১২ ডিসেম্বর শহীদ আবদুল কাদের মোল্লা (র.) এর হত্যার দিনটি 'বিচারিক হত্যা দিবস' পালন করুন।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৯:৫১ সকাল
একজন জ্ঞানী, সৎ সাংবাদিক, অমায়িক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ আবদুল কাদের মোল্লাকে 'বিচার বিভাগের মাধ্যমে ' হত্যার জন্য রাষ্ট্রের সরকার বিভাগ, রাষ্ট্রের বিচার বিভাগ, হলুদ মিডিয়া, বামপন্থী রাজনীদিবিদসহ রাষ্ট্রের সকল দুষ্ট্চক্র একত্রিত হয়ে হত্যার অবিরাম চেষ্টা করেও হত্যা করতে পারল না তখন আবারও শুরু হলো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রত্যক্ষ মদদে 'শাহবাগী' আষ্পালন। পৃথিবী দেখল, গুটি কয়েক ব্যক্তির ফাঁসির দাবীর প্রতি সংহতি জানিয়ে সরকার আইন পরিবর্তন করল, সেই আইনে সর্বোচ্চ আদালতের হিন্দু-বামপন্হী জুডিশিয়াল কিলাররা হত্যার নির্দেশ দিল আবদুল কাদের মোল্লাকে। ১২ ডিসেম্বর আপীলের সুযোগ না দিয়েই হত্যা করা হলো আবদুল কাদের মোল্লাকে। আবদুল কাদের মোল্লাকে হত্যার মাধ্যমে হত্যা করা হলো বিচার বিভাগকে, লাঞ্ছিত করা হলো মানবতাকে।
শহীদ আবদুল কাদের মোল্লাকে খুন করতে সহায়তা করেছে সরকার বিভাগের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন-প্রতিমন্ত্রী ও তাদের সংশ্লিষ্ট মন্ত্রনালয়।
আবদুল কাদের মোল্লার হত্যাকান্ডে বিচার বিভাগের সহযোগিরা ভুয়া তদন্ত কমিটি, বর্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নিজামুল হক নাসিম-ফজলে কবির গং, সুপ্রিম কোর্টের এসকে সিনহা-শামসুদ্দিন মানিক গং।
ইলেকট্রনিক মিডিয়ার 'চ্যানেল-আই-এটিএন গং', প্রিন্ট মিডিয়ার 'প্রথম আলো-কালের কণ্ঠ-জনকণ্ঠ' গং।
রাজনীতিবিদদের মধ্যে নষ্ট-ভ্রষ্ট কম্যুনিষ্ট, সেক্যুলারিষ্ট ও তাদের সহযোগিরা।
ব্যবসায়ীদের মধ্যে আবদুল কাদের মোল্লাকে হত্যার সহযোগিতা করেছে প্রাণ গ্রুপ-বসুন্ধরা গ্রুপ গং।
রাষ্ট্রের একজন নিরাপরাধ ব্যক্তিকে বিচার বিভাগের মাধ্যমে হত্যার প্রতি ঘৃণা জানিয়ে, বিচারিক হত্যাকান্ডের প্রতি ঘৃণা জানিয়ে ভুয়া তদন্তের প্রতি ঘৃণা জানিয়ে, বিচারপতিরা নিজেদের পদোন্নতির জন্য 'রায়' প্রদানের প্রতি ঘৃণা জানিয়ে, বিচারপতিদের অনুরাগ-বিরাগ হয়ে বিচারকাজ চালানোর প্রতি ঘৃণা জানিয়ে, অন্যায় দাবীর প্রতি নতি স্বীকার করে বিচার করার প্রতি ঘৃণা জানিয়ে, একজনের দোষ অন্যের উপর চাপিয়ে বিচার করার প্রতি ঘৃণা জানিয়ে; সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে ১২ ডিসেম্বর বিচারিক হত্যাকান্ডের আইকন শহীদ আবদুল কাদের মোল্লার হত্যা দিবসকে 'বিচারিক হত্যা দিবস' পালন করুন।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর বিচার একদিন হবে, বিচারকদের বিচারকের আদালতে ।
মন্তব্য করতে লগইন করুন