আপু, আমারো কিছু বলার ছিল......পরাজয়টা আপনাদের হয়নি, হয়েছে আমার মত হতভাগাদের..
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৮ মার্চ, ২০১৪, ০৯:২৩:১৯ সকাল
Click this link
আপু প্রথমে আপনার কথাগুলো পড়ে আমারও চরম রাগ হয়েছিল আপনাদের প্রতি। কিন্তু যখন ঐ অবস্হানে নারী অবয়বে নিজেকে কল্পনা করেছি,ভয়ে বুক কেঁপে উঠেছে। শুনুন,আমি একজন মৌলবাদি যাকে আপনারা কথায় কথায় রাজাকার, ধর্মান্ধ, মধ্যযুগীয় বলে গালি দেন। হ্যা!আমি আপনাদের ঐ বস্তাপঁচা চেতনার অনুষ্ঠানে যাইনি আর আমার মত কোটি কোটি মৌলবাদি নারী-পুরুষও যায়নি আর তাদের সিংহভাগই পুরুষ। হ্যা!যেখানে নারী-পুরুষের ফ্রি মিক্সিং সে পথে তারা কখনো পা বাড়াবেওনা। বিপরীত দিকে এটাই হল আপনাদের তথাকথিত প্রগতিশীলতায়,চেতনায় বিশ্বাসি মুক্তমণা কিশোর-তরুণ বা মধ্যবয়সীদের আসল চেহারা। তারা দেশপ্রেমনা বরং,নারীপ্রেমে সেখানে গিয়েছিল। আপনারা মাত্র ৩লাখ নারী-পুরুষ একটা গান গাওয়ার জন্য গিয়েছেন আর তাতেই এমন জঘন্য ঘটনা অথচ গত ১৪০০ বছর ধরে পবিত্র কাবায় কোটি কোটি নারী-পুরুষ রাত-দিন ২৪ ঘন্টা অবস্হান করছে, তাওয়াফ করছে, নামাজ পড়ছে, হজ্জ্বের সময় পুরুষের পাশে থেকে হজ্জ্ব করছে কিন্তু সেখানে কোন নারীকে যৌন হয়রাণির শিকার হতে হয়না। কেন জানেন? ঐটা মৌলবাদি নারী-পুরুষের জায়গা। জাহাঙ্গিরনগরে ৩২০ টা রেপের ঘটনা ঘটেছিল কারা করেছিল? হুজুররা? শিবির, হিজবুত তাহরির, তাবলীগ? সামান্য কিছু প্রগতিশীল পুরুষের জন্য গোটা পুরুষ জাতকে গালি দিচ্ছেন? প্যারেড স্কয়ারে মুক্তমণা পুরুষরাই গিয়েছিল। নাকি আপনাদের মতে, যারা প্রগতিশীলতায় বিশ্বাসি না তারা পুরুষই না!!!? মনে পরে আপু, গত বছরের শাপলা চত্ত্বরের কথা? কি উপহাসেই না আপনারা তাদের উড়িয়ে দিয়েছিলেন। তাদের রক্ত দেখে হেসে উঠেছিলেন?(আপনার ব্যাপারে জানিনা ভুল হলে মাফ করবেন)শাহবাগীদের সাথে এক হয়ে তাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছিলেন!! হাতে লাঠি নিয়ে মিছিল করেছিলেন মুক্তমণা পুরুষদের সাথে। আপু, ঐ মৌলবাদি মানুষগুলোও পুরুষ ছিল। তারা নারীকে ঘরে আটকে রাখার কথা বলেনি বরং,বাস্তব উদাহরণ প্যারেড স্কয়ারের নারী-পুরুষের এই ফ্রি মিক্সিং বন্ধের কথাই বলেছিল (যেখানে নারী নিরাপত্তাহীন)। নারীর জন্য পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রের দাবি করেছিল কিন্তু আপনাদের মিডিয়া মিথ্যাচার করতে করতে তাকে নারীর সামনে চ্যালেঞ্জ হিসেবে দাড় করেয়েছিল। আর আজকের সমমণা প্রগতিশীল পুরুষদের হাতে নির্যাতিত এই নারীরাই সেদিন তাদের বিরুদ্ধে কত ভাবেই না প্রতিশোধ গ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রগতিশীল কুত্তারাই মেয়ে নিয়ে কামড়া কামড়ি করে কোন মৌলবাদি যায়না। আরে ঐ মৌলবাদিরাতো নারী শরীরে হাত দেয়া থাক, তাদের দিকে চোখ তুলেই তাকায়না। (আল্লাহর ভয়ে, নারীদের সন্মানের জন্যই)আপু মনে পরে, গত দুয়েক বছর আগের কথা? কিছু বোরখা পরা নারীদের পুলিশ ঠিক একইভাবে গ্রেফতার, নির্যাতন,পর্দা টেনে ছিড়েছিল আর আদালতে বোরখা ছাড়া টেনে হিচড়ে নিয়ে এসেছিল।