আপু, আমারো কিছু বলার ছিল......পরাজয়টা আপনাদের হয়নি, হয়েছে আমার মত হতভাগাদের..

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৮ মার্চ, ২০১৪, ০৯:২৩:১৯ সকাল

Click this link

আপু প্রথমে আপনার কথাগুলো পড়ে আমারও চরম রাগ হয়েছিল আপনাদের প্রতি। কিন্তু যখন ঐ অবস্হানে নারী অবয়বে নিজেকে কল্পনা করেছি,ভয়ে বুক কেঁপে উঠেছে। শুনুন,আমি একজন মৌলবাদি যাকে আপনারা কথায় কথায় রাজাকার, ধর্মান্ধ, মধ্যযুগীয় বলে গালি দেন। হ্যা!আমি আপনাদের ঐ বস্তাপঁচা চেতনার অনুষ্ঠানে যাইনি আর আমার মত কোটি কোটি মৌলবাদি নারী-পুরুষও যায়নি আর তাদের সিংহভাগই পুরুষ। হ্যা!যেখানে নারী-পুরুষের ফ্রি মিক্সিং সে পথে তারা কখনো পা বাড়াবেওনা। বিপরীত দিকে এটাই হল আপনাদের তথাকথিত প্রগতিশীলতায়,চেতনায় বিশ্বাসি মুক্তমণা কিশোর-তরুণ বা মধ্যবয়সীদের আসল চেহারা। তারা দেশপ্রেমনা বরং,নারীপ্রেমে সেখানে গিয়েছিল। আপনারা মাত্র ৩লাখ নারী-পুরুষ একটা গান গাওয়ার জন্য গিয়েছেন আর তাতেই এমন জঘন্য ঘটনা অথচ গত ১৪০০ বছর ধরে পবিত্র কাবায় কোটি কোটি নারী-পুরুষ রাত-দিন ২৪ ঘন্টা অবস্হান করছে, তাওয়াফ করছে, নামাজ পড়ছে, হজ্জ্বের সময় পুরুষের পাশে থেকে হজ্জ্ব করছে কিন্তু সেখানে কোন নারীকে যৌন হয়রাণির শিকার হতে হয়না। কেন জানেন? ঐটা মৌলবাদি নারী-পুরুষের জায়গা। জাহাঙ্গিরনগরে ৩২০ টা রেপের ঘটনা ঘটেছিল কারা করেছিল? হুজুররা? শিবির, হিজবুত তাহরির, তাবলীগ? সামান্য কিছু প্রগতিশীল পুরুষের জন্য গোটা পুরুষ জাতকে গালি দিচ্ছেন? প্যারেড স্কয়ারে মুক্তমণা পুরুষরাই গিয়েছিল। নাকি আপনাদের মতে, যারা প্রগতিশীলতায় বিশ্বাসি না তারা পুরুষই না!!!? মনে পরে আপু, গত বছরের শাপলা চত্ত্বরের কথা? কি উপহাসেই না আপনারা তাদের উড়িয়ে দিয়েছিলেন। তাদের রক্ত দেখে হেসে উঠেছিলেন?(আপনার ব্যাপারে জানিনা ভুল হলে মাফ করবেন)শাহবাগীদের সাথে এক হয়ে তাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছিলেন!! হাতে লাঠি নিয়ে মিছিল করেছিলেন মুক্তমণা পুরুষদের সাথে। আপু, ঐ মৌলবাদি মানুষগুলোও পুরুষ ছিল। তারা নারীকে ঘরে আটকে রাখার কথা বলেনি বরং,বাস্তব উদাহরণ প্যারেড স্কয়ারের নারী-পুরুষের এই ফ্রি মিক্সিং বন্ধের কথাই বলেছিল (যেখানে নারী নিরাপত্তাহীন)। নারীর জন্য পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রের দাবি করেছিল কিন্তু আপনাদের মিডিয়া মিথ্যাচার করতে করতে তাকে নারীর সামনে চ্যালেঞ্জ হিসেবে দাড় করেয়েছিল। আর আজকের সমমণা প্রগতিশীল পুরুষদের হাতে নির্যাতিত এই নারীরাই সেদিন তাদের বিরুদ্ধে কত ভাবেই না প্রতিশোধ গ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রগতিশীল কুত্তারাই মেয়ে নিয়ে কামড়া কামড়ি করে কোন মৌলবাদি যায়না। আরে ঐ মৌলবাদিরাতো নারী শরীরে হাত দেয়া থাক, তাদের দিকে চোখ তুলেই তাকায়না। (আল্লাহর ভয়ে, নারীদের সন্মানের জন্যই)আপু মনে পরে, গত দুয়েক বছর আগের কথা? কিছু বোরখা পরা নারীদের পুলিশ ঠিক একইভাবে গ্রেফতার, নির্যাতন,পর্দা টেনে ছিড়েছিল আর আদালতে বোরখা ছাড়া টেনে হিচড়ে নিয়ে এসেছিল।(আমি শিবির সমর্থন করিনা,যুক্তও না)অথচ আপনাদের নারীবাদিরা চুপ করে ছিল অতঃপর নিঃলজ্জের মত পুলিশকে সমর্থন করেছিল। কোথায় ছিল তখন নারীর সন্মান? নাকি সন্মান শুধু প্রগতিশীল নারীদেরই প্রাপ্য?আপু, আপনাদের চেতনা মানে আসলে এই ফ্রি সেক্স। শেয়াল তো মুরগীর স্বাধীন চরাফেরা চাইবেই। যখনই আপনাদের এই প্রগতিশীল শিক্ষক,শাহবাগিদের কোন আত্বীয়-স্বজনের মেডিকেল সার্জারির জন্য রক্তের প্রয়োজন হয়, তখন তারাও মৌলবাদিদের খুঁজে বেড়ায় রক্ত নেয়ার জন্য। কারণ তারা জানে: মৌলবাদিদের রক্তই ফ্রেশ, জিবাণুমুক্ত। চেতনার উৎস মার্কিনিরা ইরাক, আফগানে হাজার হাজার মুসলিম নারী ধর্ষণ করেছিল কিন্তু তালেবান? যাদের আপনারা কত নামেই না গালি দেন!! তাদের হাতে বন্দি মার্কিন নারী কয়েকমাস আটক থাকার পরে ছাড়া পেয়েই ইসলাম গ্রহণ করেছিল, তালেবানদের ধন্যবাদ দিয়েছিল তাকে আলোর পথ ইসলামের সন্ধান দেয়ার জন্য। আর আফিয়া সিদ্দিকীরা মার্কিনীদের হাতে আটকের সাথে সাথে ধর্ষণ হয়েছিল। আমিও চাইনা প্রগতিশীলদের ছেলে সন্তান হোক। কখনো চাইনা, কেন জানেন? জেনেটিক্সই তো বলে: সন্তান তার মা-বাবার বৈশিষ্ট নিয়ে জন্মগ্রহণ করে। চেতনাধারী মেয়ে তো বিয়ে করবেই চেতনাধারী পুরুষকে। তো এমন প্রগতিশীল মায়ের সন্তান কি চেতনাধারী হবেনা বলেন? আমিও দোয়া করি আল্লাহ যেন তাদের মেয়ে সন্তান দেয়। যেন তাদের টনক নড়ে তাদের মেয়ের প্রতি চেতনাধারী পুরুষের আচরণ দেখে। জানেন আপু এককালে আমিও ছাত্র ইউনিয়নে ছিলাম কিন্তু এখন আমি মৌলবাদি আর সেটা নিয়ে গর্ব হয়। ইসলামের মধ্যেই ছিল বাঙ্গালি জাতির সন্মান, নারীর সন্মান কিন্তু আপনারা সেই ইসলামকেই অপমান করেছেন, হেয় করেছেন, মধ্যযুগীয় বলেছেন তাই নিজেরাতো অপমানিত হবেনই, মধ্যযুগীয় নির্যাতনের স্বাদ পাবেনই। পরাজয়টা আপনাদের হয়নি, হয়েছে আমাদের। আমরা হয়ত ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি সমাজের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে, কিন্তু মানুষের কাছে তার আলো পৌছে দিতে ব্যার্থ হয়েছি। আপনাদের শুধু ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হয়েছে।

