কাবার পথে নবীর দেশে: ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৫ জুন, ২০১৬, ০৮:০২:২৪ রাত



ইব্রাহিম খলিল রোড দিয়ে মসজিদে হারামে ঢোকার রাস্তা 'পায়রা চত্বর'



মসজিদে হারাম, ফাহাদ গেটের সামনে থেকে



মসজিদে হারামের দো-তলা থেকে কাবা



মক্কা ঘড়ি



মসজিদে হারামের ভিতরে



মাতাফ (কাবার চারিদিকে তাওয়াফের স্থান)



রাত ৩.২০ মিনিটে তাওয়াফ



মাকামে ইব্রাহিম: এই পাথরে দাড়িয়ে ইব্রাহিম (আঃ) কাবাঘর নির্মান করেন



রাসুল (সাঃ) বাড়ী যা বর্তমানে লাইব্রেরী



সাফা-মারওয়া পাহাড়: গ্লাস দিয়ে আটকানো



সাফা পাহাড়, এখান দাড়িয়ে ইব্রাহিম (আঃ) তাঁর স্ত্রী সন্তানদের জন্য দোয়া করেছিলেন



সাফা-মারওয়া পাহাড় এখানে সায়ী করতে হয়, হাজেরা (আঃ) পানির জন্য এই পাহাড়ে দৌড়াদৌড়ি করেন।



সাফা পাহাড়ে সবুজ চিহ্নিত স্থানে 'রমল' করতে হয়



হেরা গুহার নিকট জাবালে নুর এর শীর্ষপ্রান্ত ভুমি থেকে প্রায় ৬০০ মিটার উচ্চতা।



হেরা গুহায় যাওয়ার সিড়িযুক্ত রাস্তা



হেরা গুহায় যাওয়ার পথে পাহাড়ী বানর



হাত থেকে বাদান নিচ্ছে বানর



হেরা গুহায় প্রবেশ পথ, শুধুমাত্র একজন মানুষই এই পথ দিয়ে প্রবেশ করতে পারে



হেরা গুহার ভিতরে



আরাফাতের ময়দান



আরাফাতের ময়দান



আদম ও হাওয়া (আঃ) এর মিলনস্থলে উঠার রাস্তা



আদম ও হাওয়া (আঃ) মিলনস্থল



মসজিদে নামিরা, এই মসজিদ হতে আরাফাতের দিন হজ্জের খুতবা দেওয়া হয়।



সাওর পর্বত, হিযরতের সময় এখানে নবী (সাঃ) ৩দিন অবস্থান করেন



ছাওর পর্বতে যাওয়ার উট



মিনার শীতাতপ নিয়ন্ত্রিত তাবু



জামরাতে (শয়তানকে পাথর মারার স্থান) যাওয়ার রাস্তা, উপর দিয়ে শেড দেওয়া



ওহুদের ময়দান, বেড়া দেওয়া স্থানটি শুহাদায়ে ওহুদের কবরস্থান, পিছনে ওহুদ পাহাড়,



সাইয়্যিদিস শুহাদা আমীর হামজা (রাঃ) কবর



খন্দকের ময়দান



মসজিদে কিবলাতায়ীন, এই মসজিদ নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়



মসজিদে নববীর বারান্দায়



মসজিদে নবুবীর সবুজ গম্বুজ যার নীচে শায়িত আছে রাসুলুল্লাহ (সাঃ)



জান্নাতুল বাকী, রাসুল (সাঃ) শত শত সাহাবী শায়িত আছেন



বাংলাদেশের কৃতিসন্তান এফআর খানের বানানো জেদ্দা বিমানবন্দর



জেদ্দা বিমানবন্দরে হজ্বযাত্রীদের বহনকারী একটি বিমান



ভুপৃষ্টের ৯মাইল উপর থেকে তোলা ছবি। নীচে মেঘ উপরে আকাশ

বিষয়: বিবিধ

২৮৬১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373114
২৫ জুন ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : আপনার এ ছবিগুলি হৃদয়ে অনাবিল আনন্দ এনে দিল। আশা করি আপনি মক্কাতেই থাকেন। ওমরা করার ইচ্ছা আছে। প্রয়োজনে আপনার সহায়তা পাব আশারাখি। ধন্যবাদ।
২৫ জুন ২০১৬ রাত ০৮:৩৮
309758
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ভাইজান, আমি বাংলাদেশেই থাকি, ২০১২ সালে হজ্বের সময় তোলা ছবি।
২৬ জুন ২০১৬ বিকাল ০৫:৩৪
309804
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু নিজের ছবি তুলে পোস্ট করার রোগ থেকে মুক্ত করুক।
373117
২৫ জুন ২০১৬ রাত ০৮:৩২
নাবিক লিখেছেন : ছবিগুলো খুব সুন্দর
২৫ জুন ২০১৬ রাত ০৮:৩৮
309759
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : অনেক ধন্যবাদ।
373136
২৫ জুন ২০১৬ রাত ১০:৩৫
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আল্লাহ যেন সেই সেন্দর স্থানে আমাকে কবুল করেন !
২৫ জুন ২০১৬ রাত ১০:৪৮
309765
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন।
২৬ জুন ২০১৬ বিকাল ০৫:৩২
309802
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করুন, কিন্তু এমনভাবে নিজের ছবি তুলে পোস্ট করার রোগ থেকে মুক্ত করুন।
373141
২৬ জুন ২০১৬ রাত ১২:১৯
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২৬ জুন ২০১৬ রাত ০৪:০৩
309776
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
373146
২৬ জুন ২০১৬ রাত ০১:০৩
আবু জান্নাত লিখেছেন : মা-শা আল্লাহ
২৬ জুন ২০১৬ রাত ০৪:০৩
309777
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আলহামদুলিল্লাহ
২৬ জুন ২০১৬ বিকাল ০৫:৩৩
309803
গাজী সালাউদ্দিন লিখেছেন : নিজের ছবি তুলে পোস্ট করার নেতিবাচক দিকটি এড়িয়ে যাচ্ছেন কেন?
373197
২৬ জুন ২০১৬ বিকাল ০৫:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেখানকার ছবির সাথে নিজের ছবিগুলো দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, কিন্তু তা যে রিয়া বা প্রদর্শনেচ্ছার মত ইমান হালকা করে দেওয়ার কাজটি করে যাচ্ছেন, তার খবর আছে?
ইসলাম অতিব প্রয়োজনে ছবি তোলা হালাল করেছে, ঢালাওভাবে হালাল করেনি।
২৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
309809
ফখরুল লিখেছেন : Big Hug Big Hug
373234
২৭ জুন ২০১৬ রাত ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ছবিগুলির জন্য। আল্লাহতায়ালা যেন আমাদের ও কবুল করেন।
৩০ জুন ২০১৬ দুপুর ১২:৪৭
310056
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন
373513
২৯ জুন ২০১৬ বিকাল ০৫:০৭
সত্যের বিজয় লিখেছেন : ছবিগুলো দেখে ভাল লেগেছে।কিন্তু সেগুলোর সাথে আপনার বেঢপ চেহারা একেবারেই বেমানান হয়েছে ।নিজেকে প্রদর্শন না করে শুধু মক্কা মদীনার এই পিকগুলো দিলে আরও সুন্দর হত
৩০ জুন ২০১৬ দুপুর ১২:৪৮
310057
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
377858
২৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৫২
313209
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর লিখেন, সেজন্য আপনার লেখাগুলো পড়ার চেষ্টা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File