কাবার পথে নবীর দেশে: ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৫ জুন, ২০১৬, ০৮:০২:২৪ রাত
ইব্রাহিম খলিল রোড দিয়ে মসজিদে হারামে ঢোকার রাস্তা 'পায়রা চত্বর'
মসজিদে হারাম, ফাহাদ গেটের সামনে থেকে
মসজিদে হারামের দো-তলা থেকে কাবা
মক্কা ঘড়ি
মসজিদে হারামের ভিতরে
মাতাফ (কাবার চারিদিকে তাওয়াফের স্থান)
রাত ৩.২০ মিনিটে তাওয়াফ
মাকামে ইব্রাহিম: এই পাথরে দাড়িয়ে ইব্রাহিম (আঃ) কাবাঘর নির্মান করেন
রাসুল (সাঃ) বাড়ী যা বর্তমানে লাইব্রেরী
সাফা-মারওয়া পাহাড়: গ্লাস দিয়ে আটকানো
সাফা পাহাড়, এখান দাড়িয়ে ইব্রাহিম (আঃ) তাঁর স্ত্রী সন্তানদের জন্য দোয়া করেছিলেন
সাফা-মারওয়া পাহাড় এখানে সায়ী করতে হয়, হাজেরা (আঃ) পানির জন্য এই পাহাড়ে দৌড়াদৌড়ি করেন।
সাফা পাহাড়ে সবুজ চিহ্নিত স্থানে 'রমল' করতে হয়
হেরা গুহার নিকট জাবালে নুর এর শীর্ষপ্রান্ত ভুমি থেকে প্রায় ৬০০ মিটার উচ্চতা।
হেরা গুহায় যাওয়ার সিড়িযুক্ত রাস্তা
হেরা গুহায় যাওয়ার পথে পাহাড়ী বানর
হাত থেকে বাদান নিচ্ছে বানর
হেরা গুহায় প্রবেশ পথ, শুধুমাত্র একজন মানুষই এই পথ দিয়ে প্রবেশ করতে পারে
হেরা গুহার ভিতরে
আরাফাতের ময়দান
আরাফাতের ময়দান
আদম ও হাওয়া (আঃ) এর মিলনস্থলে উঠার রাস্তা
আদম ও হাওয়া (আঃ) মিলনস্থল
মসজিদে নামিরা, এই মসজিদ হতে আরাফাতের দিন হজ্জের খুতবা দেওয়া হয়।
সাওর পর্বত, হিযরতের সময় এখানে নবী (সাঃ) ৩দিন অবস্থান করেন
ছাওর পর্বতে যাওয়ার উট
মিনার শীতাতপ নিয়ন্ত্রিত তাবু
জামরাতে (শয়তানকে পাথর মারার স্থান) যাওয়ার রাস্তা, উপর দিয়ে শেড দেওয়া
ওহুদের ময়দান, বেড়া দেওয়া স্থানটি শুহাদায়ে ওহুদের কবরস্থান, পিছনে ওহুদ পাহাড়,
সাইয়্যিদিস শুহাদা আমীর হামজা (রাঃ) কবর
খন্দকের ময়দান
মসজিদে কিবলাতায়ীন, এই মসজিদ নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়
মসজিদে নববীর বারান্দায়
মসজিদে নবুবীর সবুজ গম্বুজ যার নীচে শায়িত আছে রাসুলুল্লাহ (সাঃ)
জান্নাতুল বাকী, রাসুল (সাঃ) শত শত সাহাবী শায়িত আছেন
বাংলাদেশের কৃতিসন্তান এফআর খানের বানানো জেদ্দা বিমানবন্দর
জেদ্দা বিমানবন্দরে হজ্বযাত্রীদের বহনকারী একটি বিমান
ভুপৃষ্টের ৯মাইল উপর থেকে তোলা ছবি। নীচে মেঘ উপরে আকাশ
বিষয়: বিবিধ
২৮৬১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম অতিব প্রয়োজনে ছবি তোলা হালাল করেছে, ঢালাওভাবে হালাল করেনি।
মন্তব্য করতে লগইন করুন