হ্যালো টুডে !
লিখেছেন লিখেছেন উমমু_শাবাব ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪১:২৫ সকাল
বিডিটুডে দেখে আবার মনে শান্তি ফিরে পেলাম । সবাইকে হারিয়ে যে কষ্টে ছিলাম সবাইকে দেখে কিছুটা শান্তি পেলাম। ফন্ট নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে । কতদিন যাবত লগ ইন করতে পারছিলামনা। আজকে আবার চেষ্টা করলাম,লগ ইন করতে পারলাম >-সবাইকে দেখে বেশ ভাল লাগছে। আমার বেশ কয়েকটা ব্লগ হারিয়ে গেছে, সেভ করি করি করে করা হয়নি। তবে সেই শোক কাটিয়ে উঠেছি। যেখানে মানুষই হারিয়ে যায়, সেখানে আমার ব্লগের লেখা হারিয়ে গেলে এতো কষ্ট পাবার কিছু নেই। সবাইকে আমার কাছ থেকে ।
বিষয়: বিবিধ
২২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন