নতুন করে শুরু
লিখেছেন লিখেছেন সুমাইয়া জামান ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৪:৪৭ দুপুর
ব্লগিং করছি প্রায় দু বছরের উপরে। তারপর আরও কয়েকটি ব্লগে একাউন্ট খোলা, তবে তেমন একটা লিখা হত না। পড়তামই বেশি, কিন্তু হঠাৎ করেই বিশাল একটা ধাক্কা, ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্লগিং লাইফেও। ব্লগের ব্যান কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছিল খুব প্রিয় কিছু মানুষকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলেছি।
তারপর কিছুদিন উদ্দেশ্যহীন ছোটাছুটি। অতঃপর পেলাম টুডে ব্লগের সন্ধান। খুঁজে পেলাম অনেক প্রিয় মুখ। তাই দেরী না করে তখনই রেজিট্রেশন করলাম, কিন্তু অনুমোদন পেতে বেশ কিছু সময় লেগে গেল। এ সময়টা কিভাবে যে কাটিয়েছি আল্লাহ্ই জানে। আজই অনুমতি পেলাম খুব ভাল লাগছে, তাই নতুন করে শুরু করতে চাই। আশা করি আগের মতই আপনারাও আমাকে কাছে টেনে নেবেন, আবার আমরা এখানে এক পরিবার হয়ে নিজেদের সুখ, দুঃখসহ সকল অনুভুতি ভাগ করে নেব। এই প্রত্যাশায় নতুন করে যাত্রা শুরু করলাম।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন