জামায়াতে সঙ্গে এখনও শয়তানি আচরণ বন্ধ করল না বিএনপি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৩২:৫০ রাত
আজকে বঙ্গভবনে যাওয়া নিয়ে বিএনপির ভন্ডামীপূর্ণ আচরণ অবাক করার মত। ২০ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির ১০ জন আর বাকী শরিকদলের লোকজন ১০ জন। তন্মধ্যে গতকালই জামায়াতের ২জন প্রতিনিধির ব্যাপারে কথা হয় এবং জামায়াতের নায়েবে আমীর এ.কে.এম. নাজির আহমেদ ও আ ন ম শামসুল ইসলাম এমপি বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি অফিসে আসেন। ৫টার দিকে বিম্পি অপিস থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম বলল, শামসুল ইসলাম সাহেব যাবে না অন্যজন যাবে। এভাবেই বেজাত বিএনপি আজ জামায়াত নেতা বীর চট্রলার সিপাহসালার শামসুল ইসলাম এমপিকে অপমানিত করেন। যেখানে বিএনপির দশ জন প্রতিনিধি এবং নাম সর্বস্ব দলের একজন করে প্রতিনিধি ছিল সেখানে জামায়াতের অন্তত ৩জন প্রতিনিধি থাকার কথা কিন্তু ২জন প্রতিনিধিও রাখল না। অবশেষে শামসুল ইসলাম এমপি বঙ্গভবনের গেটে খালেদা জিযার নিরাপত্তা প্রধান কর্ণেল মজিদ এর সাথে কথা হওয়ার পর সেখান থেকে ফিরে আসেন।
জামায়াতের বহরের অনেকেই এই ঘটনার প্রেক্ষিতে প্রতিনিধি দলে থাকার বিষয়ে তাৎক্ষনিকভাবে বয়কট করার মত দেন, কেননা বিএনপিকে আন্দোলনে না পাওয়া গেলেও খালেদার মিটিং-সমাবেশে মুখ দেখাতে ওস্তাদ। তাছাড়া এখনই এমন আচরণ করলে নির্বাচনে আসন দেওয়ার ক্ষেত্রেও গোয়ার্তমি ও ধান্দাবাজি করতে পারে।
বিষয়: বিবিধ
২৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন