উইকিপিডিয়ায় দেশের প্রখ্যাত ইসলামী স্কলারদের নাম নেই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২২ অক্টোবর, ২০১৪, ০৮:২২:৩২ রাত

ফ্রি এনসাইক্লোপোডিয়া উইকিপিডিয়ায় বাংলাদেশের মাওলানা আবদুর রহীম, অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল মান্নান তালিব সহ অধিকাংশ ইসলামী স্কলারের জীবনী লিপিবদ্ধ হয়নি। উইকিপিডিয়ার এই পেজিটিতে গিয়ে আমাদের দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ ও ইসলামী আন্দোলনের কর্মীদের নাম ও জীবনী লিখার অনুরোধ করছি।

http://en.wikipedia.org/wiki/List_of_modern-day_Muslim_scholars_of_Islam#Bangladesh

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277156
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
বন্যা ইসলাম লিখেছেন : কুখ্যাত রাজাকার, আল বদর........??
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:১০
221143
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : তুমি তো বহুরূপী, এগুলোও কি তোমার নিক নেম?
277168
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলাদা ভাবে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা সাঈদি সাহেবেন এন্ট্রি আছে। তবে তা মিথ্যা ও আক্রমনাত্মক তথ্যে ভরা। শাহ আবদুল হান্নান সাহেবের পোষ্ট আমিই দিয়েছিলাম কিন্তু তাও এডিট করা হয়েছে। উ্ইকিপিডিয়ার বাংলাদেশ এর দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বিশেস ভাবে সরকার ও শাহবাগিয় সমর্থক।
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৩
221147
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : চলুক না নাস্তিক আর আস্তিকের লড়াই। আবারও দিন, আমিও দিয়েছি।
277205
২২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনারা তো সারাজীবন পিছিয়েই থাকলেন। ভাবেন তবে একটু পরে।
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩০
221204
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File