খালি হাতে ট্যাংক দখল ও সশস্ত্র সৈন্যদের ধোলাই করা কর্মীরাই বিজয়ী হয়: স্যালূট একে পার্টির কর্মীবৃন্দ ও তুর্কী বীর জনতা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৬ জুলাই, ২০১৬, ০৮:৩৮:৫৩ রাত



পৃথিবীর ইতিহাসের সেরা তৃর্কি বীর

যেমন নেতা তেমন কর্মী। তুর্কি নেতা এরদোগান তাঁর কর্মীদের রাস্তায় নামতে বলেছেন আর তাঁর কর্মীরা রাস্তায় নেমেই সশস্ত্র সৈন্যদের গণধোলাই দিতে শুরু করেছে, বোমা-গুলি উপেক্ষা করে খালি হাতেই একের পর এক ট্যাংক দখল করেছে, ট্যাংক বহরের গতিরোধ করার জন্য একাই ট্যাংকের সামনে গিয়ে ট্যাংক থামার নির্দেশ দিচ্ছে, ট্যাংকের চাকার সামনে শুয়ে পড়েছে, সিএনএন অফিস দখল করা সশস্ত্র সৈন্যদের মারতে সিএনএস অফিস ছাড়া করেছে, কোমড়েরর বেল্ট খুলে সৈন্যদের পিটিয়েছে এরদোগানের কর্মীরা, থাপড়াতে থাপড়াতে সশস্ত্র সৈন্যদের নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে, বৃদ্ধ মহিলারাও লাঠি নিয়ে বের হয়েছে। এভাবেই শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে তুর্কি জনগন। স্যালুট একে পার্টির কর্মী ও তুর্কি জনগণকে।

বিশ্বের সব দেশের ইসলামী জনতা যদি সঠিক সময়ে এভাবে জেগে ওঠে তাহলে বিজয় তাদের পদচুম্বন করবে ইনশায়াল্লাহ।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374765
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:৪১
কুয়েত থেকে লিখেছেন : খালি হাতে ট্যাংক দখল ও সশস্ত্র সৈন্যদের ধোলাই করা কর্মীরাই বিজয়ী হয়: স্যালূট একে পার্টির কর্মীবৃন্দ ও তুর্কী বীর জনতা ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:৪৩
310883
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৬ রাত ০৩:৩১
311686
কুয়েত থেকে লিখেছেন : শাব্বাস তুর্কীর মুসলীম জনতা।Good Luck Good Luck
374772
১৬ জুলাই ২০১৬ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাহসি নেতাই তৈরি করতে পারে সাহসি মানুষ।
১৬ জুলাই ২০১৬ রাত ১০:২৫
310886
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ঠিক বলেছেন।
374794
১৭ জুলাই ২০১৬ রাত ০২:২৫
শেখের পোলা লিখেছেন : শাব্বাস তুর্কীর মুসলীম জনতা।
374867
১৮ জুলাই ২০১৬ সকাল ০৯:৪৩
হতভাগা লিখেছেন : পশ্চিমাদের চোখে চোখে রেখে আর কতদিন টিকবেন এরদোগান/এরদোয়ান ?

http://www.prothom-alo.com/international/article/917926/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File