বিষয়: বিবিধ

২৬৬৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199090
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:১২
মাটিরলাঠি লিখেছেন : চেতনার প্রসার ও প্রচার হইয়াছে, দেশ আগাইয়া যাইতেছে....
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৮
149083
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে (সূরা তাওবাহ: ৮২)
199096
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:২৭
প্রান্তিক জনপদ লিখেছেন : কাবাঘর তায়েফ শেষে মক্কা-মদিনার মুমিনরা ঘরের কাজের বুয়াদের উপর চড়াও হয়। ইসলামি আইনে আমাদের নবী স্বয়ং দাসীদের সাথে মৌজ-মাস্তি মারতেন। যে কারনে দাসী-বাদী-কাজেরবুয়া ধর্ষন ইসলাম ধর্মে বিশেষ ভাবে হালাল। তো, এই মুমিনরা জাতিয় সংগীত গাইতে যেয়ে আড় চোখে মেয়েদের দিকে কুদৃষ্টি দিলেও তাদের যৌনতায় অলসতা থাকায় আসল কাজটি আর করতে পারে না। চারদেয়ালের ভিতর আকাজ-কুকাজ করতে করতে সব ফিনিস। দেখন্নি আমাদের নবী এত বিয়ে করার পরও বাচ্চা পয়দা করতে পারতেন্না। সাধেই কি????
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
149080
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হে নির্বোধ!আপনি কি নকল নাস্তিক আই মিন মালু? ইতিহাসের জ্ঞান দেখে তো মালখাওয়া পাবলিক মনে হয়। তো আপনি কি মক্কা-মদিনার ঘরে ঘরে ক্যামেরা স্হাপন করে রেখেছেন? হ্যা! সৌদি আরবে কিছু তোমার মাসতুতো চেতনাধারী ভাই আছে যাদের দ্বারা কাজের মহিলার ওপর যৌন নির্যাতন হয়। কিন্তু তা তোমার দেশ হিন্দুস্তানের মত না। যেখানে, মেয়ে বাপের দ্বারা,মা ছেলের দ্বারা আর বোন ভাইয়ের দ্বারা ধর্ষণ হয়। সো আগে নিজের দিকে তাকাও হে নির্বোধ! ওহ! রিয়েলি শকিং তুমি আবার ইসলামি আইন বিশেষজ্ঞও হয়েছো? হাউ ফানি। তো আইনের ধারা গুলা একটু বর্ণনা করতা! আমাদের রাসূল (সাঃ) দাসীদের সাথে..... করতেন? (নাউযুবিল্লাহ) দাসীদের নাম কি কইতে পারবা? দাসী,বাদি,কাজের বুয়া... হালাল? কি তোমার জ্ঞান!! বাহ! মাথায় পানি ঢালো এটা হিন্দু ধর্মনা যে,স্বরসতী আপন বাপের সাথে যৌনতা করিতেছে ও সন্তান উৎপাদন করিতেছে। কিংবা সিতা-রাম ভাই-বোন হবার পরেও থাক, রামায়ণটা তো মুসলমানরা লেখছিল তাইনা? কারণ মুসলমানরাই ষড়যন্ত্র করে লিখে ফেলেছে, রাজা তার আপন কণ্যাকেই বিবাহ করিয়া রাণী বানিয়ে নেন। নাহ!মহাভারত আসলে মোঘলরা বিকৃত করিয়াছে নাহলে নিঃপাপ দেবতারা কিভাবে incest করিতে পারে? আর নিবোর্ধ! রাসূলুল্লাহ (সাঃ)এর ৭ জন সন্তান ছিল। কাসেম, আবদুল্লাহ, যায়নাব, উম্মু কুলছুম, রুকাইয়া, ফাতেমা ও ইবরাহীম (রাঃ)।সর্বশেষ ইবরাহিম(রাঃ)মারিয়া কিবতিয়া(রাঃ)এর গর্ভে জন্ম নেন। নবীজীর নাতী-নাতনীর সংখ্যা ছিল ৭ জন। যায়নাব (রাঃ)এর সন্তান দুজনঃ আলী ও উমামা। রুকাইয়্যার সন্তান একজনঃ আবদুল্লাহ (শিশুবস্থায় তিনি মৃত্যু বরণ করেন) ফাতিমার (রাঃ)সন্তান চার জনঃ হাসান, হুসাইন, উম্মে কুলছুম, যায়নাব(রাঃ)। মুমিনরা জাতিয় সঙ্গীত গাইতে গিয়েছে? বলদা তুমি কি আকাশে সাতার কাট?
199106
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
চুতিয়া লিখেছেন : মায়েরে বাপ! শিরাম পুষ্টিকর মাল পুষ্টাইছেন।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
149074
হতভাগা লিখেছেন : আপনার চোখ দুইটা তো দেখি শিরাম পুষ্টিকর !
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১০
149084
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : প্রাসঙ্গিক মন্তব্য করুন এবং সামান্য সুন্দর ভাবে কথা বললে আপনার মর্যাদা সামান্য কমবেনা বরং বাড়বে। ধন্যবাদ আমার লেখায় সময় দেয়ার জন্য।
199136
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
ভিশু লিখেছেন : খুব সুন্দর...Thumbs Up Rose
ভালো লাগ্লো...Happy Good Luck
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৫
149081
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভিশু ভাইয়া আপনার মধ্যে কেমন যেন একটা আবেগ খুঁজে পাই। ভাল থাকবেন ভাইয়া। Good Luck Happy
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
149085
ভিশু লিখেছেন : Surprised যেমন??? Worried Angel
৩০ মার্চ ২০১৪ রাত ০২:১১
149714
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সহজেই সবাইকে খুব আপন করে নিতে পারেন। সবার খুব কাছে চলে যেতে পারেন, মনে ঢুকে যেতে পারেন।
৩০ মার্চ ২০১৪ রাত ০২:৩৯
149722
ভিশু লিখেছেন : শুকরিয়া! সবার কাছে কাছে থাকতেই খুব ভালো লাগে আমার...Happy দোয়া করবেন, সারা জীবন অমন করে পারি যেন...Praying Good Luck Rose
199249
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৮
হতভাগা লিখেছেন : আপুরা ঐখানে গিয়েছিলেনই ছোঁয়া নিতে । তাদের দুর্ভাগ্য যে সে ছোঁয়া শাহরুখ/সালমান/অক্ষয়/ইমরান এইচ সরকারের ছিল না ।

