হুজুর, মন্ত্রীর মুখে লালা ঝড়বে, আন্ডারওয়্যার ভিজে যাবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৩ নভেম্বর, ২০১৩, ১১:০৩:০০ রাত



আল্লামা শাহ আহমদ শফি (দা. বা.) নারীদের 'ফুল' এবং 'রানী' এর সাথে তুলনা করেছেন। তাঁর বক্তব্য বিকৃত করা ও তাঁর সমালোচনার জবাব হুজুর এভাবে দিয়েছেন,

“একজন সাংবাদিক আমার কাছে গিয়ে এ কথা বলেছিল। বলেছি, আপনি বসেন। একটি সুন্দরী মেয়ে আপনার কাছে পাঠিয়ে দেব। তারপর আপনার দিলের কি অবস্থা হয় আমাকে জানাইবেন। একথা বলার সাথে সাথে উনি কোনো জবাব না দিয়ে চলে যান।”

মন্ত্রীদের উদ্দেশ্য করে হেফাজত গুরু বলেন, “মন্ত্রীরা যারা আমার বিরুদ্ধে বলছে তাদের আমার কাছে নিয়ে আসেন। আমি একজন সুন্দরী মহিলা উনার কাছে পৌঁছায়ে দিব। দু’চার মিনিট কথাবার্তা বলুক তারা। তারপর মন্ত্রীকে জিজ্ঞাসা করব। তুমি যদি পুরুষ হইয়া থাক তাহলে তোমার দিলের অবস্থা বাতাও।”

আমার বক্তব্য হলো, হুজুর ঐ মন্ত্রীরা পুরুষ হলে দিলের অবস্থা কি হবে জানিনা তবে আমি ১০০% নিশ্চিত মন্ত্রীর আন্ডারওয়্যার ভিজে যাবে আর মুখে লালা ঝড়বে।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File