি অনবদ্য জাজাকাল্লাহু খাইরান ভাপু।
Happy Happy Happy Happy Happy Happy
আরো কিছু বইয়ের নাম দিবেন আশা করি।
জাজাকাল্লাহ। Good Luck Good Luck Good Luck
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
260203
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বইয়ের লেখক ছিলেন ব্রিটিশ পরবর্তী সময়ের মানুষ। তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেক বাঙ্গালী মুসলিম ভারত থেকে এসেছিলেন আর বাঙ্গালী মুসলিম সমাজেও ভারতীয় সংষ্কৃতির প্রভাব ছিল। কাজেই আল্লাহমিয়া এই বলে যা বলা হয়েছে তা সেসময়কার ভারতীয় মুসলিমদের মাঝে এমন কিছু কথার প্রচলন ছিল যদিও তা বলাটা সঠিক না কিন্তু তারা এটা আল্লাহকে কটাক্ষ করার উদ্দেশ্যে বলতোনা। ভুল-সঠিক নিয়েই তো মানুষ তাই একটা মানুষের সব ঠিক হবেনা এটাই তো স্বাভাবিক ভালটা গ্রহণ আর ভুলটা বর্জন করাই সমাধান। জাঝাক আল্লাহ ভাইয়া। এই অংশটা আমার চোখেও বেঁধেছিল আর আফ্রিকী দুলহানের মাঝেও এমন একটা দুটো লাইন আমার চপখে পরেছে যা বলাটা সঠিক না। Good Luck Good Luck
১৮
326451
১৭ জুন ২০১৫ রাত ০৮:০২
নারী লিখেছেন : ভাই এভাবেই তো কুলাঙ্গাররা কুখ্যাতির দিক দিয়ে বিখ্যাত হয়ে যায়।
২৭ জুন ২০১৫ দুপুর ০১:৪৬
269913
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জ্বি আপি। আমি আপনার লেখাগুলো পড়েছি কিন্তু আমি অনেকদিন যাবত অসুস্হ তাই ব্লগে বসতে পারিনা তঐ প্রিয় মানুষগুলোর লেখায় মন্তব্য করাও হয়না এজন্য আমার প্রতি একদম রাগ করা চলবেনা। Good Luck Good Luck
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৪
277568
নারী লিখেছেন : না! কি যে বলেন?
রাগ করব কেন।
আমিও অনেক দিন যাবত আসিনা।সময়ও পাইনা।আপনি সুস্থ থাকেন।আরামে ব্লগে আসেন তাই ই চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File