(আমি শিবির সমর্থন করিনা,যুক্তও না)অথচ আপনাদের নারীবাদিরা চুপ করে ছিল অতঃপর নিঃলজ্জের মত পুলিশকে সমর্থন করেছিল। কোথায় ছিল তখন নারীর সন্মান? নাকি সন্মান শুধু প্রগতিশীল নারীদেরই প্রাপ্য?আপু, আপনাদের চেতনা মানে আসলে এই ফ্রি সেক্স। শেয়াল তো মুরগীর স্বাধীন চরাফেরা চাইবেই। যখনই আপনাদের এই প্রগতিশীল শিক্ষক,শাহবাগিদের কোন আত্বীয়-স্বজনের মেডিকেল সার্জারির জন্য রক্তের প্রয়োজন হয়, তখন তারাও মৌলবাদিদের খুঁজে বেড়ায় রক্ত নেয়ার জন্য। কারণ তারা জানে: মৌলবাদিদের রক্তই ফ্রেশ, জিবাণুমুক্ত। চেতনার উৎস মার্কিনিরা ইরাক, আফগানে হাজার হাজার মুসলিম নারী ধর্ষণ করেছিল কিন্তু তালেবান? যাদের আপনারা কত নামেই না গালি দেন!! তাদের হাতে বন্দি মার্কিন নারী কয়েকমাস আটক থাকার পরে ছাড়া পেয়েই ইসলাম গ্রহণ করেছিল, তালেবানদের ধন্যবাদ দিয়েছিল তাকে আলোর পথ ইসলামের সন্ধান দেয়ার জন্য। আর আফিয়া সিদ্দিকীরা মার্কিনীদের হাতে আটকের সাথে সাথে ধর্ষণ হয়েছিল। আমিও চাইনা প্রগতিশীলদের ছেলে সন্তান হোক। কখনো চাইনা, কেন জানেন? জেনেটিক্সই তো বলে: সন্তান তার মা-বাবার বৈশিষ্ট নিয়ে জন্মগ্রহণ করে। চেতনাধারী মেয়ে তো বিয়ে করবেই চেতনাধারী পুরুষকে। তো এমন প্রগতিশীল মায়ের সন্তান কি চেতনাধারী হবেনা বলেন? আমিও দোয়া করি আল্লাহ যেন তাদের মেয়ে সন্তান দেয়। যেন তাদের টনক নড়ে তাদের মেয়ের প্রতি চেতনাধারী পুরুষের আচরণ দেখে। জানেন আপু এককালে আমিও ছাত্র ইউনিয়নে ছিলাম কিন্তু এখন আমি মৌলবাদি আর সেটা নিয়ে গর্ব হয়। ইসলামের মধ্যেই ছিল বাঙ্গালি জাতির সন্মান, নারীর সন্মান কিন্তু আপনারা সেই ইসলামকেই অপমান করেছেন, হেয় করেছেন, মধ্যযুগীয় বলেছেন তাই নিজেরাতো অপমানিত হবেনই, মধ্যযুগীয় নির্যাতনের স্বাদ পাবেনই। পরাজয়টা আপনাদের হয়নি, হয়েছে আমাদের। আমরা হয়ত ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি সমাজের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে, কিন্তু মানুষের কাছে তার আলো পৌছে দিতে ব্যার্থ হয়েছি। আপনাদের শুধু ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হয়েছে।
বিষয়: বিবিধ
২৬৬৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
এজন্যই এটাকে এখন কাহিনীর আকারে বাজারে ছাড়া হয়েছে ।
অক্ষয়/শাহরুখের কাছে চুমু খাবার পর এরকম কাহিনী উনারা ছড়ান নি । একান্তই নিজের মনে করে নিজে নিজেই পুলকিত হয়েছেন ।
ঘটনা প্রায়ই একই রকম , তবে পার্সন বুঝে রিয়েকশন ভিন্ন ।
আপুরা কবে যে এই রকম দ্বিমুখী নীতি থেকে সরে আসবে !
যেখানে, মেয়ে বাপের দ্বারা,মা ছেলের দ্বারা আর বোন ভাইয়ের দ্বারা ধর্ষণ হয়।
১. হুম!!, সত্যি নাকি! কন্যাতুল্য সুন্দরী পুত্র বধুর সাথে ইসলামের নবী মোহাম্মদ ছাড়া আর কে প্রেম করতে পারে? ২। মোহাম্মদের নিজের মেয়ে ফাতিমাকে পোয়াতি করেছেন তারই আপন চাচা আলী। সেই ঘরেই হাসান, হোসেন।
দাসী, বাদী, নারীগনিমত, কড়ায়ত্ব ধর্ষন এবং বিলি বন্টনের তাগিত দেয়া হয়েছে আল কোরাণ এবং হর হাদিসের পরতে পরতে। সেখানে কাজের বুয়া তো অতি মামুলি।
আল কোরান, সুরা ২৩/৫-৬ :
৫। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
৬। তবে তাদের স্ত্রী ও [b]মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।[/b]
সূরা ৩৩:৫০ ; হে নবী! আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। আর দাসীদেরকে হালাল করেছি, যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ব করে দেন [/i]
মুয়াত্তা, বুক নং-২, হাদিস নং-২.২৩.৯০:
নাফি’র বরাতে মালিক কর্তৃক বর্ণিতঃ আব্দুল্লাহ ইবনে উমরের যৌনদাসীগণ তার পা ধুইয়ে দিত এবং তার জন্যে তালপাতার চাটাই এনে দিত, যখন তাদের মাসিক হচ্ছিল।
মালিককে জিজ্ঞেস করা হয় যে, যদি কোন ব্যক্তির স্ত্রী এবং কয়েকজন যৌনদাসী থাকে, তবে সে গোসল না করেই সবার সাথে সহবাস করতে পারে কি না। তিনি বলেন, গোসল না করেও দু’জন যৌনদাসীর সাথে সহবাস করায় দোষের কিছু নেই। তবে স্বাধীন নারীদের ক্ষেত্রে একজনের বরাদ্দের দিন অন্যের কাছে যাওয়ার অনুমতি নাই। প্রথমে একজন যৌনদাসীর সাথে যৌনকর্ম করে অতঃপর দ্বিতীয় জনের কাছে যাওয়ায় দোষের কিছু নাই, যদি সে জুনুব অবস্থায় থাকে
যৌন দাসী মারিয়া, শিরিন, রিহানা, সাফিয়া..... হায়রে মজাই মজা।
এমন ঘুম ভাগাংনী লেখাটা আমার চোখ এড়িয়ে গেল কি ভাবে । আমি তো রাজনীতি আর খেলা ছাড়া কোন লেখা সাধারনত এড়িয়ে যাই না ।
অনেক অনেক জাজাকিল্লাহ ভাইয়া সুন্দর লেখার জন্য ।
মন্তব্য করতে লগইন করুন