এজন্যই এটাকে এখন কাহিনীর আকারে বাজারে ছাড়া হয়েছে ।

অক্ষয়/শাহরুখের কাছে চুমু খাবার পর এরকম কাহিনী উনারা ছড়ান নি । একান্তই নিজের মনে করে নিজে নিজেই পুলকিত হয়েছেন ।

ঘটনা প্রায়ই একই রকম , তবে পার্সন বুঝে রিয়েকশন ভিন্ন ।

আপুরা কবে যে এই রকম দ্বিমুখী নীতি থেকে সরে আসবে !
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
149086
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার কথা আংশিক সত্য কারণ আমি সেদিন ঢাকা টু আশুলিয়া কাজে গিয়েছিলাম। অধিকাংশ মেয়েদেরকেই বিশেষ করে ছাত্রীদেরকে আসতে বাধ্য করা হয়েছিল তারাও একটা রোমাঞ্চকর ঘোরের মাঝে ছিল, ইতিহাসের সাক্ষী হবে এমন চিন্তায় মুগ্ধ ছিল অনেকেই কিন্তু যা হবার বরাবরের মত তাই হলো।
199270
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
প্রান্তিক জনপদ লিখেছেন : নবী বিয়ে করেছেন এক ডজন, সাথে অগনিত দাসী আর পোলাপাইন মাত্র ৭? হাহা।

যেখানে, মেয়ে বাপের দ্বারা,মা ছেলের দ্বারা আর বোন ভাইয়ের দ্বারা ধর্ষণ হয়।
১. হুম!!, সত্যি নাকি! কন্যাতুল্য সুন্দরী পুত্র বধুর সাথে ইসলামের নবী মোহাম্মদ ছাড়া আর কে প্রেম করতে পারে? ২। মোহাম্মদের নিজের মেয়ে ফাতিমাকে পোয়াতি করেছেন তারই আপন চাচা আলী। সেই ঘরেই হাসান, হোসেন। I Don't Want To See I Don't Want To See

দাসী, বাদী, নারীগনিমত, কড়ায়ত্ব ধর্ষন এবং বিলি বন্টনের তাগিত দেয়া হয়েছে আল কোরাণ এবং হর হাদিসের পরতে পরতে। সেখানে কাজের বুয়া তো অতি মামুলি।

আল কোরান, সুরা ২৩/৫-৬ :
৫। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
৬। তবে তাদের স্ত্রী ও [b]মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।[/b]

সূরা ৩৩:৫০ ; হে নবী! আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। আর দাসীদেরকে হালাল করেছি, যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ব করে দেন [/i]

মুয়াত্তা, বুক নং-২, হাদিস নং-২.২৩.৯০:
নাফি’র বরাতে মালিক কর্তৃক বর্ণিতঃ আব্দুল্লাহ ইবনে উমরের যৌনদাসীগণ তার পা ধুইয়ে দিত এবং তার জন্যে তালপাতার চাটাই এনে দিত, যখন তাদের মাসিক হচ্ছিল।
মালিককে জিজ্ঞেস করা হয় যে, যদি কোন ব্যক্তির স্ত্রী এবং কয়েকজন যৌনদাসী থাকে, তবে সে গোসল না করেই সবার সাথে সহবাস করতে পারে কি না। তিনি বলেন, গোসল না করেও দু’জন যৌনদাসীর সাথে সহবাস করায় দোষের কিছু নেই। তবে স্বাধীন নারীদের ক্ষেত্রে একজনের বরাদ্দের দিন অন্যের কাছে যাওয়ার অনুমতি নাই। প্রথমে একজন যৌনদাসীর সাথে যৌনকর্ম করে অতঃপর দ্বিতীয় জনের কাছে যাওয়ায় দোষের কিছু নাই, যদি সে জুনুব অবস্থায় থাকে


যৌন দাসী মারিয়া, শিরিন, রিহানা, সাফিয়া..... হায়রে মজাই মজা।
৩০ মার্চ ২০১৪ রাত ০১:৩৬
149710
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শিরিন রাসূল (সাঃ)এর স্ত্রী ছিলনা। রাসূল(সাঃ)"মুকাওকিসের" নিকট হাতিব ইবন আবূ বালতায়া (রাঃ) কে দূতরূপে প্রেরণ করেন। তার নাম ছিল জুরায়য ইবন মিনা। তিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার রাজা-কিবতী অধিপতি। তিনি ইসলাম গ্রহণ করেননি তবে ইসলামের নিকটবর্তী হয়েছিলেন। তিনি দুতের মাধ্যমে রাসূল (সাঃ)কে বিপুল উপঢৌকন সামগ্রি পাঠান এবং চাচাত বোন মারিয়া কিবতিয়া (রাঃ) ও তার বোন সীরীন কে মদিনায় প্রেরণ করেন। রাসূল(সাঃ) মারিয়া (রাঃ) কে বিবাহ করেন এবং সীরীন কে হাসসান (রাঃ) এর সাথে বিবাহ দেন। মারিয়া কিবতিয়া (রাঃ) এর গর্ভে ইবরাহিম নামে রাসূল (সাঃ) এর একজন পুত্র সন্তানের জন্মও হয়। সাফিয়া (রাঃ)এর মুক্তিপণ স্বয়ং রাসূল(সাঃ)নিজে পরিশোধ করেন এবং তিনি ছিলেন বিধবা রাসূল(সাঃ)তাকে তার ইচ্ছাতেই বিয়ে করেন। আর না যায়েদ (রাঃ)তার পুত্র ছিল, আর না যয়নাব(রাঃ)রাসূল (সাঃ)এর কণ্যা সমতূল্য ছিল। তিনি ছিলেন রাসূল(সাঃ)এর আপন ফুফুর মেয়ে ছিলেন অর্থাৎ ফুফাত বোন। আর ইবারাহিম ধর্মে (ইসলাম,ইহুদী, খৃষ্টান)কাজিনদের মধ্যে বিয়ে বৈধ কারণ কাজিনরা রক্ত সম্পর্কের আত্বীয় না। আর এই প্রশ্নটা উপরোপিয়ানরা তোলেনা কারণ তারা এই ব্যাপারটা জানে। কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ হিন্দু ধর্মে কাজেই যারা এটিকে নিয়ে তর্ক করে তারা খাঁটি হিন্দু আর নিজেদের ধর্মের টার্ম দিয়ে তারা এটাকে ভুল প্রমাণ করতে চা. রাসূল(সাঃ)স্ত্রীরা ছিলেন মুমিনদের মা কাজেই মাকে নিয়ে একটাও ফালতু কথা বলার সাহস করবে না। কোরান হাদিসের কোথাও যৌনদাসি বা রক্ষিতা বলে কোন শব্দ নেই। অধিকারভূক্ত দাসি (এটিও বাংলার অনুবাদিক দূর্বলতা) বলতে তাকেই বোঝায় যে যুদ্ধে বন্দীনি হন। তিনি ইচ্ছা করলে দর কষাকষির মাধ্যমে চুক্তি করে মুক্তিপণের অর্থের পরিমাণ ঠিক করে তা পরিশোধ করে মুক্ত হতে পারেন। কিন্তু তিনি যদি তা না করেন তখন সেই ব্যক্তিকে স্বামি হিসেবে মেনে নিবেন। তিনিও স্ত্রী এবং তার সাথে বিবাহিতা নারীর পার্থক্য হল, অন্য নারী স্বাভাবিকভাবে বিবাহিতা এবং তিনি স্বাধীন(বন্দিনী নন)আর তিনি মোহরাণার অর্থ পাবার অধিকার রাখেন। অন্যদিকে, একজন অধিকারভূক্ত নারী স্বাধীন নন(বন্দিনী হয়ে আসা)আর তিনি মুক্তিপণের চুক্তিতে না যাওয়ায় তিনি অধিকারভূক্ত এবং অধিকার অর্জনকারীর স্ত্রী হিসেবে বিবেচিত তবে মোহরাণা পাবেননা। এই নারীর যাবতীয় ভরণপোষণের দায়িত্ব তার অধিকার অর্জনকারী ব্যক্তির। এই নারীর সন্তান হলে তার সন্তান বৈধ সন্তান ও অধিকার অর্জনকারী ব্যক্তির পিতৃ পরিচয়েই বড় হয় এবং সেই সন্তান পিতার সম্পত্তি প্রাপ্তির অধিকার অর্জন করে। কাজেই হাদিস বিকৃতি, ইতিহাস বিকৃতি এসব থেকে দূরে থাকুন। আপনার ধর্মের (হিন্দু)সংশোধনে মনোনিবেশ করেন। পরের লেখাটা মুখে দিলাম কারণ তা অপ্রাসঙ্গিক ছিল।
199418
২৮ মার্চ ২০১৪ রাত ১১:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো হয়েছে বরাবরের মত Rose
৩০ মার্চ ২০১৪ রাত ১২:৪৬
149706
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আর আমিও এমন হতভাগা লেখা ছাড়া কিছুই করার নেই। :(
199534
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
৩০ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
149703
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই। ব্লগিয় তর্কে জেতা অনেক সহজ কিন্তু বাস্তবতা নির্মম। পরাজয়টা তাদের হয়নি, হয়েছে আমাদের। আমরা হয়ত ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি সমাজের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে, কিন্তু মানুষের কাছে তার আলো পৌছে দিতে ব্যার্থ হয়েছি। এসব নারীদের শুধু ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হয়েছে।
199948
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই লজ্জা রাখার জায়গা কি আমাদের আছে?
৩০ মার্চ ২০১৪ রাত ১২:৩৪
149702
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মারিয়াম আপু কাল থেকে আমার প্রচন্ড মন খারাপ। কাল সারাদিন এই রুকসানা আপুর সাথে ডিবেট করেছি। শেষমেষ উনাকে বোঝাতেও পেরেছি উনি স্বীকারও করেছেন, বুঝেছেন। উনার কাছে মাফ চেয়েছি যদি আমার কোন আচরণে উনি কষ্ট পান তবে যেন আমাকে ক্ষমা করে দেন। মন খারাপের জায়গাটা অন্য জায়গায়। আসলে এই অনুষ্ঠান ও অপ্রীতিকর ঘটনাটা ছিল ইসলামিস্টদের গালে একটা চপেটাঘাত। পরাজয়টা ঐ নারীদের হয়নি, হয়েছে ইসলামিস্টদের। সেকুলাররা বুঝিয়ে দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, তারা ইসলামকে তোয়াক্কা করেনা, ইসলামিস্টদের গোণে না। তারা ইচ্ছা করলে যেমন নারীদের ইসলাম বিদ্বেশীতায় কাজে লাগাতে পারে আবার ইচ্ছা হলে সেই নারীদের ভোগ করতেও পারে। ইসলামিস্টদের কোন শক্তিই নেই এসব থেকে নারীদের রুখতে বা বিপদে নারীকে রক্ষা করতে। পরাজয়টা তাদের হয়নি, হয়েছে আমাদের। আমরা হয়ত ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি সমাজের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে, কিন্তু মানুষের কাছে ইসলামের আলো পৌছে দিতে ব্যার্থ হয়েছি। তাদের শুধু ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হয়েছে।
১০
309676
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৫
আফরা লিখেছেন : ইসলামের মধ্যেই ছিল বাঙ্গালি জাতির সন্মান, নারীর সন্মান কিন্তু আপনারা সেই ইসলামকেই অপমান করেছেন, হেয় করেছেন, মধ্যযুগীয় বলেছেন তাই নিজেরাতো অপমানিত হবেনই, মধ্যযুগীয় নির্যাতনের স্বাদ পাবেনই।একেবারে ঠিক কথা বলেছেন ভাইয়া ।

এমন ঘুম ভাগাংনী লেখাটা আমার চোখ এড়িয়ে গেল কি ভাবে । আমি তো রাজনীতি আর খেলা ছাড়া কোন লেখা সাধারনত এড়িয়ে যাই না ।

অনেক অনেক জাজাকিল্লাহ ভাইয়া সুন্দর লেখার জন্য ।
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৭
250618
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কারণ আপনি ফেসবুক ইউজার না তাই Tongue আর লেখাটা অনেক আগের। দেখেন প্রথমেই ফেসবুকের লিংক দেয়া আছে। মূলত এটা ছিল জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে প্যারেড গ্রাউন্ডে সেদিন যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেটার প্রতিবাদে রুখসানা কানন আপু ফেসবুকে নিজের অনুভূতি ব্যাক্ত করেছিলেন। আমার এই লেখাটা ছিল মূলত তার লেখায় আমার মন্তব্য। সে সময় আমার এই মন্তব্যটা ফেসবুকে খুব ঝড় তুলেছিল। প্রচুর শেয়ার হয়েছিল, অনেক ইসলামিক পেজেও পোস্ট করা হয়েছিল। আর যেটা সবসময় হয় সেটা হল অনেক ভাইয়া-আপুরা আমার লেখাটাকে নিজের নামে চালিয়ে দিয়েছিলেন।
১১
315714
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৪২
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪১
256728
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File