উপজেলা পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার জমা দিয়েছি সবাই দোয়া করবেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৪ মে, ২০১৪, ০৯:১৩:১৫ সকাল



চিত্র: উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহান আমার নমিনেশন পেপার গ্রহণ করছেন

প্রিয় ব্লগার ভাইয়েরা,

আসসালামু আলাইকুম। গত ২৪ এপ্রিল আমি কামারখন্দ (সিরাজগঞ্জ) উপজেলায় নমিনেশন পেপার জমা দিয়েছি।



চিত্র: উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহান আমার নমিনেশন পেপার যাচাই-বাছাই করছেন

২৬ এপ্রিল যাচাই-বাচাই হয়েছে এবং গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আজকে ডিসি (সার্বিক) ও রিটার্নিং অফিসারের নিকট থেকে প্রতীক পাওয়া যাবে।

সকলের দোয়া প্রার্থী।

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217146
০৪ মে ২০১৪ সকাল ০৯:২৮
আয়নাশাহ লিখেছেন : কোন পদে নমিনেশন দিলেন সেটা তো বললেন না। চেয়ারন্যান নাকি ভাইস চেয়ার ম্যান নাকি (মহিলা)ভাই চেয়ার ম্যান? যদিও জানি শেষ পদের জন্য মহিলা হওয়া আবশ্যক।
০৪ মে ২০১৪ সকাল ০৯:৩৩
165326
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : চেয়ারন্যান
217148
০৪ মে ২০১৪ সকাল ০৯:৩১
লোকমান লিখেছেন : দোয়া করি আল্লাহ যেন আপনাকে জয়যুক্ত করেন। আমীন।
217157
০৪ মে ২০১৪ সকাল ১০:০৬
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
217163
০৪ মে ২০১৪ সকাল ১০:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি খুব ভালো স্লোগান দিতে জানি, আমাদের এখানে সবাই আমাকে খুব চিনে স্লোগানের জন্য। আপনার জন্য একটা স্লোগান দিয়ে দিলাম-
যোগ্য নেতা সিরাজী ভাই
আমরা কিছু খাইতাম চাই!
217168
০৪ মে ২০১৪ সকাল ১০:৩৯
আবু জারীর লিখেছেন : সিরাজী ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে বিজয়ী করেন। সাথে সাথে একটা পরামর্শ দেই তা হল আপনার প্রপিকটা বদলে নিজের ছবির সাথে প্রাপ্ত প্রতিকের ছবি দিন। আপনার বর্তমান প্রপিকটা জনপ্রতিনিধি হিসাবে আপনার জন্য বেমানান।
ধন্যবাদ।
০৭ মে ২০১৪ সকাল ০৮:২৭
166420
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : বুঝলাম না
217178
০৪ মে ২০১৪ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আপন বিজয় কামনা করে দুয়া করছি।
217192
০৪ মে ২০১৪ সকাল ১১:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : বিজয় কামনা করি। এগিয়ে চলুন।
217213
০৪ মে ২০১৪ দুপুর ১২:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একজন ব্লগারকে প্রার্থী হিসেবে দেখে খুব ভাল লাগছে । আমি আশা করবো ব্লগাররা আপনার সাথেই থাকবে । আবু জারির ভাইর সাথে একমত । জনপ্রতিনিধি হতে হলে মনমানসিকতা আরো উদার হতে হবে । সহনশীল হতে হবে ।
217234
০৪ মে ২০১৪ দুপুর ০১:১৪
আফরা লিখেছেন : দোয়া করি আল্লাহ যেন আপনাকে সফলতা দান করেন। আমীন।
১০
217250
০৪ মে ২০১৪ দুপুর ০২:২৮
egypt12 লিখেছেন : আপনার বিজয়ের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া রইল Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File