মীর আহমদ বিন কাসেম এর গুম এবং টিউলিপ সিদ্কিীর Gesture (জেসচার)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৮:১৯ রাত



বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ বিজনেস কম্যুনিকেশন এর 'জেসচার' চ্যাপ্টার পড়াতে গিয়ে আমার প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মেজর এএইচএম ইয়াসিন স্যার বলেছিল, জেসচার হচ্ছে কথা বলার সময় একজন মানুষের অঙ্গভঙ্গি বা মুখের ভঙ্গি যা দিয়ে বুঝা যায় তার মনের ভিতর কি রয়েছে। গুম-খুনের রাণী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী লন্ডনের জনপ্রিয় চ্যানেল-৪ এ সাক্ষাতকার দিতে গিয়ে তার খালা কর্তৃক গুমকৃত ব্যারিস্টার আহমদ বিন কাসেম সম্পর্কে বলতে গিয়ে তিনি যে Gesture (জেসচার) শো করেছেন তাতে সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় উনি এই গুমের খবর সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। মানুষের অপকর্ম যখন প্রকাশ হয়ে পড়ে তখন তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করেন। টিউলিপ সিদ্দিকীও চ্যানেল-৪ এর সাংবাদিককে তাঁর খালার মতই পুলিশ দিয়ে সাইজ করার হুমকি প্রদান করেন। এছাড়াও প্রেগনেন্ট ঐ সাংবাদিককে তার অনাগত সন্তান নিয়ে টিউলিপ সিদ্দিকী তুচ্ছতাচ্ছিল্য করেন যা ওর নানা-খালার পারিবারিক ঐতিহ্য। এছাড়াও চ্যানেল-৪ এর সাক্ষাতকার এর পর বাংলাদেশে মীর আহমদ বিন কাসেমের পরিবারে উপর অত্যাচার শুরু হয়ে গেছে। তাদের বাসায় পুলিশসহ যৌথ বাহিনী তল্লাশী চালাচ্ছে।

চ্যানেল-৪ এর সাথে টিউলিপ সিদ্দিকীর সাক্ষাতকারে তার আচরণ এবং বাংলাদেশে মীর আহমদ বিন কাসেমের পরিবারকে হয়রানীতে প্রমান হয় তার খালার খুন-গুমের অন্যতম সমর্থনকারী টিউলিপ সিদ্কিী। আমরা বৃটিশ সরকারের কাছে দাবী জানায় বাংলাদেশের গুম-খুনের আন্তর্জাতিক সমর্থনকারী টিউলিপ সিদ্কিীর বিচার ও শাস্তি দিতে হবে।

টিউলিপ সিদ্দিকীর মুখোশ উন্মোচনের সেই সাক্ষাতকারের লিঙ্ক https://www.youtube.com/watch?v=E5_jIpcu0_0

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384522
০১ ডিসেম্বর ২০১৭ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
০৩ ডিসেম্বর ২০১৭ সকাল ০৬:৪৮
317167
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
384527
০২ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
হতভাগা লিখেছেন : টিউলিপ যেভাবে উপরের দিকে তাকায়া আছে মনে হয় অনেক উপর দিয়ে যাওয়া কোন প্লেন দেখতেছে
০৩ ডিসেম্বর ২০১৭ সকাল ০৬:৪৯
317168
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : প্লেন দেখতেছে না, চুরি কইরা ধরা পইড়া হতাশ নয়নে উপরের দিকে তাকাইছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File