অনন্ত জলিল এর ধার্মিকতা নিয়ে তথ্য সন্ত্রাসী প্রথম আলোর চুলকানি কেন?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:০৭:২৬ বিকাল
শীর্ষ তথ্য সন্ত্রাসী পত্রিকা প্রথম আলো গতকাল 'দুবাইয়ে এ কোন অনন্ত' শিরোনামে বিজনেস ম্যাগনেট, জনপ্রিয় নায়ক ও সমাজসেবী বিভিন্ন প্রতিভার অধিকারী অনন্ত জলিল কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তকর রিপোর্ট ছাপায়। কয়েক মাস আগে নায়ক অনন্ত জলিল চিত্রজগতের অন্ধকার ছেড়ে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ধানমন্ডির রবীন্ত্র সরোবরে ভক্তদের মাঝে হাজির হন। তখন থেকে অনন্ত জলিল গায়ে জুব্বা, মাথায় পাগড়ী তথা ধর্মীয় লেবাসে চলাচল করেন। অনন্ত জলিল কুরবানীর ঈদের ছুটিতে স্বপরিবারে দুবাইয়ে যান এবং সেখান থেকে তিনি তাঁর ভেরিফাইড ফেজবুক পেজে প্যান্ট-শার্ট ছাড়া ছবি পোস্ট করেন। এটাকেই সুযোগ হিসাবে গ্রহন করে নাস্তিক পত্রিকা প্রথম আলো। একটি কথা বলে নেওয়া ভাল, মানুষের মাঝে দ্বীনের দায়ী হিসাবে আসার পর থেকে অনন্ত জলিলকে নিয়ে দেশ-বিদেশে আলোড়ন তৈরী হয়। দেশের মানুষও অনন্ত জলিলের এই পরিবর্তনে সাধুবাদ জানায়। তাঁর ব্যক্তি ইমেজ ও জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। কিন্তু নাস্তিক প্রথম আলো গং এর গাত্রদাহ শুরু হয়। সম্ভবত কিভাবে অনন্ত জলিলকে বিতর্কিত করা যায়, কিভাবে তাকে হেয়প্রতিপন্ন করা যায় এই চিন্তা থেকেই প্রথম আলো গং অনন্ত জলিলকে নিয়ে আপত্তিকর রিপোর্ট প্রকাশ করে। একথা সত্য যে, অনন্ত জলিল যদি ধর্মীয় পোশাকে না থেকে উলঙ্গ হয়ে ঘরতেন তাহলে তাকে নিয়ে এ ধরণের বিভ্রান্তিকর রিপোর্ট হতো না। নাস্তিক পত্রিকার সম্পাদক মতিউর রহমান ইতোপূর্বে ইসলাম ধর্ম নিয়ে কটু্ক্তি করার জন্য বায়তুল মোকারমের মরহুম খতিব উবায়দুল হকের কাছে নাকে খত দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, কয়লা ধুইলে ময়লা যায় না। আরও কিছু বিষয়ের অবতারণা করতে চাই, তা হলো, নাস্তিকদের দোসর প্রথম আলো পত্রিকায় 'দাড়ি-টুপি, পাগড়ী' ইত্যাদিকে জঙ্গি, সন্ত্রাসীদের পোশাক হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফলও হয়েছে। সেজন্য যখন অনন্ত জলিলের মত নায়কের জুব্বা-পাগড়ী পড়ে মহানায়কে পরিণত হয়েছে তখন প্রথম আলো গংদের চুলকানি শুরু হয়েছে আর তাঁকে নীচে নামানোর চেষ্টা করছে। তবে অনন্ত জলিল যখন জানিয়েছে বায়ারদের সাথে মিটিং এর ভেন্যুতে 'ড্রেস কোড' মানার জন্য তাঁকে ঐ পোশাক পড়তে হয়েছে তখন অনন্ত জলিলের সময়োচিত জবাবে নাস্তিক প্রথম আলো গংদের মুখে ছাই পড়েছে।
বিষয়: বিবিধ
২২১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন